Class 7 Geography Model Activity Task February 2022 Answer | সপ্তম শ্রেণি পরিবেশ ও ভূগােল মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2022

Published On:

Class 7 Geography Model Activity Task February 2022 Answer আপনারা সবাই জানেন যেহেতু লকডাউন চলছে তাই সমস্ত স্কুল-কলেজ কিন্তু বন্ধ রয়েছে স্টুডেন্টদের যাতে পড়াশোনার ক্ষতি না হয় তার জন্য রাজ্য সরকার ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত সবার জন্যই মডেলটা অ্যাক্টিভিটি টাস্ক দিয়ে দিয়েছে নিজস্ব ওয়েবসাইটে Class 7 Geography Model Activity Task February 2022 Answer।

Class 7 Geography Model Activity Task February 2022 Answer
Telegram
  • Bengali Model Activity Task 2022
  • English Model Activity Task 2022
  • Math Model Activity Task 2022
  • Health and Physical Education Model Activity Task 2022
  • Environment Science Model Activity Task 2022
  • Class 7 Bengali Model Activity Task February 2022 Answer

Class 7 Geography Model Activity Task February 2022 Answer

স্টুডেন্টরা প্রত্যেক মাসে একটা করে এই Model Activity Task পাবেন যেটা ফিলাপ করে স্কুল খুললে জমা দিতে হবে।

সর্বপ্রথম আজকে আমরা Model Activity Task 2022 যে দুটো দিয়েছে সেই দুটো নিয়ে আলোচনা করব এবং সাথে দিয়ে দেব পিডিএফ যেই পিডিএফ এর সম্পূর্ণ কিছু বিবরণ বিস্তারিত করা রয়েছে Class 7 Geography Model Activity Task February 2022 Answer।

আপনারা করতে চাইলে পিডিএফ টা দেখে সম্পূর্ণ কাজটা করতে পারেন কারণ পিডিএফ এর মধ্যে A 2 Z সম্পন্ন কিছু দিয়ে দেওয়া হয়েছে Class 7 Geography Model Activity Task February 2022 Answer

নিচের দেওয়া লিংকে ক্লিক করুন এবং ক্লাস ওয়ানের মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2022 জানুয়ারি মাসের ডাউনলোড করে নিন

Class 7 Geography Model Activity Task February 2022 Answer

মডেল অ্যাক্টিভিটি টাস্ক February 2022
সপ্তম শ্রেণি
Geography (পরিবেশ ও ভূগােল )
পূর্ণমান : ২০


১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখাে : ১x৩=৩

১.১ নিরক্ষরেখার সাপেক্ষে ভারত অবস্থিত – 
(ক) উত্তর গােলার্ধে
(খ) দক্ষিণ গােলার্ধে 
(গ) পূর্ব গােলার্ধে
(ঘ) পশ্চিম গােলার্ধে

উত্তর: (ক) উত্তর গােলার্ধে

১.২ ভূ-গােলকে একটি অক্ষরেখা একটি দ্রাঘিমারেখাকে যত ডিগ্রি কোণে ছেদ করে তা হলাে –
(ক) ০°
(খ) ৯০° 
(গ) ৬০°
(ঘ) ৩০°

উত্তর: (খ) ৯০°

১.৩ ভূ-গােলকে অঙ্কিত প্রত্যেকটি দ্রাঘিমারেখা – 
(ক) উপবৃত্ত
(খ) পূর্ণবৃত্ত 
(গ) অর্ধবৃত্ত
(ঘ) সরলরৈখিক

উত্তর: (গ) অর্ধবৃত্ত

২.১ শূন্যস্থান পূরণ করাে : ১x২=২

২.১.১. ১° দ্রাঘিমা ঘুরতে পৃথিবীর সময় লাগে_________ঘণ্টা। 

উত্তর: 4 মিনিট

২.১.২ দুটি দ্রাঘিমার মধ্যে দূরত্ব_______উপর সবচেয়ে বেশি।

উত্তর: নিরক্ষরেখা 

২.২ ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও : ১x৩=৩

উত্তর:

‘ক’ স্তম্ভ‘খ’ স্তম্ভ
২.২.১.            ২৩° ৩০’ উ:৩. কর্কটক্রান্তি রেখা
২.২.২.                 ০°১. মূলমধ্যরেখা
২.২.৩.          ৮২° ৩০’ পূ:২. ভারতের প্রমাণ সময়

৩. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও : ২x২=৪

৩.১ অক্ষরেখা কাকে বলে?

