Class 4 Bengali Question & Answer - নরহরি দাস

Arrow

শিয়াল কোন শর্তে বাঘের সঙ্গে ফিরতে চেয়েছিল?

উত্তর : শিয়ালকে ফেলে বাঘ পালাবে না এই শর্তে।

ছাগলছানা সেদিন রাতে কেন বাড়ি ফিরতে পারেনি?

উত্তর : খুব ঘাস খেয়ে পেট ভারী করে ফেলেছিল বলে।

গর্তের থাকত একটা ভিতরে ছাগলছানা।

উত্তর : গর্তের ভিতরে একটা ছাগলছানা থাকত।

কড়ি বাঘের দশ দিলুম তোকে।

উত্তর : তোকে দশ বাঘের কড়ি দিলুম।

কিছুতেই আর গেল রাগ সে না।

উত্তর : সে রাগ আর কিছুতেই গেল না।

লাফেই দুই তুমি তাহলে পালাবে তো।

উত্তর : তাহলে তুমি তো দুই লাফেই পালাবে।

সারারাত সারা করে ছুটোছুটি এমনি করে হল।

উত্তর : এমনি করে সারারাত ছুটোছুটি করে সারা হল।

ছাগলছানা গর্তের বাইরে যেতে পেত না।

উত্তর :কারণ সে তখনও বড়ো হয়নি।