Very Important Question of Geography MCQ | ভূগোলের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন 2022

Published On:

Very Important Question of Geography | ভূগোলের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন 2022

1- ভারতের দীর্ঘতম নদী – গঙ্গা
2- ভারতের প্রথম পারমানবিক বিস্ফোরণের সাংকেতিক নাম কী ছিল – শান্তিপূর্ণ নিউক্লিয় বিস্ফোরণ ( বোমার সাংকেতিক নাম ছিল – স্মাইলিং বুদ্ধ)
3- ম্যাঙ্গানিজ উৎপাদনে কোন রাজ্য প্রথম – ওডিশা
4- ভারতের দীর্ঘতম নদী বাঁধের নাম কী? – হিরাকুঁদ, মহানদীর উপর
5- কয়লা উত্তোলনে কোন রাজ্য প্রথম – ওড়িশা 
6- পশ্চিমবঙ্গের নবীনতম জেলার নাম – আলিপুরদুয়ার
7- পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ – সান্দাকফু (3630 মিটার)
8- তারাপীঠ কোন নদীর তীরে অবস্থিত – দ্বারকা
9- বোলপুর কোন নদীর তীরে অবস্থিত – কোপাই
10- ভারতের মিছিল নগরী – কলকাতা
11- মামা ভাগ্নে পাগাড় কোথায় আছে – বীরভূম
12- কাশী বিশ্বনাথ মন্দির কোথায় অবস্থিত – বারানসী
13- দাক্ষিণাত্যের কাশী বলা হয় – মাদুরাই
14 – গোলাপী শহর কাকে বলা হয়- জয়পুর
15- ভারতের বিজ্ঞান নগরী কাকে বলা হয়- ব্যাঙ্গালোর
16- ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ – কাঞ্চনজঙ্ঘা
17- ভারতের নবীনতম রাজ্যের নাম কী – তেলেঙ্গানা
18- ভারতের মুলধনের রাজধানী কাকে বলে – মুম্বাই
19- কবে কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত হয়- 1911 সালে
20- পৃথিবীর প্রাচীনতম ভঙ্গীল পর্বত – আরাবল্লী
21- ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র – মালদ্বীপ
22- ভারতের অরণ্য গবেষনাগার – দেরাদুন
23- ভারতের প্রথম কাগজকল স্থাপিত হয় – শ্রীরামপুর
24- পশ্চিম বঙ্গের সর্বাধিক বৃষ্টিবহুল অঞ্চল – জলপাইগুড়ির বক্সাডুয়ার্স
25- ভারতের শুল্কমুক্ত বন্দর – কান্ডালা
26- পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলার নাম – পুরুলিয়া
27- ভুস্বর্গ কাকে বলা হয় – কাশ্মীর
28- ভারতের ম্যাঞ্চেষ্টার কাকে বলে – আমেদাবাদ
29- কার্বন সবচেয়ে বেশি আছে কোন কয়লায় – অ্যানথ্রাসাইট
30- বন্যগাধাদের জন্য সংরক্ষিত অরণ্য – কচ্ছের রাণ, গুজরাট।

Leave a Comment

× close ad