অনেকেই আছেন যারা যাদের পূর্বপুরুষদের পুরনো যে জমি রয়েছে সেই জমির কোন হদিস পাচ্ছেন না বা জমির কোন রেকর্ড বা দলিল পাচ্ছেন না। তাহলে এখন তারা কি করবে তাহলে কি আপনাদের পূর্বপুরুষদের যে জমি ছিল সেই জমি অন্যকারো কাছে চলে গেছে নাকি অন্য কেউ নিজের নামে করে নিয়েছে না আপনাদের নামে আছে আপনারা কিছুই জানেন না।
তার সম্পূর্ণ উত্তর আজকে আমরা এইখানে দিয়ে দেবো কি করে আপনারা পুরনো দলিল অনলাইনের মাধ্যমে শুধুমাত্র নাম দিয়ে বের করে নেবে সম্পূর্ণ ডিটেইলস এইখানে জানিয়ে দেবো আমরা।
যত পুরনো দলিলের হোক না কেন শুধুমাত্র আপনাদের নাম জানা থাকলেই হবে সাথে কত সালে এবং কোথায় রেজিস্ট্রি হয়েছিল সেই জায়গাটা জানলেই সম্পূর্ণ দলিল আপনারা বের করে নিতে পারবেন।
পুরনো দলিল বেরকরা?
সবার প্রথমে আপনাদের Google এ চলে আসতে হবে যেটা আপনি মোবাইল দিয়েও করতে পারেন বা পিসিতেও করতে পারেন google এসে Search করুন E-Registration এটা লিখলেই আপনার সামনে গভমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসের ওয়েবসাইট চলে আসবে সেই ওয়েবসাইটে আপনাকে সমস্ত কাজ করতে হবে পুরনো দলিল।
Website Overview
![নিজের নাম দিয়ে পুরনো দলিল বের করুন অনলাইনে 2 নিজের নাম দিয়ে পুরনো দলিল বের করুন অনলাইনে](https://i0.wp.com/freshsr.com/wp-content/uploads/2021/11/%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AE-%E0%A6%A6%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8B-%E0%A6%A6%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%B2-%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A8-%E0%A6%85%E0%A6%A8%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%87.jpg?resize=840%2C349&ssl=1)
এটি হচ্ছে একদম নতুন ওয়েবসাইট এর আগে আরো একটি ওয়েবসাইট ছিল যে ওয়েবসাইটটিকে মডিফাই করে এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে তো এইখানে অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে তো সমস্ত কিছু আমাদের জানার কোন দরকার নেই আমরা শুধুমাত্র যেটা জানবো সেটা হচ্ছে কি করে আমরা আমাদের পুরানো দলিল বের করব পুরনো দলিল।
![নিজের নাম দিয়ে পুরনো দলিল বের করুন অনলাইনে 3 নিজের নাম দিয়ে পুরনো দলিল বের করুন অনলাইনে](https://i0.wp.com/freshsr.com/wp-content/uploads/2021/11/%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AE-%E0%A6%A6%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8B-%E0%A6%A6%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%B2-%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A8-%E0%A6%85%E0%A6%A8%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%87-E-Services.jpg?resize=551%2C716&ssl=1)
ওয়েবসাইটের একটু নিচে স্ক্রল করে আসুন তাহলেই দেখবেন লেখা রয়েছে E Service তার মধ্যে পেয়ে যাবেন searching of deed এখানে ক্লিক করলেই আপনাদের সামনে আরও একটি নতুন পপ আপ চলে আসবে ওপর থেকে সেখানে আপনাদের সিলেক্ট করতে হবে
![নিজের নাম দিয়ে পুরনো দলিল বের করুন অনলাইনে 4 নিজের নাম দিয়ে পুরনো দলিল বের করুন অনলাইনে - Search of Registration Made](https://i0.wp.com/freshsr.com/wp-content/uploads/2021/11/%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AE-%E0%A6%A6%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8B-%E0%A6%A6%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%B2-%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A8-%E0%A6%85%E0%A6%A8%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%87-Search-of-Registration-Made.jpg?resize=598%2C359&ssl=1)
সেখানে ক্লিক করলেই আপনাকে নিয়ে যাবে নতুন আরো একটি পেজে সেই পেজে আপনাদের ডিটেলস গুলো fill করতে হবে নিচে ছবি দেওয়া হল
![নিজের নাম দিয়ে পুরনো দলিল বের করুন অনলাইনে 5 নিজের নাম দিয়ে পুরনো দলিল বের করুন অনলাইনে](https://i0.wp.com/freshsr.com/wp-content/uploads/2021/11/%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AE-%E0%A6%A6%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8B-%E0%A6%A6%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%B2-%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A8-%E0%A6%85%E0%A6%A8%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%87-Search-of-Registration-made-By-Seller-Buyer-Party-Name.jpg?resize=840%2C275&ssl=1)
সম্পূর্ণ কিছু পূরণ করার পর নিচের দেখুন ডিসপ্লে বলে লেখা রয়েছে ওইখানে ক্লিক করুন এবং সাথে সাথেই নতুন আরো একটি পেজ ওপেন হয়ে যাবে এই পেইজে আপনি যে নাম দিয়েছেন এবং যে ডিসটিক দিয়েছেন তাছাড়া যে সাল দিয়েছেন সেই অনুযায়ী সমস্ত নাম চলে আসবে আপনার যেই নাম থাকবে সেই নামের পাশে View তে ক্লিক করুন সাথে সাথেই দেখবেন নতুন আরো একটি পেজ আসবে সেই পেজে সম্পূর্ণ ডিটেইলস পেয়ে যাবেনl
ওই লিস্টিতে দেখবেন প্লট নম্বর খতিয়ান নম্বর সম্পূর্ণ কিছু লেখা থাকবে অবশ্যই সেগুলো নোট করে নেবেন কারণ আপনাদের কাছে তো সেগুলো অবশ্যই থাকবে না।
Next part আমরা জানিয়ে দেবো কি করে আপনারা এই সমস্ত তথ্য দিয়ে পুরনো দলিলটা বের করতে পারবেন