১০ লক্ষেরও বেশি রেশন কার্ড বাতিল | আপনি সরকারি চাকরি করেন

Last Updated:

বাতিল হয়ে গেল প্রায় দশ লক্ষেরও বেশি রেশন কার্ড। কেন বাতিল হয়ে গেল? বাতিল হলে কি করবেন? তার সমস্ত প্রশ্নের উত্তর আপনারা এইখানেই পেয়ে জাবেন।

নবান্ন তরফে জারি করা হয়েছে বিশাল বড় একটা নোটিশ যেখানে বলা হয়েছে দশ লক্ষেরও বেশি রেশন কার্ড বাতিল হয়ে যাবে সেই রেশন কার্ডের লিস্ট আপনার নাম রয়েছে কিনা তা আপনার কি করে বুঝবেন তাও কিন্তু বলে দেওয়া হয়েছে সে নোটিফিকেশনে।

আপনারা সবাই কিন্তু কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের যে ফ্রিতে রেশন ছিল তা কিন্তু উপভোগ করেছেন সেটা আপনি রাজ্য সরকারি চাকরি করে থাকেন বা কেন্দ্র সরকারি চাকরি করেই থাকেন আপনি বেকার সবাই কিন্তু এই সুবিধাটা নিয়েছে তাই কিন্তু নবান্ন হয়ে বেরিয়ে এসেছে এই নোটিশটা যেখানে বলা হয়েছে প্রায় দশ লক্ষেরও বেশি রেশন কার্ড বাতিল করে দেওয়া হবে। ইতিমধ্যেই অনেক রেশন কার্ড বাতিল হয়ে গিয়েছে যাদের যাদের বাতিল হয়েছে তারা অবশ্যই নিচে কমেন্ট করে দেবেন।

কিছুদিন আগেই রেশন কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করানো বাধ্যতামূলক করে দিয়েছে সরকার। এবং আমরা অনেকেই কিন্তু এই লিঙ্ক করিয়ে নিয়েছি এবং অনেকেই করাইনি। যারা যারা করেনি তারা ইতিমধ্যেই লিংক টা করে নিন না হলে কিন্তু আপনাদের রেশন কার্ড স্ট্যাটাস হলুদ সিম্বল চলে আসবে। এর মানে আপনার রেশন কার্ড টি বাতিল হতে চলেছে তাড়াতাড়ি করে ঠিক করেন। তাছাড়া যাদের রেশন কার্ডের সাথে রেড মার্ক পড়ে গেছে তাদের রেশন কার্ড টি বাতিল করে দেওয়া হয়েছে।

১০ লক্ষেরও বেশি রেশন কার্ড বাতিল

রেশন কার্ড যদি বাতিল হয়ে যায় তাহলে আপনাদের অবশ্যই আপনাদের নিকট ভক্তি BDO SDO বা খাদ্য সুরক্ষা অফিসে যোগাযোগ করতে হবে। রেশন দোকানের মালিকের সাথে কথা বলে কোন লাভ হবে না কারণ এখন আর তাদের হাতে কোন কিছু নেই সব কিছুই বিডিও এসডিও হাতে চলে গিয়েছে।

এবার আসি কাদের কাদের রেশন কার্ড টি বন্ধ হয়ে যাবে বা বাতিল হয়ে যাবে
1। সবার প্রথমে যারা সরকারি চাকরি করে থাকেন তারা যদি বিনা পয়সায় সরকারি মালগুলো রেশন দোকান থেকে নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের জন্য বড় একটা বিপদ আসছে। আপনাদের চেয়ে রেশন কার্ডে রয়েছে সেই রেশন কার্ড এর পরিবর্তে আপনারা 10 নম্বর ফরমটি ফিলাপ করুন এবং একটি সার্টিফিকেট রেশন কার্ড নিয়ে নিন না হলে কিন্তু আপনাদের বড় বিপদ হলো।
2। তাছাড়াও যারা এখনো রেশন কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করার নেই তাদের কারও কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে তো অবশ্যই আপনারা যে যেখানেই থাকুন না কেন সেই এলাকা থেকে আপনাদের আধার কার্ডের সাথে রেশন কার্ডের লিঙ্ক করিয়ে নিন।

অনেকেই কমেন্ট করবে যে আমার বাড়ির সদস্য বাইরে থাকে তাদের উদ্দেশ্য পর্ব বাইরে যেখানেই থাকুক না কেন সেখানে পেয়ে যাবে লিঙ্ক করানোর যায়গা মানে সাইবার ক্যাফে রেশন দোকান বা খাদ্য সুরক্ষা অফিস সেখান থেকে কিন্তু উনি আধার কার্ডের সাথে রেশন কার্ডের লিঙ্ক করিয়ে নিতে পারে না হলে কিন্তু কিছুদিনের মধ্যেই বন্ধ হয়ে যাবে আপনাদের কার্ড।

আশা করছি আপনারা সব কিছুই বুঝতে পেরেছেন যদি না বুঝতে পারেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন যতটা সম্ভব আপনাদেরকে উত্তর দিয়ে দেওয়া হবে ধন্যবাদ।

Leave a Comment

× close ad