২০২২-র মাধ্যমিক ও উচ্চমাধ্যমি পরীক্ষা শুরু

Published On:

২০২২-র মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের নির্ঘণ্ট ঘোষণা করা হল। আগামী বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ৭ মার্চ থেকে।

মাধ্যমিকের কবে কী পরীক্ষা দেখে নিন…

৭ মার্চপ্রথম ভাষা
৮ মার্চদ্বিতীয় ভাষার পরীক্ষা
৯ মার্চভূগোল পরীক্ষা
১১ মার্চইতিহাস পরীক্ষা
১২ মার্চজীবনবিজ্ঞান পরীক্ষা
১৪ মার্চঅঙ্ক পরীক্ষা
১৫ মার্চভৌতবিজ্ঞান পরীক্ষা
১৬ মার্চঐচ্ছিক বিষয়ের পরীক্ষা

HS Exam Date

অন্যদিকে জানানো হয়েছে, একই দিনে দ্বাদশ-একাদশের পরীক্ষা হবে বলে জানিয়ে দিল সংসদ।

১৫ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত পরীক্ষা চলবে। ১৫ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত উচ্চমাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে। করোনার সংক্রমণের কথা মাথায় রেখে হোম সেন্টারেই এবার উচ্চমাধ্যমিকের পরীক্ষা হবে। ২ এপ্রিল থেকে উচ্চমাধ্যমিকের পরীক্ষা শুরু হবে। ২০ এপ্রিল শেষ হবে উচ্চমাধ্যমিকের পরীক্ষা।

কোভিড বিধি মেনে মাধ্যমিকের পরীক্ষাকেন্দ্র বাড়বে। তবে সবকিছুই নির্ভর করবে করোনা পরিস্থিতির ওপর। ডিসেম্বরের শেষদিকে টেস্ট পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হতে পারে।

Leave a Comment

× close ad