Pubg Mobile Is Back 2021

Published On:

সবথেকে বড় খবর এইমাত্র Pubg Mobile ইন্ডিয়ান তাদের ইউটিউব চ্যানেলে তিনটি ভিডিও আপলোড করে আবারো delete করে দিয়েছে।সেই 3টে ভিডিওতে ছিল কবে pubg ইন্ডিয়া স্টার্ট হচ্ছে।

Pubg Mobile Is Back

অনেকেই সেই ভিডিওর স্ক্রিনশট নিয়ে রেখেছে যাতে স্পষ্ট করে বলা হয়েছে মার্চ মাসের প্রথম সপ্তাহে তাই Pubg কিন্তু ভারতে লঞ্চ হতে পারে এমনটাই কিন্তু সেই ভিডিওতে বলা হয়েছিল।

Pubg Mobile Launch Date

তাছাড়া সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে পালকি ইন্ডিয়া May মাসের 6 তারিখ লঞ্চ করতে চলেছে ইন্ডিয়াতে একদম নতুন রূপে।

আপনার সবাই জানেন ভাবছি চায়না Game হবার জন্য ভারত সরকার ব্যান্ড করে দিয়েছিল। কিন্তু 2020 শেষদিকে pubg ইন্ডিয়া লঞ্চ করবে বলে জানানো হয় পাবজি অফিশিয়াল ওয়েবসাইটে। ওয়েবসাইটে থেকে আরো জানা যায় প্রচুর লোক নিয়োগ করছে pubg ইন্ডিয়া। WhatsApp Group Link

সূত্রের খবর অনুযায়ী নতুন আরো একটি তত্ত্ব লিক হয়েছে pubg অফিশিয়াল ওয়েবসাইট থেকে যেখানে বলা হচ্ছে মার্চ মাসের 6 তারিখে pubg অফিশিয়াল ভাবে ইন্ডিয়াতে লঞ্চ করছে ।এইবার দেখার বিষয় সত্যিই কি 6 তারিখ pubg ইন্ডিয়াতে লঞ্চ করছে কিনা।

Leave a Comment

× close ad