Ration Card 2021 আমাদের রেশন কার্ডে সবারই কিছু না কিছু ভুল রয়েছে তো সেই ভুল কি করে ঠিক করতে হবে তা কিন্তু আমরা অনেকেই জানিনা এবং তার জন্য কত নম্বর ফরম ফিলাপ করতে হবে তাও আমাদের ধারণা নেই অনেকেরই।
তাই আজকে আমরা এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো আপনাদের রেশন কার্ডে যে সমস্যায় থাকুক সেই সমস্যার জন্য কত নম্বর ফরম ফিলাপ করতে হবে এবং এই সমস্ত কম আপনারা অনলাইন থেকে ডাউনলোড করতে পারেন অথবা দুয়ারে সরকার থেকে ডাউনলোড করে নিতে পারেন নিচের প্রত্যেকটা সময় লিংক দেওয়া হল সাথে সাথে কোন সময় কোন কাজ হবে তারও কিছু বিবরণ দিয়ে দেওয়া হল।
১. ফর্ম -৩ : বাড়িতে কারো ডিজিটাল রেশন কার্ড না থাকলে নতুন রেশন কার্ডের আবেদন করতে।
প্রয়োজনীয় নথি:- সকল সদস্যদের আঁধার কার্ড এর জেরক্স।( ৫ বছরের নিচে বয়স হলে বার্থ সার্টিফিকেট) ফর্ম ডাউনলোড করুন
২. ফর্ম -৪ : ডিজিটাল রেশন ধারী পরিবারে নতুন সদস্যের রেশন কার্ডের আবেদন করতে
নথি : বাড়ির প্রধানের রেশন কার্ড ও সকল সদস্যের আঁধার কার্ডের জেরক্স।
৩. ফর্ম -৫: রেশন কার্ডের তথ্য সংশোধন।
নথি : আঁধার কার্ডের জেরক্স ও বাড়ির সকল সদস্যের আঁধার কার্ডের জেরক্স।
Ration Card 2021
৪. ফর্ম -৬ : গোটা পরিবারের রেশন দোকান পরিবর্তন
৫. ফর্ম -৭ : মৃত্যুর কারণে রেশন কার্ড সারেন্ডার। Ration Card 2021
নথি : ডেথ সার্টিফিকেট এর জেরক্স ও রেশন কার্ডের জেরক্স।
৬. ফর্ম ৮: ক্যাটাগরি চেঞ্জ : RKSY-II থেকে I
৭. ফর্ম ৯: কার্ড হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে।
নথি : সকল সদস্যদের আঁধার কার্ডের জেরক্স ও GD কপি।
৮. ফর্ম ১১: মোবাইল ও আঁধার নম্বর সংযুক্তি করন।
নথি : সকল সদস্যের আঁধার কার্ডের জেরক্স ও রেশন কার্ডের জেরক্স।
ফর্ম ১৪: বিবাহ সূত্রে নতুন পরিবারে নাম সংযুক্ত করতে।
নথি : রেশন কার্ডের জেরক্স, যে পরিবারে যাবেন বাড়ির প্রধানের রেশন কার্ড ও আঁধার কার্ডের জেরক্স, বাড়ির সকল সদস্যদের আঁধার কার্ডের জেরক্স এবং ম্যারেজ সার্টিফিকেট বা আনুষঙ্গিক ডকুমেন্ট।