Atal Pension Yojana -APY কী? প্রতিমাসে পেয়েযান ১০ হাজার টাকা পেনশন

Last Updated:

Atal Pension Yojana -APY কী? আমাদের অনেকের মনে এই প্রশ্নটা এসেছে । আজ এই খানে আপানি সব জেনে যাবেন আসলে Atal Pension Yojana -APY কী?

আপনি কি জানেন আপনার বয়স যদি 18 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে আপনি একটি কেন্দ্রীয় সরকারের নতুন প্রকল্প তে যোগদান করতে পারেন যার নাম Atal Pension Yojana। Freshsr.com

এই যোজনার মাধ্যমে আপনি প্রতিমাসে পেনশন পাবেন 60 বছর হয়ে গেলে কি করে আবেদন করবেন এবং কত টাকা করে আপনাকে জমা দিতে হবে তা সম্পূর্ণ ডিটেইলস কিন্তু এইখানে আমরা জানিয়ে দেবো।

অটল পেনশন যোজনা কি?

অটল পেনশন যোজনা হলো কেন্দ্র সরকারের একটি বড় যোজনা যেখানে আপনি একটি মোটা টাকার পেনশন পেতে পারেন প্রতি মাসে 60 বছর হয়ে গেল। 2015 সালে Atal Pension Yojana অসংগঠিত শ্রমিকদের জন্য শুরু করেছিল মোদি সরকার। দেশের যে কোনো নাগরিকের বয়স যদি 18 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকে তাহলেই এই যোজনা তে নাম লেখাতে পারবে এবং ইনভেস্ট করতে পারবে শুধুমাত্র ব্যাংক একাউন্ট বা পোস্ট অফিসে একাউন্ট থাকলেই হবে।

Schema Name Atal Pension Yojana – APY
যোগ্যতাসমস্ত ভারতীয়। বয়স হতে হবে ১৮-৪০ বছর
Date2015
ডাউনলোড ফর্মক্লিক করুন
Guaranteed Pension byGovt. of India
WebsiteClick Here

কি সুবিধা পাবেন এইখানে?

অটল পেনশন যোজনা আপনি যদি আজকেই নাম লিখান এবং আপনার বয়স যদি 18 বছর হয়ে থাকে তাহলে আপনাকে একটি টাকা দিতে হবে সেটা হচ্ছে মাসে যদি ১০০০ টাকা নিতে চান তাহলে আপনাকে 42 টাকা করে প্রতিমাসে দিতে হবে। তাছাড়া যদি আপনি মাসে 5000 টাকা নিতে চান তাহলে আপনাকে 210 টাকা দিতে হবে প্রতি মাসে। তাছাড়া আপনি যদি 18 বছর বয়সেই এই যোজনার সাথে যুক্ত হন তাহলে আপনি প্রতিমাসে 210 টাকা জমা করলে ৬০ বছর পর আপনি 5000 টাকা পাচ্ছেন আবারও 39 বছর কম বয়সে স্বামী-স্ত্রী আলাদা আলাদা স্কিমের লাভ নিতে পারবেন মানে 5000 + 5000= 10000 টাকা কিন্তু আপনি পেয়ে যাবেন স্কিমের আওতায়।

নিচে সম্পূর্ণ চাট দিয়ে দেওয়া হল কত বছর বয়সে কত টাকা ইনভেস্ট করতে পারবেন। আরো জানতে ক্লিক করুন

 Atal Pension Yojana - APY

অটল পেনশন যোজনা মোবাইল অ্যাপ

অটল পেনশন যোজনার একটি অ্যাপ গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন সেই অ্যাপের মাধ্যমে আপনি আপনার সমস্ত কাজ করতে পারবেন যার জন্য আপনাকে একটি টাকাও দিতে হবে না।

পেনশনের পরিমাণ বাড়ানো কমানো

  • আর্থিক বছরে একবার তাদের পেনশনের পরিমাণ বাড়াতে এবং কমাতে পারে
  • যদি আপনি বাড়াতে চান তাহলে আপনাকে সব থেকে বেশি টাকা টা দিতে হবে এবং কমাতে চাইলে তা আপনি ফেরত পেয়ে যাবেন
  • এর জন্য আপনাকে অটল পেনশন যোজনা মডিফিকেশন ফরম ফিলাপ করতে হবে

আপনি দেশের যেকোনো জায়গা থেকে আপনার APY PRAN CARD ডাউনলোড করে নিতে পারেন ডাউনলোড করার জন্য এই লিংকে ক্লিক করুন

Leave a Comment

× close ad