টিকা নেওয়া এখন আরও সহজ আজ থেকে হোয়াটসঅ্যাপেও হবে টিকার বুকিং

Published On:

Book Your Vaccination slot এখন ভ্যাকসিন book করা খুবই সহজ। শুধুমাত্র আপনার নিজের মোবাইল থেকে একটা এসএমএস এর মাধ্যমে আপনার বাড়ির সকলের ভ্যাকসিন নেওয়ার অ্যাপার্টমেন্ট পেয়ে যাবেন।

একদিন আগেই পোস্টটি করেছেনঃ Government of india যেখানে বলা হয়েছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুক করতে পারবেন ভ্যাকসিন তার জন্য তারা একটি নম্বর দিয়ে দিয়েছে তো কি ভাবে সেই প্রাচীন ভোগ করবেন তার step-by-step নিচে দেওয়া হল অবশ্যই আপনারা এই স্টেপ গুলো কে ফলো করবেন তাহলে আপনারা আপনাদের ভ্যাকসিন উপভোগ করে নিতে পারবেন কারো কাছে দৌড়াদৌড়ি না করে।

১) নিজের মোবাইলে ৯০১৩১৫১৫১৫ নম্বরটি সেভ করুন।

২) সেই নম্বরে ‘Book Slot’ লিখে হোয়াটসঅ্যাপ করুন।

৩) এসএমএস-এ আপনার কাছে আসবে একটি ৬ সংখ্যার ওটিপি।

৪) ওটিপি দিলে আপনার কাছে টিকা নেওয়ার তারিখ, কোথায় টিকা নেবেন এবং কী টিকা নেবেন, তা বাছাইয়ের সুযোগ থাকবে।

৫) সুবিধা মতো নিজের টিকার স্লট বেছে নিলে একটা মেসেজ আসবে।

Book Your Vaccination slot

Book Your Vaccination slot

2
3
× close ad