PM Kisan Beneficiary Status List 2024 | 2000 Payment Date Release @pmkisan.gov.in

Published On:

PM Kisan Beneficiary Status List 2024
2000 Payment Date Release @pmkisan.gov.in 

প্রধানমন্ত্রী কৃষন যোজনা ২০২৪ কবে টাকা দেওয়া হবে তার date কিন্তু জানিয়ে দেওয়া হলো 16 তম ইনস্টলমেন্ট এর টাকা। কবে দেবে প্রধানমন্ত্রী কৃষন সম্মান সেই নিয়ে কিন্তু বড় একটা আপডেট দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী তরফ থেকে যেখানে বলা হয়েছে এই ১৬ তম ইনস্টলমেন্টের টাকা কবে দেওয়া হবে।

আপনারা সবাই জানেন PM Kisan samman Nidhi yojana যে সমস্ত কৃষকেরা এই আয়তায় রয়েছেন তারা বছরে ৬০০০ টাকা পান তিনটি ইনস্টলমেন্টে মানে চার মাস পরপরই আপনাদেরকে দু হাজার টাকা করে PM Kisan samman Nidhi yojana থেকে দেওয়া হয়।

PM Kisan samman Nidhi yojana 2024

Yojana নামপ্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি যোজনা
কারা কারা সুবিধা পাবেনসমস্ত কিষান
কত টাকা পাবেনবছরে ₹৬০০০ টাকা
কবে থেকে শুর হয়
24th February 2019
১৬তম কিস্তি ১৫ ফেব্রুয়ারী ২০২৪
Official Websitehttps://pmkisan.gov.in/

PM Kisan 16th Beneficiary List 2024

এখন ২০২৪ সালের জানুয়ারি মাস আর সমস্ত কৃষকেরা তাদের 16 তম কিস্তির জন্য অপেক্ষা করছেন কবে তাদের ১৬ তম কিস্তি দেওয়া হবে। এমনটাই মনে করা হচ্ছে যে ফেব্রুয়ারি মাসে আপনাদের সমস্ত কৃষকদের ব্যাংক একাউন্টে ২০০০ টাকা করে ১৬ তম কিস্তি পৌঁছে যাবে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা তরফ থেকে। আপনি যদি প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনা পেয়ে থাকেন এবং 16 তম কিস্তির জন্য অপেক্ষা করে থাকেন তাহলে অবশ্যই আপনারা অনলাইনের মাধ্যমে আপনাদের লিস্টে নাম রয়েছে কিনা সেটা একবার চেক করে দেখবেন অফিশিয়াল ওয়েবসাইট থেকে :

1। প্রধানমন্ত্রী কৃষাণ যোজনা ১৬ তম বিস্তৃত ির লিস্ট যে অফিসের ওয়েবসাইট হয়েছে সেই ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
2। আপনি যেই ব্যাংক অ্যাকাউন্ট জমা দিয়েছেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টেই আপনার ২০০০ টাকা সরাসরি PM Kisan samman Nidhi yojana তরফ থেকে ঢুকে যাবে।
3। যারা যারা এই টাকাটা পাবেন তারা সরাসরি অনলাইনের মাধ্যমে যাচাই করে নিতে পারেন আপনি যে ডিসটিকে বসবাস করছেন সেখানেই আপনি ঠিক করতে পারবেন।
4। প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান বিধি যোজনায় সুবিধা পেতে গেলে আপনাকে কিছু জমির পরিমাণ দেখাতে হবে তাহলেই আপনি এই সুবিধাটা পেয়ে যাবেন।
5। অনলাইনে তালিকায় যদি আপনার নাম থেকে থাকে তাহলে একমাত্র আপনি এই সুবিধা গুলো পাবেন যদি আপনার নাম না থাকে তাহলে আপনাকে সবার ফাস্ট রেজিস্টার করতে হবে তারপর থেকেই আপনি প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা সমস্ত কিছু সুবিধা পাবেন।
6। প্রধানমন্ত্রী কৃষন ১৬তম কিস্তি যে টাকা সেই টাকা কিন্তু যারা এই লিস্টের নাম রয়েছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ঢুকে যাবে।
7। প্রধানমন্ত্রী কৃষাণ বছরে ছয় হাজার টাকা দেয় যেখানে প্রতি চার মাস অন্তর অন্তর ২০০০ টাকা করে সরাসরি সমস্ত কৃষকের ব্যাংক একাউন্টে দেওয়া হয়।।
8। আপনি যদি প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা নিতে চান তাহলে অবশ্যই আপনাদের প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় নাম নথিভুক্ত করতে হবে।

