Nabanna Scholarship How to Apply Online
ননবান্ন স্কলারশিপ ২০২৩- ২৪
Nabanna Scholarship ২০২৩- ২৪। নবান্ন কলারশিপ এমন একটা কলারশিপ যেটা সমস্ত শিক্ষার্থীদের দেওয়া হয় যদি আপনার নম্বর ৫০ থেকে ৬০% এর মধ্যে থাকে তাহলেই আপনি এই নবান্ন কলারশিপ এর জন্য আবেদন করতে পারবেন।
নবান্ন স্কলারশিপে আবেদন করার জন্য আপনাকে মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস এবং গ্রাজুয়েশন করে থাকলেই আবেদন করতে পারবেন সাথে সাথে যদি আপনার ৫০% থেকে ৬০% এর মধ্যে বা তার বেশি যদি আপনার নম্বর থেকে থাকে তাহলে কিন্তু আপনি নবান্ন কলারশিপ ফর্মটি ফিলাপ করতে পারবেন।
Nabanna Scholarship ফর্ম ফিলাপ করার জন্য আপনাকে অনেকগুলো ধাপ একে একে পূরণ করতে হবে এবং অনেক ডকুমেন্টস আপনাকে এইখানে দিতে হবে সেই সমস্ত ডকুমেন্ট পর আপনি নবান্ন কলারশিপ ফর্মটি সঠিকভাবে ফিলাপ করতে পারবেন।
পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় স্কলারশিপগুলির মধ্যে একটি হল Nabanna Scholarship। এই বৃত্তির শুভ সূচনা হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় স্কলারশিপের জন্য আবেদনের জন্য ৬০ শতাংশ নম্বর প্রয়োজন। তাই অনেক দরিদ্র শিক্ষার্থী বৃত্তির সুবিধা থেকে বঞ্চিত। তবে শিক্ষার্থীরা ৫০ শতাংশ নম্বর পেলে নাভান্না স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।
Nabanna Scholarship ফর্ম ফিলাপ করতে গেলে কি কি যোগ্যতা লাগবে কি ডকুমেন্টস লাগবে এবং কিভাবে আবেদন করবেন তার সম্পূর্ণ প্রসেস নিচে দিয়ে দেওয়া হলো আপনারা প্রত্যেকটা স্টেপ খুব গুরুত্ব সহকারে পড়বেন এবং নবান্ন কলারশিপ ফর্মটি ফিলাপ করবেন।
বিষয় | তথ্য |
বৃত্তির নাম | নবান্ন স্কলারশিপ ২০২৩-২৪ |
যোগ্য ছাত্র, ছাত্রী | মাধ্যমিক পাশ, উচ্চমাধ্যমিক পাশ ও কলেজ পড়ুয়া |
পরীক্ষায় নম্বর প্রয়োজন | ৫০% নম্বর থাকতে হবে, কিন্তু ৬০% এর কম |
স্কলারশিপের পরিমাণ | ১০,০০০ টাকা |
আবেদন পদ্ধতি | অনলাইন পোর্টালে |
নবান্ন কলারশিপ ২০২৩- ২৪ যোগ্যতা
- আবেদনকারীকে পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- পশ্চিমবঙ্গ রাজ্যের যেকোনো বোর্ড/কাউন্সিল/বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক বা সমমানের/উচ্চ মাধ্যমিক বা সমমানের/আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর রাজ্যের যেকোনো প্রতিষ্ঠানে অধ্যয়ন করা।
- মাধ্যমিক বা সমমানের পরীক্ষায়/উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় আর্থিক সহায়তার জন্য যথাক্রমে উচ্চ মাধ্যমিক স্তর/স্নাতক স্তরে মোট ৫০% এবং তার বেশি কিন্তু ৬০%-এর কম নম্বর।
- স্নাতকোত্তর স্তরে সহায়তার জন্য 50% এবং তার বেশি কিন্তু গ্র্যাজুয়েশনে মোট 53% এর কম নম্বর অর্জন করা।
- বার্ষিক পারিবারিক আয় রুপির বেশি নয়। 1,20,000/- শুধুমাত্র।
- একই কোর্স/অধ্যয়নের পর্যায়ে কোনো সরকারি/বেসরকারি বৃত্তি/উপবৃত্তি উপভোগ করছেন না।
Nabanna Scholarship আবেদন করার সময় আপনার এইগুল লাগবে
