ICDS Helper Recruitment 2024 এত তারা এত দ্বারা জানানো যাচ্ছে যে হরিরামপুর সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে অঙ্গনারী সরকার পদে নিযুক্তির জন্য কেবলমাত্র হরিরামপুর সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প এলাকার অর্থাৎ হরিরামপুর পঞ্চায়েত সমিতির অন্তর্গত গ্রাম পঞ্চায়েত সমূহের স্থায়ী বাসিন্দা কেবলমাত্র মহিলারা এমন প্রার্থী তথা আবেদনকারীদের নিকট হতে আবেদন পত্র আহবান করা হচ্ছে। এই নিয়োগ সম্পূর্নরূপে স্বেচ্ছাসেবক মূলক। এই কাজে নিজেকে ব্যক্তি অনুমতি সরকারি কর্মী হিসেবে গণ্য হবে না অঙ্গনারী সহায়িকা পদে সরকার অনুমোদিত হারে প্রতিমাসে সাম্মানিক ভাতা সহ অতিরিক্ত ভাতা প্রদান করা হবে। বর্তমানে অঙ্গনারী সরকারের চালু সাম্মানিকতার পরিমাণ মাসিক ২২৫০ টাকা ও অতিরিক্ত ভাতার পরিমাণ মাসে ৪০৫০ টাকা।
Anganwadi Helper recruitment 2024 | icds recruitment 2024 apply online | Dakshin Dinajpur ICDS Recruitment 2024
স্মারকসংখ্যা : ০৩/ আইসিডিএস (বেএএনএস)
Dakshin Dinajpur ICDS Recruitment 2024 Details
Name of Organization | Department of Women Development & Child Welfare, West Bengal |
Name of Recruitment | অঙ্গনওয়াড়ি সহায়িকা Recruitment 2024 / Dakshin Dinajpur ICDS Recruitment 2024 |
Number of Vacancies | ০৪ |
Notification Released on | ২৪/০১/২০২৪ |
Application Mode | অনলাইন |
সরাসরি নিয়োগের মাধ্যমে শূন্য পদ অনুযায়ী সংরক্ষণ বিন্যাস
গ্রাম পঞ্চায়েত | মোট পদ |
---|---|
পুন্ডরী | ০১ |
সৈয়দপুর | ০১ |
বৈরাট্রা | ০১ |
শিরশী | ০১ |
Education Qualification & Age ICDS Helper Recruitment 2024
নিম্নতম শিক্ষাগত যোগ্যতা |
---|
আবেদনের তারিখকে ভিত্তি করে অঙ্গনারী কর্মী পদের ক্ষেত্রে প্রার্থীদের যে কোন স্বীকৃত বোর্ড ের থেক উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা পাশ হতে হবে। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা প্রার্থী পদের ক্ষেত্রে কোন অন্তরায় হবে না। |
বয়স |
---|
২০২৪ তারিখে আর থেকে নিম্নতম 18 বছর বয়সে হতে হবে। তিনি উক্ত ০১/০১০২০২৪ তারিখে কোনমতেই ৩৫ বছরের বেশি বয়স হতে পারবেনা। |
স্থায়ী বাসস্থান সংক্রান্ত শর্ত
পাখি প্রার্থী যে গ্রাম পঞ্চায়েত অঙ্গনারী সরকার পদের জন্য আবেদন করবেন তাকে অবশ্যই সেই গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা হতে হবে। স্থায়ী বাসস্থান সংক্রান্ত প্রমাণপত্র হিসেবে প্রার্থীর ভোটার কার্ড বিবেচনা করা হবে।
How to Apply ICDS Helper Recruitment 2024
আবেদন কি করে করবেন এবং আবেদনপত্র জমা করার সময়সীমা
আবেদনকারীদের নিম্নলিখিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা করতে হবে ওয়েবসাইটগুলো https://ddinajpur.nic.in/
Documents to attach with application:
- সাম্প্রতিক সময়ে তোলা একটি পাসপোর্ট সাইজের রঙিন ছবি
- আবেদনকারিনীর স্বাক্ষর
- সচিত্র পরিচয় পত্র
- জন্ম তারিখ প্রমাণপত্র যেমন মাধ্যমিকের বোর্ড সার্টিফিকেট ভোটার কার্ড এডমিট কার্ড ইত্যাদি
- জাতিগত শংসাপত্র ের জেরক্স
- উচ্চ শিক্ষাগত যোগ্যতা যদি থেকে থাকে
- প্রতিবন্ধী শংসাপত্র
- স্থায়ী বাসিন্দার শংসাপত্র
আড়ও পড়ুন :- WBPSC Recruitment 2024
আবেদন করা শুরুর তারিখ ২৫/১/২০২৪
আবেদন করার শেষ তারিখ ১৮/২/২০২৪
Important Link ICDS Helper Recruitment 2024
Download Notification | Click Here |
Apply Online | Click Here |
Official Website | Click Here |