Class 7 History Model Activity Task February 2022 Answer আপনারা সবাই জানেন যেহেতু লকডাউন চলছে তাই সমস্ত স্কুল-কলেজ কিন্তু বন্ধ রয়েছে স্টুডেন্টদের যাতে পড়াশোনার ক্ষতি না হয় তার জন্য রাজ্য সরকার ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত সবার জন্যই মডেলটা অ্যাক্টিভিটি টাস্ক দিয়ে দিয়েছে নিজস্ব ওয়েবসাইটে Class 7 History Model Activity Task February 2022 Answer।
- Bengali Model Activity Task 2022
- English Model Activity Task 2022
- Math Model Activity Task 2022
- Health and Physical Education Model Activity Task 2022
- Environment Science Model Activity Task 2022
Class 7 History Model Activity Task February 2022 Answer
স্টুডেন্টরা প্রত্যেক মাসে একটা করে এই Model Activity Task পাবেন যেটা ফিলাপ করে স্কুল খুললে জমা দিতে হবে।
সর্বপ্রথম আজকে আমরা Model Activity Task 2022 যে দুটো দিয়েছে সেই দুটো নিয়ে আলোচনা করব এবং সাথে দিয়ে দেব পিডিএফ যেই পিডিএফ এর সম্পূর্ণ কিছু বিবরণ বিস্তারিত করা রয়েছে Class Class 7 History Model Activity Task February 2022 Answer।
আপনারা করতে চাইলে পিডিএফ টা দেখে সম্পূর্ণ কাজটা করতে পারেন কারণ পিডিএফ এর মধ্যে A 2 Z সম্পন্ন কিছু দিয়ে দেওয়া হয়েছে Class 7 History Model Activity Task February 2022 Answer
নিচের দেওয়া লিংকে ক্লিক করুন এবং ক্লাস ওয়ানের মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2022 জানুয়ারি মাসের ডাউনলোড করে নিন
Class 7 History Model Activity Task February 2022 Answer
মডেল অ্যাক্টিভিটি টাস্ক February 2022
ইতিহাস – History
সপ্তম শ্রেণি (Class – Vii)
পূর্ণমান – ২০
১. শূন্যস্থান পূরণ করাে : ১x৪=৪
ক) বঙ্গ নামটির প্রথম উল্লেখ পাওয়া যায় ঋকবেদের ঐতরেয় আরণ্যক l
খ) পূর্ব পাকিস্তান স্বাধীন দেশ হয় 1971 খ্রিস্টাব্দে।
গ) শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণ
ঘ) লক্ষণসেনের রাজধানী ছিল পূর্ববঙ্গের বিক্রমপুর
২. স্তম্ভ মেলাও : ১x৪=৪
ক-স্তম্ভ | খ-স্তম্ভ |
গৌড়বহাে | বাকপতিরাজ |
হর্ষচরিত | বাণভট্ট |
কিতাব অল-হিন্দ | অল বিরুনি |
রামচরিত | সন্ধ্যাকর নন্দী |
৩.একটি-দুটি বাক্যে উত্তর দাও : ১x৩=৩
ক) কোন তিনটি নদী দিয়ে প্রাচীন বাংলার সীমানা তৈরি হয়েছিল?
উত্তর : ভাগীরথী, পদ্মা এবং মেঘনা -এই তিনটি নদী দিয়ে প্রাচীন বাংলার সীমানা তৈরি হয়েছিল l
খ) কে ‘গঙ্গাইকোচোল’ উপাধি নিয়েছিলেন?
উত্তর : চোলরাজা প্রথম রাজেন্দ্র চোল (1016-1044) ‘গঙ্গাইকোচোল’ উপাধি নিযেছিলেন।
গ) ‘খলিফা’ শব্দের অর্থ কী?
উত্তর : খলিফা’ শব্দের অর্থ হল – প্রতিনিধি বা উত্তরাধিকারী l
৪. চার-পাঁচটি বাক্যে উত্তর দাও : ৩ x ৩ = ৯
ক) ‘ মাৎসন্যায় ‘ কী?