উত্তর: নিরক্ষরেখার উভয়দিকে নিরক্ষরেখার সমান্তরালভাবে পৃথিবীর পূর্বদিক থেকে পশ্চিমদিকে ১০ পরপর যে ৯০টি পরস্পর সমান্তরাল যে সমস্ত রেখাবৃত্ত কল্পনা করা হয়েছে তাদের প্রত্যেকটিকে অক্ষরেখা বলা হয়।

৩.২ GPS-এর দুটি উপযােগিতা উল্লেখ করাে। 

উত্তর: i) অবস্থান নির্ণয-GPS এর সাহায্যে পৃথিবীর যে কোনাে স্থানের অবস্থান খুব নিখুঁতভাবে জানা যায়।

ii) দিক নির্ণয়-GPS এর সাহায্যে জাহাজ, স্টিমার ও নৌকার নাবিকরা সহজে দিক নির্নয় করতে পারে। 

iii) মানচিত্র তৈরি-বিভিন্ন দেশের সীমানা চিহ্নিতকরণে ও বিভিন্ন প্রকার মানচিত্র তৈরিতে GPS ব্যবহার করা হয়।

৪. নীচের প্রশ্নটির উত্তর দাও : ৩x১=৩

অক্ষরেখা ও দ্রাঘিমারেখার মধ্যে তিনটি পার্থক্য লেখাে। 

উত্তর:

অক্ষরেখাদ্রাঘিমা রেখা
অক্ষরেখা গুলাে পৃথিবীর পূর্ব-পশ্চিমে বিস্তৃত।দ্রাঘিমা রেখা গুলাে পৃথিবীর উত্তর-দক্ষিণে বিস্তৃত।
অক্ষরেখা গুলাে নিরক্ষরেখা এবং নিজেদের মধ্যে সর্বদা সমান্তরালভাবে অবস্থিত থাকে।দ্রাঘিমা রেখা গুলাে পরস্পরের মধ্যে মধ্যে সর্বদা সমান্তরালভাবে বিন্যস্ত থাকে না, কারণ প্রতিটি দ্রাঘিমারেখা উত্তর ও দক্ষিণ মেরুতে পরস্পরের সঙ্গে মিলিত হয়েছে।
একই অক্ষরেখায় অবস্থিত স্থানগুলাে পরস্পরের পূর্ব বা পশ্চিম দিকে বিস্তৃত ।একই দ্রাঘিমারেখায় অবস্থিত স্থানগুলাে পরস্পরের উত্তরে বা দক্ষিণে অবস্থিত থাকে।
সমাক্ষরেখাগুলাে পূর্ণবৃত্ত।দ্রাঘিমারেখাগুলাে অর্ধবৃত্ত।

৫. নীচের প্রশ্নটির উত্তর দাও : ৫x১=৫

চিত্রসহ কোনাে স্থানের দ্রাঘিমা নির্ণয়ের পদ্ধতিটি লেখাে।

উত্তর: দ্রাঘিমা নির্ণয় : মূলমধ্যরেখা (০° ) থেকে পূর্বদিকে ১৮০° পর্যন্ত বিস্তৃত। দ্রাঘিমাকে পূর্ব দ্রাঘিমা বলে। আর, মূলমধ্যরেখা থেকে পশ্চিম দিকে ১৮০° পর্যন্ত বিস্তৃত দ্রাঘিমাকে পশ্চিম দ্রাঘিমা বলে। পৃথিবী গােলাকার হওয়ায় ১৮০° পূর্ব ও ১৮০° পশ্চিম দ্রাঘিমা রেখা হল একই রেখা।

Capture

Class 7 Geography Model Activity Task February 2022 Answer

যদি আমরা কোন প্রশ্নের সঠিক উত্তর না দিতে পারি এবং উত্তরটা যদি ভুল হয় তাহলে অবশ্যই সঠিক উত্তর যেটা হবে সেটা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে তাহলে সবার বুঝতে সুবিধা হবে। এবং আমাদের ভুলের জন্য আমরা অবশ্যই আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী।
পোস্টটি ভাল লাগলে অবশ্যই শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে

× close ad