Madhyamik Life Science Suggestion 2024 | মাধ্যমিক উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান জীবন বিজ্ঞান সাজেশন 2023

Published On:

Madhyamik Life Science Suggestion 2024 |
মাধ্যমিক উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান জীবন বিজ্ঞান সাজেশন 2023

Madhyamik Life Science  Suggestion 2024 যদি যদি কোন কিছু বাদ পড়ে যায় তাহলে কিন্তু তোমরা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে। আমরা এই যে সাজেশন তৈরি করে দিলাম এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সমস্ত পরীক্ষার্থীদের জন্য তো অবশ্যই কিন্তু full সাজেশনটা আপনারা কমপ্লিট করে নেবেন কারণ সমস্ত প্রশ্ন মাথায় রেখে এই সাজেশনটা তোমাদের জন্য তৈরি করা হয়েছে নিচে পিডিএফও দেওয়া রয়েছে অবশ্যই তোমরা পিডিএফ তাকে করে নেবে এবং তোমাদের বন্ধু-বান্ধবের সাথে অবশ্যই শেয়ার করে দেবে।

যদি কারো কোন কিছু জানার থাকে বা বলার থাকে অবশ্যই নিজের কমেন্ট বক্সটিতে ক্লিক করে কমেন্ট করে দেবেন তাহলে আমাদেরও বুঝতে সুবিধা হবে কার কোথায় অসুবিধা রয়েছে বা সুবিধা হচ্ছে।

আশা করব সম্পূর্ণ সাজেশনটা তোমাদের খুব কাজে আসবে তাই অনেক কষ্ট করে এই সাজেশনটা বানানো হয়েছে।

Madhyamik Life Science উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান Suggestion 2024 দেবে তাদের জন্য কিন্তু এই অংকে সাজেশনটা তৈরি করা হয়েছে। ২০২৪ এর মাধ্যমিক পরীক্ষার্থীদের যদি আরও কোন সাজেশন লেগে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করুন বা আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন এবং সার্চ বক্সে আপনি আপনার প্রশ্নটি লিখুন দেখবেন তার উত্তর নিচে আপনারা পেয়ে যাবেন এবং সমস্ত সাবজেক্টের সাজেশন প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আমাদের ওয়েব পেজটাকে বুক মার্ক করে রাখুন তাতে তোমাদের সুবিধা হবে।

চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত হতে পারো টেলিগ্রাম চ্যানেলের লিংক নিচে দেওয়া রয়েছে ধন্যবাদ।


উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান Madhyamik Life Science  Suggestion 2024

বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর : (মান – 1) Madhyamik Life Science Suggestion 2024
পউদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান প্রশ্নউত্তর – মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2024

উদ্ভিদের সংবেদনশীলতা সংক্রান্ত আবিষ্কারের সঙ্গে যুক্ত বিজ্ঞানী হলেন –
(ক)ড. সি. ভি. রমন
(খ)ড. এডওয়ার্ড জেনার
(গ) আচার্য প্রফুল্ল চন্দ্র রায়
(ঘ) আচার্য জগদীশ চন্দ্র বসু।
উত্তরঃ (ঘ) আচার্য জগদীশ চন্দ্র বসু

উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত চলনকে বলা হয় –
(ক) ট্রপিক চলন
(খ) ট্যাকটিক চলন
(গ) ন্যাস্টিক চলন
(ঘ) কেমোট্যাকসিস
উত্তরঃ (গ) ন্যাস্টিক চলন

উদ্ভিদ কান্ডের আলোর দিকে বৃদ্ধি পায়, এটি একপ্রকার –
(ক) ফোটোট্রোপিক চলন
(খ) হাইড্রোট্রপিক চলন
(গ) জিওট্রপিক চলন
(ঘ) কেমোট্রপিক চলন
উত্তরঃ (ক) ফোটোট্রোপিক চলন

অভিকর্ষের গতিপথ অনুসারে নিয়ন্ত্রিত উদ্ভিদ-অঙ্গের চলনকে বলা হয় –
(ক) হাইড্রোট্রপিক চলন
(খ) জিওট্রপিক চলন
(গ) ফোটোট্রপিক চলন
(ঘ) কেমোট্রপিক চলন
উত্তরঃ (খ) জিওট্রপিক চলন

সূর্যশিশির ও ডায়োনিয়া উদ্ভিদের ক্ষেত্রে পতঙ্গকে ঘিরে ফেলে খাদ্যরূপে গ্রহন হল –
(ক) সিস্‌মোন্যাস্টিক চলন
(খ) ফোটোন্যাস্টিক চলন
(গ) থার্মোন্যাস্টিক চলন
(ঘ) কেমোন্যাস্টিক চলন
উত্তরঃ (ঘ) কেমোন্যাস্টিক চলন