উত্তর : মাৎস্যন্যায় বলতে দেশে অরাজকতা বা স্থায়ী রাজার অভাবকে বােঝানাে হয়। পুকুরের বড়ো মাছ যেমন ছােটো মাছকে খেয়ে ফেলে, অরাজকতার সময়ে তেমনি শক্তিশালী লােক দুর্বল লােকের ওপর অত্যাচার করে। শশাঙ্কের মৃত্যুর পরে খ্রিস্টীয় সপ্তম শতকের মধ্যভাগ থেকে অষ্টম শতকের মধ্যভাগ পর্যন্ত একশাে বছর ছিল বাংলার ইতিহাসে একটা পরিবর্তনের যুগ। ঐ যুগে প্রত্যেক ক্ষত্রিয়, সম্ভ্রান্ত লােক, ব্রাক্ষণ এবং বণিক ইচ্ছামতাে নিজের নিজের এলাকা শাসন করত। বাংলায় কোনাে কেন্দ্রীয় শাসক ছিল না। বছরের পর বছর এই অবস্থা চলার পরে বাংলার প্রভাবশালী লােকেরা মিলে খ্রিস্টীয় অষ্টম শতকের মধ্যভাগে গােপাল নামে একজনকে রাজা নির্বাচন করে (আনুমানিক ৭৫০ খ্রিস্টাব্দ)। ঐ সময় থেকে বাংলায় পাল বংশের রাজত্ব শুরু হয়।
খ) কৈবর্ত বিদ্রোহ কোন সময়, কোথায় সংঘটিত হয়েছিল? এই বিদ্রোহে কারা নেতৃত্বে দিয়েছিলেন?
উত্তর : একাদশ শতকের দ্বিতীয়ভাগে বাংলায় কৈবর্ত বিদ্রোহ ঘটেছিল। কৈবৰ্তরা ছিল সম্ভবত নৌকার মাঝি বা জেলে। সে সময়ে বাংলার উত্তর ভাগে কৈবর্তদের যথেষ্ট প্রভাব ছিল। সন্ধ্যাকর নন্দীর রামচরিত কাব্যে কৈবর্ত বিদ্রোহের বিবরণ আছে। এই বিদ্রোহের তিনজন নেতা ছিলেন: দিব্য (দিব্বোক), রুদাক এবং ভীম।
গ) ভারতের সাথে আরবদের যােগাযােগ ঘটেছিল কীভাবে?
উত্তর : ভারতের সঙ্গে ইসলামের প্রথম যােগাযােগ ঘটেছিল তুর্কিরা এদেশে আসার অনেক আগে থেকেই। খ্রিস্টীয় অষ্টম-নবম শতকে আরব বণিকরা ভারতের পশ্চিম উপকূলে আসতেন। সিন্ধু মােহনায়, মালাবারে আরবি মুসলিম বণিকদের বসতি গড়ে উঠেছিল। এর থেকে যেমন আরবি বণিকরা লাভবান হয়েছিল, তেমনি স্থানীয় ব্যবসায়ীরা লাভ করত। শাসকরাও এর থেকে লাভবান হয়েছিল। হিন্দু, জৈন এবং মুসলিম বণিকদের এই বাণিজ্য ধর্মীয় সহিষ্ণুতার এক উজ্জ্বল নিদর্শন। ঐ যুগে বাগদাদের খলিফাদের উদ্যোগে সংস্কৃত ভাষায় রচিত জ্যোতির্বিদ্যা, চিকিৎসাশাস্ত্র, সাহিত্য ইত্যাদি আরবি ভাষায় অনূদিত হয়েছিল।
যদি আমরা কোন প্রশ্নের সঠিক উত্তর না দিতে পারি এবং উত্তরটা যদি ভুল হয় তাহলে অবশ্যই সঠিক উত্তর যেটা হবে সেটা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে তাহলে সবার বুঝতে সুবিধা হবে। এবং আমাদের ভুলের জন্য আমরা অবশ্যই আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী।
পোস্টটি ভাল লাগলে অবশ্যই শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে