Medhashree Prakalpa 2023 | How to Apply

Last Updated:

Medhashree Prakalpa 2023 | How to Apply

আজকেই মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নতুন আরো একটি প্রকল্পের উদ্বোধন করলেন যার নাম দেওয়া হয়েছে মেধাশ্রী প্রকল্প। এর আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক নতুন নতুন প্রকল্প নিয়ে এসেছিল সমস্ত ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের জন্যও ঠিক সেই রকমই নতুন আরও একটি প্রকল্প নিয়ে আসলো আজকেই যার নাম দেওয়া হয়েছে মেধা শ্রী প্রকল্প। এই প্রকল্পের আওতায় সমস্ত ওবিসি ছাত্র ছাত্রীদের একটি বার্ষিক ভাতা দেওয়া হবে সেই নিয়েই আলোচনা করেছিলেন আজকে এক সভায়।

রাজ্য সরকার এর নতুন ঘোষণা, প্রতেক ছাত্র ছাত্রী পাবে বার্ষিক 800 টাকা | Medhashree Prakalpa (মেধাশ্রী’) for OBC Students, Eligibility, Application Process more!

রাজ্যে ফের ঘোষণা হয়ে গেল এক নতুন প্রকল্প। আজ কথা বৃহস্পতিবারে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া মেধাশ্রী নামক প্রকল্পের সূচনা করেন যার মাধ্যমে রাজ্যে বসবাসকারী সমস্ত OBC Category অন্তর্ভুক্ত ছাত্র-ছাত্রীরা আর্থিক সহায়তা পাবে। এই সম্বন্ধে বিস্তারিত রইল আজকের প্রতিবেদনে।

মেধাশ্রী প্রকল্পের সূচনা –

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এই নতুন প্রকল্প মেধাশ্রী প্রকল্পের ঘোষণা করেন ১৯ জানুয়ারি ২০২৩ থেকে ।

আলিপুরদুয়ারের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মেধাশ্রী প্রকল্পের ঘোষণা করেন ।

কিন্তু প্রশ্ন হল কন্যাশ্রী , রুপশ্রী , ঐক্যশ্রী প্রভৃতি প্রকল্প থাকা সত্বেও নতুন করে আরও একটি প্রকল্প কেন ?

এবিষয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জানিয়েছেন কেন্দ্র সরকার ওবিসি পড়ুয়াদের বৃত্তির টাকা বন্ধ করে দিয়েছে ।আর সেকারণেই তিনি মেধাশ্রী প্রকল্প ঘোষণা করেছেন ।

Medhashree Prakalpa কী?

আমাদের রাজ্যে শিক্ষাদরদী সরকার বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন রাজ্যের শিক্ষা ব্যবস্থা উন্নতি লক্ষ্যে। তবে আমরা আমাদের ওয়েবসাইটে আলোচনা করেছি এমনি কিছু প্রকল্প যেমন ঐক্য শ্রী, শিক্ষাশ্রী, কন্যাশ্রী , স্টুডেন্ট ক্রেডিট কার্ড ইত্যাদি । আজ আমরা জানার চেষ্টা করব Medhashare Scheme বা প্রকল্প এর সম্বন্ধে বিস্তারিত। আলিপুরদুয়ারের হাসিমারার একটি প্রাথমিক সভা কালীন মুখ্যমন্ত্রী এই প্রকল্পের কথা ঘোষণা করেন।আপনাদের মধ্যে অনেকেই জানেন ইতিমধ্যে অর্থ সংকটের কারণে বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু সরকারের তরফ থেকে আনা OBC Category দের জন্য Scholarship। যার প্রভাব পড়েছে গ্রাম বাংলার প্রতিটি ছাত্র ছাত্রীর উপরে। এ সমস্যা সমাধানের উদ্দেশ্য এই রাজ্য সরকারের তরফ থেকে এই অভিনব উদ্যোগটি নেওয়া হয়েছে।

Medhashree Prakalpa প্রদানের উদ্দেশ্য কী ?

ছাত্র-ছাত্রীদের বিভিন্ন চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুত করা ।
বিভিন্ন রকমের Training, Programs সহ শিক্ষাব্যবস্থায় তাদের দক্ষতা বাড়ানোর জন্য উৎসাহিত করা ।
পশ্চিমবঙ্গে সাক্ষরতার হার বাড়ানো।
OBC Category অন্তর্ভুক্ত ছাত্র-ছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে আর্থিক সাহায্য প্রদান।

Medhashree Prakalpa এর জন্য কারা আবেদন করতে পারবে ?

মেধাশ্রী’ প্রকল্পের আওতায় অন্যান্য অনগ্রসর শ্রেণিভুক্ত পড়ুয়ারা প্রতি বছরে ৮০০ টাকা করে বৃত্তি পাবেন। প্রতি বছর আনুমানিত ২ লক্ষ ৬৩ হাজার পড়ুয়া এই প্রাক-মাধ্যমিক বৃত্তি পাবেন বলেও জানানো হয়েছে।প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রাথমিক ভাবে প্রথম থেকে অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদেরই দেওয়া হবে এই স্কলারশিপ।

Medhashree Prakalpa Eligibility:-

আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে ।
আবেদনকারীর OBC বা অন্যান্য অনগ্রসর শ্রেণিভুক্ত সপ্রদায়ের হওয়া বাঞ্ছনীয় ।
রাজ্য / কেন্দ্র সরকারের কোনো স্বীকৃত শিক্ষাবোর্ড / কাউন্সিল / বিশ্ববিদ্যালয় / ইনস্টিটিউশনে অধ্যয়নরত অবস্থায় থাকতে হবে ।

Medhashree Prakalpa Amount/ Benefits:-

প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রতি OBC বা অন্যান্য অনগ্রসর শ্রেণিভুক্ত সপ্রদায়ের শিক্ষার্থীদের প্রতি বছরে ৮০০ টাকা বৃত্তি বা Scholarship হিসাবে প্রদান করা হবে ।

Medhashree Prakalpa Application Process:-

যেহেতু এই প্রকল্প সবেমাত্র ঘোষণা করা হয়েছে তাই এই সম্বন্ধে এখনো বিস্তারিতভাবে কিছু বলা হয়নি।  এই সম্বন্ধে গভমেন্টের তরফ থেকে এখনো কিছু জানানো হয়নি তবে কিছুদিনের মধ্যেই সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে এবং আমরাও আপনাদেরকে জানিয়ে দেবো কি করে আপনারা এই কাজটা করবেন।

Medhashree Prakalpa Renewal:-

যেহেতু এই প্রকল্প সবেমাত্র ঘোষণা করা হয়েছে তাই এই সম্বন্ধে এখনো বিস্তারিতভাবে কিছু বলা হয়নি।  এই সম্বন্ধে গভমেন্টের তরফ থেকে এখনো কিছু জানানো হয়নি তবে কিছুদিনের মধ্যেই সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে এবং আমরাও আপনাদেরকে জানিয়ে দেবো কি করে আপনারা এই কাজটা করবেন।

FAQ

Medhashree Prakalpa এর সম্বন্ধে কবে ঘোষণা করা হয়েছে?

19/01/2023

Medhashree Prakalpa Scholarship Amount কি?

বার্ষিক 800 টাকা

Medhashree Prakalpa Scholarship কারা পাবে?

সমস্ত OBC Student

Medhashree Prakalpa কে সূচনা করে?

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী

How to Apply Online Medhashree Prakalpa

এখন অব্দি কিছু বলা হয়নি

Medhashree Prakalpa Application Online or Offline

এখন অব্দি কিছু বলা হয়নি

× close ad