মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে জেতার আগে ঘোষণা করেছিল সমস্ত মহিলাদের ব্যাংক একাউন্টে 5000 টাকা দেওয়া হবে।শুধুমাত্র মোবাইল থেকে এসএমএস করলেই পেয়ে যাবেন এই 5 হাজার টাকা। যাতে সমস্ত মহিলারা স্বনির্ভর হয়। এবং মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী কাজ ও কিন্তু শুরু হয়ে গেছে।Jaago Prokolpo 2021
তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার সাথে সাথেই বিশাল বড় একটা ঘোষণা করেন প্রত্যেক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে 5000 টাকা করে দেবে এক একটি পরিবারে। মমতা ব্যানার্জির বহু প্রকল্প রয়েছে যেগুলো মেয়েদের জন্য খুবই উপযোগী, যার মধ্যে রয়েছে কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী আরো নানা ধরনের প্রকল্প।
Jaago Prokolpo 2021 Full Details
এইবার কিন্তু সরাসরি মহিলাদের ব্যাংকেও দিতে চলেছে 5000 টাকা তো তার জন্য আপনাদের যে কাজটি করতে হবে সেটি হল। shgsewb.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আপনার নাম রেজিস্টার করতে হবে বা মিসকল করতে হবে এই নাম্বারে 7773003003 তাহলেই কিন্তু সরাসরি আপনার ব্যাংক একাউন্টে চলে আসবে 5000 টাকা এটা শুধুমাত্র মহিলারাই করতে পারে। আর এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে জাগো প্রকল্প। তাছাড়া আপনি এসএমএস ও করতে পারেন JAAGO লিখে ওপরে নম্বরটিতে তাহলে সরাসরি মহিলাদের ব্যাংক একাউন্টে চলে আসবে এই 5 হাজার টাকা।