Free Bike Scheme 2021 News মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে জেতার আগে ঘোষণা করেছিল দু’লক্ষ ছেলে ও মেয়েকে ফ্রিতে স্কুটার বা মোটরবাইক দেবে। এবার কিন্তু ভোটে জেতার সাথে সাথেই সেই কাজ করতে শুরু করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। একদম ঠিকই শুনতে পাচ্ছেন দু’লক্ষ ছেলেমেয়েকে কিন্তু দেওয়া হবে একটি করে ফ্রিতে স্কুটার ও মোটরবাইক । এই প্রকল্পটির নাম দেওয়া হয়েছে কর্মই ধর্ম।
আজকেই প্রেস কনফারেন্স করে জানিয়ে দেন কারা কারা এই মোটরবাইক পাবেন এবং এই বাইকের মাধ্যমে আপনারা কি কাজ করতে পারবেন সমস্ত কিছু কিন্তু আজকে জানিয়ে দিয়েছে প্রেস কনফারেন্স করে নবান্নে।
Free Bike Scheme 2021
মুখ্যমন্ত্রী বলেন এই যে যারা পাড়ায় পাড়ায় গিয়ে মাছ বিক্রি করে জামা কাপড় বিক্রি করে বা সবজি বিক্রি করে তারা যেই সাইকেল চালিয়ে যায় তার বদলে সবাইকে একটি করে বাইক বা স্কুটার দেওয়া হবে আর এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে কর্মই ধর্ম । এই বাইক গুলির পেছনে একটা বাক্স লাগানো থাকবে সেই বাক্স করেই আপনারা এই সমস্ত জিনিস গুলো বিক্রি করতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করেছে সমবায় ব্যাংক থেকে এই দু লক্ষ ছেলে মেয়েকে একটি করে বাইক বা স্কুটার এর ব্যবস্থা করে দেবে। Free Bike Scheme 2021
বাইক বা স্কুটার দেওয়ার ফলে অনেকেই কাজের সাথে যুক্ত হবে তাই কিন্তু এই প্রকল্পকে নাম দেওয়া হয়েছে কর্মই ধর্ম। এই ঘোষণার পরেই রাজ্য রাজ্যে মমতার জয় জয়কার হয়ে গেছে। তিনি আরো বলেন আর কিছুদিনের মধ্যেই এই সমস্ত কাজকর্ম শুরু করে দেওয়া হবে এবং দু’লক্ষ ছেলে মেয়ের হাতে পৌঁছে যাবে একটি করে বাইক বা স্কুটার।