রাজ্যের ছয়টি প্রকল্প :- পূর্ব বর্ধমানের যে প্রশাসনিক সভা হয়েছিল সেই সভাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারো অনেকগুলো প্রকল্পের নাম করল যে প্রকল্প গুলোতে কিন্তু আবারো অনেক নাম নথিভুক্ত করা হবে। যেখানে এই সভা করা হয়েছিল 24 শে জানুয়ারি ২০২৪ পূর্ব বর্ধ্মানে সেখানে তিনি জানান যে রাজ্যে ছটি প্রকল্প চলছে যেমন বার্ধক্য ভাতা, লক্ষ্মী ভান্ডার, বিধবা ভাতা, মানবিক ভাতা, কন্যাশ্রী ও রুপশ্রী প্রকল্পে বিপুল সংখ্যক মানুষের নাম নথিভুক্ত করা হলো।
কোন কোন প্রকল্পে কতগুলো নাম নথিভুক্ত করা হলো নিচে দিয়ে দেওয়া হল রাজ্যের ছয়টি প্রকল্প
নতুন করে আরো ৯ লক্ষ মানুষ বার্ধক্য বাধা পাবেন।
লক্ষী ভান্ডার প্রকল্পে নতুন করে আরো ১৩ লক্ষ মহিলা সংযুক্ত হলেন।
নতুন করে আরও প্রায় এক লক্ষ চার হাজার মহিলার বিধবা ভাতা পাবেন।
নতুন করে আরো প্রায় 7000 মানুষ মানবিক ভাতা পাবেন।
কন্যাশ্রী প্রকল্পে নতুন করে আরো ১০.৫ লক্ষ কন্যাশ্রী যুক্ত হলেন।
রূপশ্রী প্রকল্পের নতুন করে আরো ৮৪.৬৭ হাজার মহিলা যুক্ত হলেন।
আড়ও পড়ুন :- সরকারি প্রকল্প
এই যে ছটা প্রকল্প রয়েছে এই ছটা প্রকল্পের মধ্যে থেকে আপনি কোন কোন প্রকল্পটা পাচ্ছেন সেটা একবার চেক করে দেখবেন এবং আপনি যদি নতুন করে আবারো এই সমস্ত প্রকল্পে নাম লেখাতে চান তাহলে অবশ্যই দুয়ারে সরকার ক্যাম্পে যাবেন এবং যে প্রকল্প আপনার দরকার সেই প্রকল্পের ফর্ম ফিলাপ করে জমা দিলেই আপনার কিন্তু সেই প্রকল্পটি হয়ে যাবে।
রাজ্যের ছয়টি প্রকল্প লক্ষী ভান্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য একই রকম ভাবে আপনাদের দুয়ারে সরকার ক্যাম্প বা জনসংযোগ ক্যাম্পের মাধ্যমে নাম নথিভুক্ত করতে হবে যেটা কিন্তু এখনো চলছে সমস্ত ডিস্ট্রিকে।