Flipkart Pay later আপনি যদি একজন ক্রেতা হয়ে থাকেন এবং সব থেকে বেশি অনলাইন থেকে কেনাকাটি করেন তাহলে আপনারা অবশ্যই flipkart বা amazon ব্যবহার করে থাকেন। আবার অনেকেই flipkart থেকে Flipkart pay later অপশন টি ব্যবহার করে থাকেন। এর ফলে কি হয় আপনারা প্রতি মাসে আপনাদের ব্যাঙ্ক থেকে flipkart কে যেই পণ্য কিনেছিলেন সেই পণ্যের জন্য টাকা প্রদান করেন। আবার অনেকের ভালো লাগেনা প্রত্যেকবার পেমেন্ট করার জন্য তারাই কিন্তু এই Flipkart pay later অপশনটি ব্যবহার করে থাকে।
Flipkart pay later খুবই একটা ভালো জিনিস পেমেন্ট করার জন্য । আমরা অনেকেই এই অপশনটা ব্যবহার করি কিন্তু আবার অনেকেই ভুলবশত Flipkart pay later চালু করে ফেলি কিন্তু বন্ধ করতে পারি না। How to close Flipkart pay later আজকে আমরা এটাই দেখাবো আপনারা কি করে পার্মানেন্টলি ফ্লিপকার্ড পেলেটার অপশন টি বন্ধ করবেন।
আর তাছাড়া এই অপশনটি সেই সমস্ত কাস্টমারদের জন্যই যারা এই অপশনটির জন্য যোগ্য। আপনি এই অপশনটির জন্য যোগ্য কিনা সবার ফাস্ট আপনাকে সেটাই চেক করে দেখতে হবে। তার জন্য আপনার flipkart অ্যাপটি ওপেন করে মাই প্রোফাইলে গিয়ে চেক করে দেখতে পারেন।
এবার আসা যাক কি করে আপনারা Flipkart pay later close করবেন। এটি খুবই একটা নরমাল জিনিস শুধুমাত্র এক ক্লিক করলেই আপনার Flipkart pay later বন্ধু হয়ে যাবে। কি করে বন্ধ করবেন তার সম্পূর্ণ তথ্য নিচে দিয়ে দেওয়া হলো।
কিভাবে Flipkart pay later বন্ধ করবো?
আপনি যদি flipkart pay later বন্ধ করতে চান সম্পূর্ণরূপে তাহলে অনেকগুলোই পথ রয়েছে যেই পথ গুলোর মাধ্যমে আপনারা খুব সহজেই flipkart pay later বন্ধ করতে পারবেন।
আরও দেখুন :- PM Kisan Beneficiary Status List 2024
1| সবার প্রথমে আপনি আপনার ফ্লিপকার্ট একাউন্ট ওপেন করুন এবং লগইন করুন তারপর আপনার প্রোফাইলে যান এবং চেক করুন যে আপনার এই লেটার অপশনটি একটি ভ আছে কিনা যদি একটিভ থাকে তাহলে নিচের স্টেপগুলো ফলো করুন। আর যদি একটিভ না থাকে তাহলে কিছু করার দরকার নেই।
2। এইবার আপনি ফ্লিপকার্ট হেল্প সেন্টারে ক্লিক করুন। হেল্প সেন্টার এর মধ্যেই দেখবেন ছোট্ট একটি আইকন আছে যেখানে যেখানে আপনার ডিটেলস দেখাবে সাধারণত এই আইকনটি একদমই ডানদিকে ওপরে থাকে সেই আইকনে ক্লিক করুন।
3। এরপর আপনারা ফোন করতেও পারেন আবার এসএমএস এর চ্যাটও করতে পারেন। আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যখনই আপনারা হেল্প যে পেজটা সেই পৃষ্ঠাতে থাকবেন সেই পেজেই দেখবেন লেখা রয়েছে ” ,I want help with other issues” এবং একটি ড্রপ ডাউন বক্স আসবে সেখান থেকে যেকোনো একটি অপশন চুজ করতে পারেন একটা চ্যাট করার জন্য আরেকটা ফোন কলের জন্য।
4। ৫-৭ মিনিট অপেক্ষা করলেই আপনার ফোনে একটি ফোন চলে আসবে যে ফোনটা আপনার আইডিবিএফসি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পর্কে বলবে মানে আপনার যেই ফ্লিপকার্ড পেলেটার অ্যাকাউন্ট রয়েছে সেই সম্পর্কে জানাবে। এবং আপনি আপনার মত করে পার্মানেন্ট ক্লোজ এর কথা সেখানে বলবেন। এইভাবে যদি আপনার কাজ হয়ে যাবে।
5। আরো একটি পদ্ধতি রয়েছে সেটা হল ইমেইলের মাধ্যমে। আপনারা flipkart পেলেটার অপশনটি ইমেইলের মাধ্যমে বন্ধ করতে পারবেন flipkart registered ইমেইলটি হল cs@flipkart.com এইখানে আপনারা মেইল করবেন মেলে অবশ্যই কিন্তু আপনারা আপনাদের যেই ইমেইল এড্রেসটা দিয়ে ফ্লিপকার্ট পেয়ে লেটার ওপেন করেছিলেন সেই মেলটাই ব্যবহার করবে। সেখানে আপনারা লিখবেন যাতে করে আপনাদের flipkart পেলেটার অপশনটি ক্লোজ করে দেওয়া হয়।
এভাবেই আপনি আপনার যে ফ্লিপকার্ড পেলেটার অপশনটি একটিভ রয়েছে সেটিকে পার্মানেন্টলি ডিএক্টিভ করতে পারবেন।