BDO Income Certificate Online 2024:- আপনি যদি 2024 সালের BDO Income Certificate Online বের করতে চান তাহলে আপনাকে কি কি করতে হবে তার সম্পূর্ণ তথ্য এইখানে আপনারা পেয়ে যাবেন BDO Income Certificate Online 2024 এর মাধ্যমে বের করতে গেলে আপনাদের কিছু স্টেপ জানতে হবে এবং কিছু ডকুমেন্টস লাগবে, সেই সমস্ত ডকুমেন্টস যদি আপনাদের কাছে থেকে থাকে তাহলে আপনারা BDO Income Certificate Online 2024 এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
BDO Income Certificate Online 2024 বের করতে গেলে আপনাকে কি কি করতে হবে কোথার থেকে বের করবেন কি কি লাগবে তার সম্পূর্ণ তথ্য জানিয়ে দেবো আমরা তো অবশ্যই সম্পূর্ণ প্রতিবেদন টা পড়ুন। তাহলেই আপনারা বুঝতে পারবেন কি করে আপনারা আপনাদের টা বের করতে পারবেন।
বিডিও ইনকাম সার্টিফিকেট ২০২৪ বের করতে গেলে আপনাদের যে সমস্ত সার্টিফিকেট লাগবে সেগুলো হল রেসিডেন্টিয়াল সার্টিফিকেট কপি ফটো ইনকাম সার্টিফিকেট এবং অন্যান্য কোন যদি সার্টিফিকেট থেকে থাকে তাহলে সেটাও আপনারা এখানে দিতে পারেন তাহলে কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের BDO Income Certificate 2024 বের করে নিতে পারেন।
সবার প্রথমে আপনাকে পশ্চিমবঙ্গ সরকারের যে অফিসের ওয়েবসাইট আছে https://edistrict.wb.gov.in/ সেই ওয়েবসাইটে আসতে হবে এবং আপনাদেরকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে একাউন্ট কিভাবে তৈরি করবেন তার ভিডিও আমরা দিয়ে দিলাম।
একবার আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে আপনি লগইন করবেন এবং অফিসিয়াল ওয়েবসাইটটি আপনার সামনে একটি ড্যাশবোর্ড খুলে দেবে সেখান থেকে আপনাকে সবার ফাস্ট সার্ভিসেস লেখা অপশনে ক্লিক করতে হবে।
তারপর আপনার সামনে আরও একটি নতুন উইন্ডো ওপেন হয়ে যাবে যেখানে আপনাদের সার্টিফিকেট সিলেকশন করতে হবে এবং সেখানেই দেখতে পারবেন ইনকাম সার্টিফিকেট। তারপর ইনকাম সার্টিফিকেট এ ক্লিক করুন ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে নতুন আরো একটি পেজ চলে আসবে যেই পেজের মধ্যে আপনাদের কাছে সম্পূর্ণ ডিটেলস দেওয়া থাকবে আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে কত কি টাকা লাগবে এবং কতদিন পর্যন্ত আপনারা এই ইনকাম সার্টিফিকেট ব্যবহার করতে পারবেন।
ব্যবহারকারীকে আরও এগিয়ে যেতে Accept-এ ক্লিক করতে হবে। নিম্নলিখিত পর্দা প্রদর্শিত হবে.
ব্যবহারকারীকে আবেদনপত্র পূরণ করতে হবে। বাধ্যতামূলক ক্ষেত্রগুলি তাদের পাশে লাল রঙের তারকাচিহ্ন (*) চিহ্ন দ্বারা চিহ্নিত করা হয়।
Filling up the Application For BDO Income Certificate 2024
আবেদনকারী কে তার বেসিক ডেটা গুলো দিতে হবে নিচে যে ফর্মটা রয়েছে সেই ফর্ম এর মধ্যে এবং দেখিয়ে দেওয়া হলেও আপনারা কেমন করে দেবেন
ব্যবহারকারীকে পরবর্তী স্ক্রিনে এগিয়ে যাওয়ার জন্য সেভ এবং নেক্সট-এ ক্লিক করে ডেটা সেভ করার একটি নিশ্চিতকরণ বার্তা প্রদর্শিত হবে। সংরক্ষণ করুন এবং পরবর্তী ।
স্থায়ী ঠিকানার বিবরণ এবং সম্পর্কের বিবরণ পূরণ করা হয় এবং তারপর ব্যবহারকারীকে সংরক্ষণ এবং পরবর্তী নির্বাচন করতে হবে।
ব্যবহারকারী সাবমিট-এ ক্লিক করলে, সিস্টেম সমর্থনকারী নথিগুলির উপলব্ধতা পরীক্ষা করে এবং সেই অনুযায়ী সতর্ক করে।
Adding Supporting Documents BDO Income Certificate Online 2024
ব্যবহারকারীকে supporting document বোতামে ক্লিক করতে হবে।
তারপর আপনাদের সামনে এরকম একটা স্ক্রিন চলে আসবে যেমনভাবে নিচে দেখানো হয়েছে এবং আপনাদের সমস্ত ডকুমেন্টসগুলো যেগুলো যেগুলো আপনারা সাবমিট করেছেন সেগুলো দেখাবে ।
ব্যবহারকারীকে অ্যাটাচ ফাইল(গুলি) এ ক্লিক করে ডকুমেন্ট সংযুক্ত করতে হবে এবং ঘোষণা গ্রহণ করুন এবং সংরক্ষণ বোতামে ক্লিক করে অ্যাপ্লিকেশনটি সংরক্ষণ করুন।
এখন ব্যবহারকারী আবেদন জমা সম্পূর্ণ করতে Submit এ ক্লিক করতে হবে।
যখনই আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন তখনই আপনাকে আপনার যেই ড্যাশবোর্ড রয়েছে সেখানে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকেই আপনি যদি চান আপনার BDO Income Certificate ডাউনলোড করে নিতে পারেন।
এভাবেই আপনি খুব সহজেই আপনার নিজের মোবাইল বা কম্পিউটার দিয়ে BDO Income Certificate Online 2024 এর মাধ্যমে করে নিতে পারেন যদি আপনাদের এই প্রতিবেদনটি ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের এই পেজটাকে ফলো করে রাখুন এবং আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।