কবে থেকে চালু হবে দুয়ারে রেশন ?

Published On:

কবে থেকে চালু হবে দুয়ারে রেশন ? মমতা সরকার তৃতীয়বারের মুখ্যমন্ত্রী হওয়ার আগেই বলেছিল এবার থেকে আপনারা সরাসরি নিজের বাড়িতে পেয়ে যাবেন আপনাদের রেশন। যার নাম দেওয়া হয়েছিল দুয়ারে রেশন এটি শোনার পর অনেকেই অনেক ধরনের আলোচনা শুরু করেছিল যে কিভাবে এই দুয়ারে রেশন হবে এবং কবে থেকে হবে? সবথেকে বড় প্রশ্ন যেটা দাঁড়িয়ে ছিল সেটা হচ্ছে এই Covid পরিস্থিতিতে যদি দুয়ারে রেশন দেওয়া যায় তাহলে সাধারণ মানুষের পক্ষে সেটি খুব ভালো হয়। এবার প্রশ্ন হল কবে থেকে এই দুয়ারে সরকার দুয়ারে রেশন শুরু করবে?

দুয়ারে রেশন

আজকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করে জানিয়ে দিলো কবে থেকে একবারে দুয়ারে রেশন প্রকল্প চালু হবে। আপনারা সবাই জানেন এখন আমরা আংশিক লকডাউন এ আছি তার কারণ হচ্ছে Covid পরিস্থিতি এই পরিস্থিতির কথা মাথায় রেখেই আংশিক লকডাউন রাখা হয়েছে। অনেকেরই রুজি রোজগারে ফারাক পড়েছে সে মত অবস্থায় অনেকেই আমরা ঠিকমতো কাজ করতে পারছি না এবং নিজেদের খাবার জোগাড় করতে পারছিনা। ঠিক এই সময় মমতাময়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে রেশন দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রতিশ্রুতি রক্ষা করবেন তিনি এমনটাই বলেন।

কবে থেকে চালু হবে দুয়ারে রেশন দুয়ারে রেশন প্রকল্প ?

তার মতে এখন যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতিতে দুয়ারে রেশন খুবই দরকার কারণ অনেকেই ঘর থেকে বেরোতে পারছে না তাই দুয়ারে রেশন খুবই দরকার। যেহেতু সমস্ত পশ্চিমবঙ্গের দুয়ারে রেশন চালু হবে তাই কিন্তু প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ করা হবে এই কাজের জন্য। এইরকমই কিন্তু মুখ্যমন্ত্রী তরফ থেকে জানা যায়। তিনি আরো বলেন জুন মাসের প্রথম সপ্তাহ থেকেই এই দুয়ারে রেশন চালু করা হবে।

তার জন্য নির্দিষ্ট একটি ওয়েবসাইট ওপেন করা হচ্ছে। যেখানেই সমস্ত তথ্যই আপনার সামনে তুলে দেওয়া হবে কবে কোথায় কে আপনার বাড়িতে যাবে রেশন নিয়ে তার ফোন নম্বর সহ সমস্ত কিছু আপনি ওয়েব পোর্টালে পেয়ে যাবেন এমনটাই মুখ্যমন্ত্রী কথা অনুযায়ী বোঝা যাচ্ছে।

× close ad