সমস্ত মহিলাকে 500 টাকা ও 1000 টাকা দেওয়ার ঘোষণা করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে। ঠিক সেই মতই সমস্ত মহিলাকে ৫০০ ও ১০০০ টাকা দেবে মমতা সরকার। কারা কারা এই টাকা পাবেন এবং কি কি করতে হবে সমস্ত কিছু কিন্তু জানিয়ে দিয়েছে আজকে।
আপনারা সবাই জানেন ভোটের আগে যে ইফতিয়ার দেওয়া হয়েছিল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সেখানে বলা হয়েছিল সমস্ত মহিলাদের একজন করে পরিবার পিছু 500 টাকা ও 1000 টাকা দেওয়া হবে। জেনারেল যারা রয়েছেন তারা 500 টাকা পাবেন এবং SC, ST যারা রয়েছেন তারা 1000 টাকা করে পাবেন।
৫০০ ও ১০০০ টাকা করে মহিলাদের একাউন্টে
আজকে নবান্নে প্রেস কনফারেন্স করে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিল কবে থেকে টাকা দেওয়া হবে, সাথে সাথে দুয়ারের রেশনের যে প্রকল্প সেটাও কিন্তু শুরু হয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হলো কি করে এই 500 টাকা ও 1000 টাকা পাওয়া যাবে। এই প্রশ্ন করাতেই মমতা বন্দ্যোপাধ্যায় জবাব দেন কিছুদিনের মধ্যেই অফিশিয়াল ওয়েবসাইটে একটি ফর্ম প্রকাশ করা হবে। সেই ফর্মেই আপনার সমস্ত তথ্য ফিলাপ করে জমা দিতে হবে আপনার নিকটবর্তী পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি বা ব্লকে। কিন্তু কবে সেই ফর্ম টি পাওয়া যাবে সেই নিয়ে এখনো কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। মুখ্য মন্ত্রী আরো বলেন যত তাড়াতাড়ি সম্ভব ততো তাড়াতাড়ি এই কাজটি করা হবে যাতে এই লকডাউনে সবারি সুবিধা হয়।
তিনি আরো বলেন যে সমস্ত মহিলারা এই টাকা পাবেন তারা নিজস্ব কাজে বা পরিবারকেও হেল্প করতে পারে পরবর্তীকালে এরকম আরো অনেক নতুন নতুন প্রকল্প নিয়ে আসবেন এ কথাও তিনি আজকে বলেন।