Madhyamik History Suggestion 2024

Madhyamik Life Science Suggestion 2024 অতি-সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নোত্তর : (মান – 1) Madhyamik Life Science Suggestion 2024 – উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান – মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2024

অক্সিন হরমোন দ্বারা __________ চলন নিয়ন্ত্রিত হয়।
(উঃ ট্রপিক)

ট্রপিক চলনের অপর নাম __________ চলন।
(উঃ দিক-নির্নীত)

গমনে সক্ষম একটি উদ্ভিদ _______
(উঃ ভলভক্স)।

আলোকের দিকে কাণ্ডের বেড়ে চলা হলো ________ চলন।
(উঃ বৃদ্ধিজ)

সূর্যের অবস্থান অনুযায়ী সূর্যমুখী চলন হল __________
(উঃ ফটোন্যাস্টিক)।

উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত চলনকে _______ চলন বলে।
(উঃ ন্যাস্টিক)

সূর্যশিশিরের পাতায় কর্ষিকার চলনের জন্য দায়ী উদ্দীপকটি হল _______
(উঃ পতঙ্গের দেহস্থিত প্রোটিন)।

ন্যুটেশন হলো এক প্রকার______চলন।
(উঃ বৃদ্ধিজ)

লজ্জাবতীর পত্রমূলের স্ফীত অংশটির নাম______
(উঃ পালভিনাস)।

রাতেরবেলা তেঁতুল পাতার মুড়ে যাওয়ার কারণ হলো_______
(উঃ নিকটিন্যাস্টি)।

পার্চমেন্ট কাগজ ব্যবহার করা হয়_______চলনের পরীক্ষার জন্য।
(উঃ জিওট্রপিক)


Madhyamik Life Science Suggestion 2024 নীচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লেখো  : (মান – 1) Madhyamik Life Science Suggestion 2024 – উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান  (অধ্যায়-৬) – মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2023

সূর্যমুখী ও পদ্মফুলে ফোটোন্যাস্টিক চলন দেখা যায়।
(উঃ সত্য)

পার্শ্বীয়মূলের তির্যক অভিকর্ষবর্তী চলন দেখা যায়।
(উঃ সত্য)

উদ্দীপনা অভ্যন্তরীণ বা বাহ্যিক উভয় প্রকার হতে পারে।
(উঃ সত্য)

ন্যাস্টিক চলন স্থায়ী প্রকৃতির।
(উঃ মিথ্যা )

উদ্ভিদের কান্ডকে নেগেটিভলি ফটোট্রপিক বলে।
(উঃ মিথ্যা )

উন্নত উদ্ভিদের ট্যাকটিক চলন দেখা যায় না।
(উঃ সত্য)

এককোষী শৈবালদের সামগ্রিক চলন ঘটে।
(উঃ সত্য)

উদ্ভিদ দেহে প্রাণীদের তুলনায় বেশি সাড়া প্রদানের ঘটনা ঘটে।
(উঃ মিথ্যা )

বনচাঁড়ালের প্রকরণ চলন এক ধরনের বৃদ্ধিজ চলন।
(উঃ মিথ্যা )

থার্মোট্যাকটিক চলন হল সামগ্রিক আবিষ্ট চলন।
(উঃ সত্য)

পাতাকে প্রতিকূল আলোকবর্তি বলে।
(উঃ মিথ্যা )


Madhyamik Life Science Suggestion 2024 : (মান – 1) Madhyamik Life Science Suggestion 2024 – উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান – মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2024 এক কথায় উত্তর দাও

  1. ফোটোট্যাকটিক চলন কাকে বলে? উদাহরন দাও।
    উত্তরঃ নিজে করো।
  2. সিস্‌মোন্যাস্টিক চলন কাকে বলে? উদাহরন দাও।
    উত্তরঃ নিজে করো।
  3. ট্রপিক ও ট্যাকটিক চলনের দুটি পার্থক্য লেখো।
    উত্তরঃ নিজে করো।
  4. ট্যাকটিক চলন ও ন্যাস্টিক চলনের দুটি পার্থক্য লেখো।
    উত্তরঃ নিজে করো।
  5. ক্রেসকোগ্রাফ বলতে কী বোঝো?
    উত্তরঃ নিজে করো।
  6. একটি উদাহরনের মাধ্যমে উদ্ভিদের সাড়াপ্রদানের ঘটনাটি ব্যাখ্যা করো।
    উত্তরঃ নিজে করো।
  7. সংবেদনশীলতা কাকে বলে উদাহরনসহ লেখো।
    উত্তরঃ নিজে করো।
  8. প্রকরন চলন কাকে বলে?
    উত্তরঃ নিজে করো।

Leave a Comment

× close ad