Bina Mulya Samajik SurBina Mulya Samajik Suraksha Yojana (BM-SSY) Online apply 2021 সামাজিক সুরক্ষা যোজনা এই প্রকল্পটি পাস হয়েছিল 2017 সালে এবং এটি খুবই জনপ্রিয় প্রকল্প ছিল সমস্ত মানুষের কাছে কারণ এখানে আপনারা নানা ধরনের সুবিধা পেয়ে যেতেন।
সামাজিক সুরক্ষা যোজনা মূলত তৈরি হয়েছিল অসংগঠিত শ্রমিকদের জন্য, যারা বিভিন্ন কাজের সাথে যুক্ত তাদের জন্য এই যোজনা টি তৈরি হয়েছিল 2017 সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। Bina Mulya Samajik Suraksha Yojana (BM-SSY) Online apply 2021
এখানে অসংগঠিত শ্রমিকদের কথা মাথায় রেখেই আপনাকে সুবিধাগুলো দেওয়া হয় কিন্তু বর্তমানে এই যোজনা নাম পরিবর্তন করা হয়েছে। যার এখন বর্তমান নাম হচ্ছে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা।
সামাজিক সুরক্ষা যোজনায় যা যা সুবিধা পাওয়া যেত সেই একই সুবিধা বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা পেয়ে যাবেন শুধুমাত্র এইখানে অফিসিয়াল ওয়েবসাইটটি পরিবর্তন করা হয়েছে। Bina Mulya Samajik Suraksha Yojana (BM-SSY) Online apply 2021
তো চলুন দেখে নেওয়া যাক বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা কী কী সুবিধা রয়েছে
প্রফিডেন্ট ফান্ড:- 2017 সাল থেকে সামাজিক সুরক্ষা যোজনায় একটি প্রফিডেন্ট ফান্ড তৈরি করা হয় যেখানে আপনাকে প্রতি মাসেই 30 টাকা করে জমা দিতে হতো এবং সরকারের তরফ থেকে 30 টাকা দেওয়া হতো। কিন্তু 1লা এপ্রিল 2020 থেকে 25 টাকা সরকার দিয়ে দেওয়ার ঘোষণা করে। তাই এখন প্রতিমাসে প্রভিডেন্ট ফান্ডে সরকার 50 টাকা করে জমা দিচ্ছে তাই কিন্তু এই প্রকল্পটি নাম হয়েছিল বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা
এই প্রফিডেন্ট ফান্ডের টাকা কবে পাবেন? Bina Mulya Samajik Suraksha Yojana (BM-SSY) Online apply 2021
সবার কাছে একটাই প্রশ্ন এই প্রফিডেন্ট ফান্ড এর টাকাটা তারা কি করে পাবেন এবং কবে পাবে? যেখানে সরকারি প্রকল্প চলছে সেখানে আপনাকে 60 বছর বয়স হলেই আপনি সুদে-আসলে এই সম্পূর্ণ প্রফিডেন্ট ফান্ড এর টাকাটা পেয়ে যাবেন। যদি 60 বছরের আগেই কোন ব্যক্তি দুর্ঘটনাবশত মারা যায় তাহলে তার নমিনি করা যে রয়েছে সে সম্পূর্ন টাকাটা পেয়ে যাবে সরকারের কাছ থেকে। আর যদি আপনি 60 বছর পরে টাকা তোলেন এবং আপনার মেয়াদ যদি শেষ হয়ে যায় তাহলে আপনি এককালীন 2 লক্ষ 50 হাজার টাকা পাবেন বা তারও বেশি পেতে পারেন. Bina Mulya Samajik Suraksha Yojana (BM-SSY) Online apply 2021
বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনায় আর কি কি সুবিধা নিচে দেওয়া হল
- মৃত্যু:- যদি আপনার কোনো দুর্ঘটনা রাতে মৃত্যু হয় তাহলে আপনি দুই লক্ষ টাকা পাবেন এবং স্বাভাবিক ভাবে মৃত্যু হলে 50 হাজার টাকা পাবেন
- শারীরিক অক্ষমতা:- i.যদি আপনি 40% শারীরিক অক্ষমতা থাকেন তাহলে 50 হাজার টাকা পাবেন।
ii. যদি কোনো দুর্ঘটনার কারণে দুটি চোখের দৃষ্টিশক্তি হারায় এবং দুটি হাতের কর্মক্ষমতা কিংবা দুটি পায়ে চলার শক্তি হারায় তাহলে দু লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়া হবে।
iii. তাছাড়া যদি দুর্ঘটনার কারণে আপনি একটি চোখ একটি হাত এবং একটি পায়ের ক্ষমতা হারানো তাহলে এক লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবেন। - শিক্ষা:- বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা তে যদি আপনার নাম থাকে তাহলে আপনার দুটি সন্তানের সম্পূর্ণ করার দায়িত্ব সরকার নেবে প্রথমত দুটি কন্যাসন্তানের স্নাতক পর্যন্ত পড়াশোনার জন্য 25 হাজার টাকা দেওয়া হবে এই সুবিধা শুধুমাত্র পড়াশোনা শেষ হওয়া পর্যন্ত অবিবাহিত থাকাকালীন পাবেন
- পুত্র ও কন্যা শিক্ষার জন্য কত কি দেওয়া হবে:-
Class 11 | 4000/- |
Class 12 | 5000/- |
ITI | 6000/- Year |
BA | 6000/- Year |
MA | 10000/- Year |
Polytechnic | 10000/- Year |
Doctor/Engineer | 10000/- Year |
বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা আবেদন এর শর্ত
- যারা ফরম ফিলাপ করবেন তাদেরকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং অসংগঠিত শ্রমিক হতে হবে।
- আবেদন করার জন্য আপনার বয়স হতে হবে 18 থেকে 60 বছরের মধ্যে।
- আবেদনের জন্য আপনার পরিবারের উপার্জন 6500 টাকার বেশি হলে চলবে না। Bina Mulya Samajik Suraksha Yojana (BM-SSY) Online apply 2021
আবেদন করার সময় কি কি ডকুমেন্টস জমা দিতে হবে
- যে আবেদন করবে: তার ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংক একাউন্টের প্রথম পাতার জেরক্স কপি, পাসপোর্ট সাইজের ছবি লাগবে তিনটি, তাছাড়া যদি লেবার কার্ড থাকে তার জেরক্স।
- আপনি যাকে নমিনি করবেন তার নথিপত্র: ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংক একাউন্টের প্রথম পাতার জেরক্স।
- যদি পরিবারের অন্যান্য সদস্যদের যুক্ত করেন তাদের নথিপত্র: বয়সের প্রমাণপত্র যেকোনো একটি ভোটার কার্ড / আধার কার্ড / জন্ম সার্টিফিকেট / মাধ্যমিকের এডমিট কার্ড।
Apply Online Click Here
নিচের দেওয়া ভিডিওটি দেখে সম্পূর্ণভাবে কি করে অনলাইনে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা জন্য আবেদন করবেন দেখে নিন। সম্পূর্ণ step-by-step বলে দেওয়া হয়েছে। তা ছাড়াও যদি আপনাদের কোন প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন Bina Mulya Samajik Suraksha Yojana (BM-SSY) Online apply 2021 ধন্যবাদ।