Krishak Bandhu ‘self-declaration form’ 2023 কৃষক বন্ধু প্রকল্প 2023

Last Updated:

Krishak Bandhu ‘self-declaration form’ 2021 কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পটি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকার 2019 সাল থেকেই চালিয়ে আসছে যেখানে কিন্তু হাজার হাজার কৃষক পরিবারকে বার্ষিক 4 হাজার টাকা দেওয়া হয়।কৃষক বন্ধু প্রকল্প 2023

আজ আমরা কৃষক বন্ধু প্রকল্প সম্বন্ধে বিস্তারিত জানব এই প্রকল্পের মাধ্যমে আপনি শুধু 4000 টাকায় পাবেন না পাশাপাশি আপনি পরিবারের জন্য বীমা সুরক্ষা ও পাবেন কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে। কৃষক বন্ধু প্রকল্প 2023

Krishak Bandhu 'self-declaration form' 2021

কৃষক বন্ধু প্রকল্প কি?

আমরা যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকি তাহলে সবাই কৃষক বন্ধু প্রকল্পের নাম কমবেশি শুনেছি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে সমস্ত কৃষকের আয় সুনিশ্চিত করেছে। অনেক সময় আমরা দেখেছি কৃষক বন্ধুদের চাষ করার সময় তাদের হাতে সেই পরিমাণে অর্থ থাকে না কৃষক বন্ধু প্রকল্পের আওতায় যদি আপনি থাকেন তাহলে সরকারি তরফ থেকে আপনি কিছুটা সাহায্য পাবেন। সেই টাকা দিয়ে আপনি আপনার কৃষি কাজ চালিয়ে যেতে পারেন তাই মুখ্যমন্ত্রী এর নামকরণ করেছেন কৃষক বন্ধু প্রকল্প।কৃষক বন্ধু প্রকল্প ফরম pdf

কৃষক বন্ধু প্রকল্পের আপনি কি কি সুবিধা পাবেন?

  • দু’দফায় আপনাকে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে যদি আপনি রবি ও ফরিফ ফসল চাষ করে থাকেন।
  • যদি আপনার একদমই কম জমি থাকে তাহলে নিম্নতম 1000 টাকা পাবেন।
  • এক বিঘা জমির মালিকরা 1650 টাকা পাবেন।
  • আপনার বয়স যদি 18 থেকে 60 বছরের মধ্যে হয় এবং কোন দুর্ঘটনাজনিত যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার পরিবার এককালীন দু লক্ষ টাকা পাবে।

কৃষক বন্ধু প্রকল্পের আবেদনের পদ্ধতি?

কৃষক বন্ধু প্রকল্পের আপনি আবেদন দু রকম ভাবে করতে পারেন একটা হচ্ছে অফলাইনে এবং অনলাইনে অফলাইনে ফ্রম নিচের লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নেবেন এবং অনলাইন থেকে করতে গেলে অফিসের ওয়েবসাইট এর লিঙ্ক এ ক্লিক করে ফর্ম ফিলাপ করবেন.krishok bondhu prokolpo form

Read More:- How to Make Money Online

কৃষক বন্ধু প্রকল্প আবেদন পত্রের সাথে কি কি নথিপত্র জমা দিতে হবে?

  • জমির পর্চা এক কপি জেরক্স।
  • আধার কার্ডের জেরক্স এক কপি।
  • এক কপি ভোটার কার্ডের জেরক্স।
  • এক কপি ব্যাংক একাউন্টের প্রথম পৃষ্ঠার জেরক্স।
  • দু কপি পাসপোর্ট সাইজের ছবি।

কৃষক বন্ধু প্রকল্পের আবেদন পত্রটি কোথায় জমা দেবেন?

Read More:- 27 no form a download link for labour card west Bengal

অফলাইনে যে ফরমটি আপনারা সম্পূর্ণ পূরণ করেছেন সেই ফরমটি এবং সমস্ত উপরের দেওয়া নথিপত্রগুলো নিয়ে যেতে হবে আপনার নিকটবর্তী এগ্রিকালচার অফিস বা কৃষি দপ্তরে সেখানেই আপনাকে জমা দিতে হবে। সমস্ত ডকুমেন্টস জমা দেওয়ার পর কিছুদিনের মধ্যেই আপনার পঞ্চায়েতে আপনার নাম চলে আসবে এবং সেখানেই আপনার কত কি জমি রয়েছে তা দেখা হবে এবং সেই অনুযায়ী আপনি প্রথম কিস্তি পেয়ে যাবেন। এরপর ধাপে ধাপে আপনার কাছে ঠিক চলে আসবে আপনি ব্যাংক জমা দিয়ে সম্পূর্ণ টাকা তুলে নিতে পারেন

কৃষক বন্ধু প্রকল্পের অফিশিয়াল নোটিফিকেশন টি দেখার জন্য নিচে দেওয়া লিংকটিতে ক্লিক করুন এবং সম্পূর্ণ নোটিফিকেশন টি দেখে নিন
CLICK HERE

কৃষক বন্ধু প্রকল্পের সঠিক Form আপনাকে ডাউনলোড করতে হবে. কৃষক বন্ধু অ্যাপ্লিকেশন করার জন্য অফলাইন এর ফরমটি নিচের দেওয়া লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন Click Here

Krishak Bandhu ‘self-declaration form’ 2023

আপনার যদি নিজস্ব জমি না থাকে বা আপনার নামে এখনও কাগজ পত্র হয়নি তাহলে আপনাকে একটি ফরম ফিলাপ করতে হবে কৃষক বন্ধু প্রকল্পের জন্য। সেই ফরমটি খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাদের খুব যত্নসহকারে ফরমটি ফিলাপ করতে হবে যে ফরমটি নাম সেল্ফ ডিক্লারেশন ফর্ম এ ফরমটি আপনি ইন্টারনেটে কোথার থেকে ডাউনলোড করতে পারবেন না শুধুমাত্র আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন Krishak Bandhu ‘self-declaration form’ 2023.

Krishak Bandhu ‘self-declaration form’ 2023 ডাউনলোড করার জন্য আপনাকে নিচের দেওয়া লিংকটিতে ক্লিক করতে হবে এই করলেই আপনার সামনে ফরমটি ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড করা কৃষক বন্ধু চেক ডিক্লারেশন ফর্ম টি সঠিকভাবে পূরণ করতে হবে যদি কোনো কারণে ভুল হয়ে যায় তাহলে Krishak Bandhu ‘self-declaration form’ টি বাতিল হয়ে যাবে। নিচের দেওয়া লিংকে ক্লিক করুন। আমাদের এই পোস্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ। Krishak Bandhu ‘self-declaration form’ 2023 Click Here

Leave a Comment

× close ad