- ছাত্রের নাম (দশম মানের পরীক্ষায় ভর্তি অনুযায়ী)
- অভিভাবকের নাম
- বয়স
- দশম মানের রোল নম্বর এবং বছর
- পিন সহ সম্পূর্ণ ঠিকানা
- আবেদন করার সময় মোবাইল নম্বর এবং মোবাইলটি আপনার নাগালের মধ্যে রাখুন
- ই-মেইল আইডি (ঐচ্ছিক)
- আবেদনকারীর সক্রিয় সঞ্চয় ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যাঙ্কের বিবরণ (অ্যাকাউন্ট নম্বর, IFS কোড, ব্যাঙ্কের নাম এবং শাখা)
Nabanna Scholarship Document
- আবেদনকারীর দ্বারা যথাযথভাবে স্বাক্ষরিত আর্থিক সহায়তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে প্রার্থনা। সম্পূর্ণ ঠিকানা, মোবাইল নম্বর এবং ই-মেইল আইডি (যদি থাকে) উল্লেখ করতে হবে।
- স্থানীয় এমএলএ/এমপি থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সুপারিশ।
- উপযুক্ত কর্তৃপক্ষের দ্বারা জারি করা পারিবারিক আয়ের শংসাপত্র (ভারপ্রাপ্ত মন্ত্রী / প্রতিমন্ত্রী / ডিএম / এসডিও / বিডিও / যুগ্ম বিডিও / নির্বাহী কর্মকর্তার ক্ষেত্রে পৌরসভা এলাকা / জেলা প্রশাসকের পদমর্যাদার কর্মকর্তা এবং পৌর কর্পোরেশন এলাকার ক্ষেত্রে তার উপরে )
- শিক্ষার্থীর দ্বারা স্ব-ঘোষণা তার/তার নিজের স্বাক্ষরে বর্তমান অধ্যয়নের কোর্সের সাথে বছর/সেমিস্টার এবং যেকোনো সরকারের রসিদ উল্লেখ করে। / বেসরকারি বৃত্তি / উপবৃত্তি। এই ঘোষণাটি স্ট্যাম্প/সিল সহ বর্তমান প্রতিষ্ঠানের প্রধান দ্বারা পাল্টা স্বাক্ষর করা উচিত
- দশম শ্রেণীর পরীক্ষার Admit Card
- যোগ্যতা পরীক্ষার মার্ক শীট (এইচ.এস. স্তরে সহায়তার জন্য যোগ্যতা পরীক্ষা হল মাধ্যমিক বা সমমানের; ইউ.জি. স্তরে সহায়তার জন্য যোগ্যতা পরীক্ষা হল এইচ.এস. বা সমতুল এবং পি.জি. স্তরে সহায়তার জন্য যোগ্যতা পরীক্ষা হল স্নাতক)
- ডিপ্লোমা ইঞ্জিঃ এর মত প্রফেশনাল কোর্সের জন্য প্রবেশিকা পরীক্ষার র্যাঙ্ক কার্ড। / থাকা. / B.Tech. / এমবিবিএস / আইন / নার্সিং / ফার্মেসি
- আবেদনকারীদের পাস বুকের প্রথম পৃষ্ঠা Copy ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেখানে A/c। নং, IFSC নম্বর এবং অ্যাকাউন্ট হোল্ডারের নাম স্পষ্টভাবে দৃশ্যমান
- চলতি শিক্ষাবর্ষ/সেমিস্টারের ভর্তির রসিদ
How to apply Nabanna Scholarship 2023-24
সবার ফাস্ট Nabanna Scholarship ফরম ফিলাপ করার জন্য আপনাকে গুগলে এসে টাইপ করতে হবে অফিশিয়াল ওয়েবসাইট wbcmo.gov.in অফিসিয়াল পেজ ওপেন হয়ে গেলি দেখবেন লেখা রয়েছে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর এডুকেশন ঠিক এর নিচেই অ্যাপ্লাই ফর ফিন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর এডুকেশন লেখা রয়েছে ওইখানে ক্লিক করুন এবং নতুন পেজ জান। এইখানে এসো আগে সবার প্রথম রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য signup ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে নতুন আরো একটি পেজ চলে আসবে যেখানে আপনি আপনার মোবাইল নম্বর দিয়ে একটি ওটিপি নেবেন এবং ওটিপি সাবমিট করার পর পাসওয়ার্ড সেট করবেন পাসওয়ার্ড সেট করে সাইন আপ ক্লিক করুন এবং আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে।