How to Check PM Kisan Status

আপনি যদি pm kisan পেয়ে থাকেন তাহলে আপনাকে সবার প্রথমে চেক করে দেখতে হবে যে অফিসিয়াল ওয়েবসাইটে আপনার নাম রয়েছে কিনা যদি আপনার নাম থাকে তাহলেই আপনি একমাত্র PM Kisan samman Nidhi yojana টাকা পাবেন আর যদি আপনার সেই লিস্টের নাম না থাকে তাহলে কিন্তু আপনারা এই টাকাটা পাবেন না কি করে আপনারা অনলাইনের মাধ্যমে চেক করে দেখবেন যে আপনাদের লিস্টের নাম রয়েছে কিনা তার বিবরণ নিচে দিয়ে দেওয়া হলো:-

1। সবার প্রথমে আপনাকে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার যে অফিসের ওয়েবসাইট আছে সেই অফিসের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
2। এরপর আপনার সামনে অফিসের ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে।
3। তারপরে আপনাকে “know your status” ক্লিক করতে হবে যেটা কম কেজি থাকবে।
4। ঠিকঠাক করেই আপনার সামনে নতুন আরো একটা পেজ চলে আসবে যেখানে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বার মোবাইল নাম্বার এবং ক্যাপচার কোড দেবেন তারপরেই আপনার মোবাইল নম্বরে OTP আসবে।
5। Otp দিলেই আপনার সামনে একটি লিস্ট চলে আসবে, সেই লিস্টে আপনি আপনার নাম খুঁজে দেখবেন।
6। যদি আপনার নাম থেকে থাকে তাহলে আপনারা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার ১৬ তম কিস্তি পাবেন আর যদি না থাকে তাহলে আপনারা পাবেন না।

কি করে আপনারা প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনার নতুন লিস্ট চেক করবেন।

আপনি যদি এইবার প্রথম আবেদন করে থাকেন তাহলে আপনাকে সবার প্রথম চেক করে দেখতে হবে যে এইবারের লিস্টে আপনার নাম রয়েছে কিনা। যদি নাম থাকে তাহলেই আপনারা প্রধানমন্ত্রী কিষান যোজনার টাকা পাবেন আর নাম না থাকলে টাকা পাবেন না। কি করে চেক করবেন তার বিবরণ নিচে দেওয়া হল:-

1। প্রথমে আপনাকে অফিসের ওয়েবসাইটে যেতে হবে।
2। অফিসিয়াল ওয়েবসাইট যদি আপনার কাছে পুরোপুরি ওপেন হয়ে যায় তাহলে আপনি FARMERS CORNER বলে কমপে একটি অপশন পাবেন সেখানেই ক্লিক করুন।
3। ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে নতুন আরো একটি পেজ চলে আসবে যেখানে আপনার আপনাদের কিছু তথ্য দেবেন যেমন আমাদের স্টেটের নাম ডিসটিক এর নাম ব্লকের নাম এবং গ্রামের নাম এই সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করবেন।
4। এই সমস্ত তথ্য আপনি সঠিকভাবে পূরণ করে Get Report অপশনটি ক্লিক করুন এবং ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে বেরিয়ে আসবে PM Kisan samman Nidhi yojana নতুন লিস্ট সেই লিস্টেই উনারা আপনাদের নামটা চেক করে দেখুন যে, যে আপনাদের নাম রয়েছে কিনা সেই নতুন লিস্টে। যদি আপনার নাম থাকে তাহলে অবশ্যই আপনারা প্রতিদিনই চার মাস অন্তর অন্তর ২০০০ টাকা করে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা তরফ থেকে সরাসরি ব্যাংক একাউন্টে পেয়ে যাবেন।

FAQ PM Kisan 2024

  1. When next installment of PM Kisan will come?

    ১৫ ফেব্রুয়ারী ২০২৪

  2. What is the date of PM Kisan 16th installment?

    ১৫ ফেব্রুয়ারী ২০২৪

  3. How do I check my PM Kisan list?

    অফিসিয়াল ওয়েবসাইট যদি আপনার কাছে পুরোপুরি ওপেন হয়ে যায় তাহলে আপনি FARMERS CORNER বলে কমপে একটি অপশন পাবেন সেখানেই ক্লিক করুন।

  4. Is PM Kisan a loan?

    না এইটা কোন লোন না । এইটা হলো কেন্দ্র সরকারের ইয়জনা।

  5. What is the age of PM Kisan Yojana?

    আপনার বয়স যদি ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হয়ে থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন।

  6. How can I open PM Kisan account online?

    PM Kisan account খোলার জন্য আপনাকে অনলাইনের মাধ্যমে করতে হবে।

× close ad