PM Kisan Samman Nidhi Yojana West Bengal 2021

Published On:

অবশেষে রাজ্য বাসীদের জন্য সুখবর কারণ দুই হাজার কুড়ি সালে যা হয়নি তা 2021 সালে হতে চলেছে সমস্ত কৃষকদের জন্য।PM Kisan Samman Nidhi Yojana West Bengal 2021

কেন্দ্রের স্ক্রিম কৃষক সম্মান নিধি যোজনা এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গের জন্য ছিল না তা নিয়ে অনেক কৃষক বন্ধু অনেক রকম মন্তব্য করেছেন।

কিন্তু এইবার সমস্ত বাধা পেরিয়ে নতুনভাবে শুরু হতে চলেছে কেন্দ্রীয় সরকারের কৃষক সম্মান নিধি যোজনা।

পশ্চিমবঙ্গের কৃষক সম্মান নিধি যোজনা এর পরিবর্তে কৃষক বন্ধু প্রকল্প চালু করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

PM Kisan Samman Nidhi Yojana West Bengal 2021

কেন্দ্রীয় সরকারের কৃষক সম্মান নিধি যোজনা যেভাবে কৃষকেরা উপকৃত হতো সেই একইভাবে পশ্চিমবঙ্গের কৃষক বন্ধু প্রকল্প থেকেও পেত।

বর্তমানে ভারতের সব কটি রাজ্যের কেন্দ্রীয় কৃষক সম্মান নিধি যোজনা প্রকল্পটি চালু রয়েছে বিকল্প হিসেবে শুধুমাত্র কয়েকটি রাজ্য এই প্রকল্পটি চালু করেনি তার মধ্যে পশ্চিমবঙ্গ একটা ছিল।

কিন্তু আগামীকাল মানে 4ই জানুয়ারি 2021 মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করে জানিয়ে দিয়েছেন যে এইবার থেকে কেন্দ্রের প্রকল্প কৃষক সম্মান নিধি যোজনা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

মুখ্যমন্ত্রীর এই বক্তব্য শোনার পর সমস্ত কৃষক পরিবার খুবই উৎসাহিত হয়েছে এবং সবাই এই লাভ পাবে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এর সম্বন্ধে আরও কিছু বলেছে।

যারা কেন্দ্রের এই প্রকল্পের আওতায় যাবেন তাদের নাম পশ্চিমবঙ্গ সরকার যাচাই করবে তারপর কৃষক সম্মান নিধি যোজনা প্রকল্প নিয়ে আসা হবে।

এবার দেখা যাক কেন্দ্রীয় কৃষক সম্মান নিধি যোজনা ও পশ্চিমবঙ্গের কৃষক বন্ধু প্রকল্প যোজনা কি কি সুবিধা আছে

কৃষক বন্ধু প্রকল্পPM-KISAN
এই প্রকল্পের আওতায় যারা রয়েছেন তারা বছরে এক কালি 5000 টাকা পেয়ে থাকেনঅন্যদিকে কেন্দ্রের কৃষক সম্মান নিধি যোজনা আপনি পাবেন বছরে 6000 টাকা
কৃষক বন্ধু প্রকল্প শুধুমাত্র পশ্চিমবঙ্গের মানুষ পেয়ে থাকেকিন্তু pm-kisan সম্মন নিধি ভারতের সমস্ত কৃষি থাকেন

PM Kisan Samman Nidhi Yojana West Bengal 2021 Official Website

× close ad