রেজিস্ট্রেশন হয়ে গেলে ব্যাক টু হোম বাটনে ক্লিক করুন এবং পুনরায় সেই জায়গায় ক্লিক করে লগ ইন পেজে চলে আসুন। লগইন পেজ খুলে গেলি আপনার রেজিস্টার মোবাইল নম্বর পাসওয়ার্ড এবং ক্যাপচার কোড দিয়ে লগইন করে নিন।
এরপর যে তিনটে ধাপ রয়েছে সেই তিনটে থাক আপনারা সঠিকভাবে দেখে দেখে ফিলাপ করুন প্রথম দুখানা ধাপ ফিলাপ হয়ে গেলেই তিন নম্বর ধাপে আপনার সমস্ত ডকুমেন্টস লাগবে কি কি ডকুমেন্টস লাগবে তার নিচে লিস্ট করে দেওয়া হলো অবশ্যই এই সমস্ত ডকুমেন্টগুলো আপনারা প্রথমে জোগাড় করে নেবেন তারপরে নবান্ন কলারশিপ ফর্ম ফিলাপ করবেন।
নবান্ন কলারশিপ ফর্মে যদি আপনি তিনটে ধাপে পূরণ করে ফেলেন তাহলে দেখবেন লাস্টে গিয়ে সাবমিট এর একটি বাটন আসবে সেই সাব্বির বাটনে ক্লিক করলেই আপনার সামনে একটি অ্যাপ্লিকেশন আইডি চলে আসবে অবশ্যই সেই অ্যাপ্লিকেশন আইডিটি আপনারা যত্ন সহকারে রাখবেন কারণ ওই অ্যাপ্লিকেশন আইডি দিয়েই পরবর্তীকালে আপনি নবান্ন স্কলারশিপ কতদূর কি হয়েছে তা চেক করতে পারবে। এই স্টেপ গুলো ফলো করলেই নবান্ন কলারশিপ ফর্ম কি আপনার ফিলাপ হয়ে যাবে এবং আপনি চিফ মিনিস্টারের তরফ থেকে এককালীন 10,000 টাকা পাবেন যেটা স্কলারশিপ হিসেবে দেওয়া হবে।
আর্থিক সহায়তার জন্য জন্য প্রয়োজনীয় নথিগুলি নিম্নরূপ:
- পূর্ববর্তী সকল পরীক্ষায় উত্তীর্ণ মার্কশিটের কপি।
- র্যাঙ্ক কার্ডের কপি এবং সিলেকশন কমিটির বরাদ্দ পত্র (শুধু JEE বা সমমানের পরীক্ষার জন্য)
- বন্ধনীর মধ্যে উল্লিখিত যে কোনও একটি থেকে মাসিক পারিবারিক আয়ের শংসাপত্রের অনুলিপি – (DM/ SDO/ BDO/ জয়েন্ট B.D.O./ পৌরসভা / কর্পোরেশনের ডেপুটি কমিশনারের ক্ষেত্রে নির্বাহী কর্মকর্তা)।
- ছাত্রের মাসিক পারিবারিক আয় উল্লেখ করে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এমপি/বিধায়কের সুপারিশের অনুলিপি।
- বর্তমান প্রতিষ্ঠানের প্রধানের দ্বারা সীলমোহর সহ যথাযথভাবে প্রতিস্বাক্ষরিত, বছর/সেমিস্টার এবং যেকোনো বৃত্তি/সহায়তা/সহায়তার প্রাপ্তি উল্লেখ করে তার/তার স্বাক্ষরের অধীনে শিক্ষার্থীর স্ব-ঘোষণা।
- ব্যাঙ্ক পাস বুকের ফটোকপি সহ নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ (IFSC কোড, শাখা কোড, শাখার নাম, অ্যাকাউন্ট নম্বর, ব্যাঙ্কের নাম)।
- টিউশন/ভর্তি ফি বইয়ের ফটোকপি।
- নিজের মোবাইল নম্বর সহ যোগাযোগের বিশদ বিবরণ।
আবেদন পত্র পাঠানোর ঠিকানা:
The Assistant Secretary,
Chief Minister’s Office,
‘Nabanna’
325, Sarat Chatterjee Road
Howrah – 711 102
Download Nabanna Scholarship Form
MLA সুপারিশ (Recommendation)
মুখ্যমন্ত্রীর কাছে প্রার্থনা পত্র (Self Declaration)
ইনকাম সার্টিফিকেট ফরমেট (Income Certificate)
যোগাযোগ
যেকোন অনুসন্ধান এবং পরামর্শের জন্য, নিম্নলিখিতগুলিতে সবাইকে স্বাগত জানায়:
টেলিফোন: (033) 2253 5335
All Information Collected from http://wbcmo.gov.in