স্বাস্থ্য সাথী প্রকল্পে আপনার নাম আছে কি না দেখুন 2021 | স্বাস্থ্য সাথী কার্ড চেক | স্বাস্থ্য সাথী কার্ড নাম লিস্ট

Last Updated:

স্বাস্থ্য সাথী প্রকল্পে আপনারা সবাই জানেন যে 5 লাখ টাকা পর্যন্ত চিকিৎসার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী বরাদ্দ করেছে সবার জন্য।

আপনারা হয়তো সবাই স্বাস্থ্য সাথী কার্ড এর জন্য আবেদন করেছে হয়তো অনলাইনে বা দুয়ারে সরকার প্রকল্পে।

কিন্তু আপনারা অনেকেই জানেন না যে আপনাদের নাম স্বাস্থ্য সাথী কার্ডের জন্য জমা পড়েছে কিনা।

Read More: Online প্রতিদিন $1000 টাকা Income করুন Website বানিয়ে

যদি আপনি না জেনে থাকেন কি করে অনলাইনে আপনাকে চেক করতে হবে স্বাস্থ্য সাথী কার্ড আপনার নাম হয়েছে কিনা তাহলে নিচে step-by-step ফলো করুন তাহলেই সম্পূর্ণ বুঝতে পারবেন।

সবার প্রথমে আপনাকে স্বাস্থ্যসাথী যে অফিশিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে চলে আসতে হবে ওয়েবসাইটের লিংক নিচে দেওয়া হল । এবং সম্পূর্ণ টুকু আপনাকে ছবি আকারে নিচে দেখিয়ে দেওয়া হয়েছে অবশ্যই আপনার ফলো করুন।

অফিশিয়াল ওয়েবসাইটে আসার পরই ওপরে দেখবেন মেনুবারে লেখা থাকবে ফাইন্ড ইওর নেম ইজ খান এ ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে নতুন আরো একটি উইন্ডোতে।

স্বাস্থ্য সাথী প্রকল্পে আপনার নাম আছে কি না দেখুন নিচে – স্বাস্থ্য সাথী কার্ড নাম লিস্ট

1

এরপর মোবাইল নাম্বারের জায়গায় আপনার নিজস্ব মোবাইল নম্বর দেন তারপরে নিচের ফাইন্ড নেম ফর এর জায়গায় ক্লিক করে ইয়োরসেল্ফ দিন।

স্বাস্থ্য সাথী প্রকল্পে আপনার নাম আছে কি না দেখুন
3

ওই ফরমটি ফিলাপ করার পরই সাবমিট এ ক্লিক করলেই আপনাকে নিয়ে আসবে আরো একটি ফরমে আপনাকে সম্পূর্ণ step-by-step পূরণ করতে হবে ফরমের পাশেই আপনার লেখা থাকবে কি বসাতে হবে ওইখানে আশা করছি আপনারা সবাই বলতে পারবেন ফর্ম টা দেখলেই সব কিছু সঠিকভাবে দিয়ে দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার নাম স্বাস্থ্য সাথী কার্ড এর জন্য অন্তর্ভুক্ত হয়েছে কিনা তা আপনার সামনে চলে আসবে স্বাস্থ্য সাথী কার্ড নাম লিস্ট।

4

Leave a Comment

× close ad