উচ্চ মাধ্যমিক বাংলা কবিতা সাজেশন 2023 বাংলা কবিতা – মহুয়ার দেশ

Published On:

উচ্চ মাধ্যমিক বাংলা কবিতা সাজেশন 2023 বাংলা কবিতা – মহুয়ার দেশ

MCQ প্রশ্নোত্তর [ মান ১ ]
সঠিক উত্তরটি নির্বাচন করো
“অন্ধকারে ধূসর ফেনায়” – কবির কোন মানসিকতা এখানে প্রকাশিত হয়েছে ?
(ক) নিরাশাবাদী (খ) আশাবাদী (গ) জীবন ও জগতের রূঢ় বাস্তবতায় বিভ্রান্ত (ঘ) অনুভূতিহীন মানুষ
Ans. (গ) জীবন ও জগতের রূঢ় বাস্তবতায় বিভ্রান্ত

অলস সূর্য কোথায় আগুন জ্বালায় ?
(ক) মহুয়ার দেশে (খ) জলের অন্ধকারে (গ) মানুষের মনে (ঘ) প্রভাত শিশিরে
Ans. (খ) জলের অন্ধকারে

“আমার ক্লান্তির ওপর ঝরুক….” (শূন্যস্থান পূরণ করো)
(ক) মহুয়ার গন্ধ (খ) মহুয়ার ফুল (গ) মহুয়ার দেশ (ঘ) মহুয়া
Ans. (খ) মহুয়ার ফুল

মহুয়ার দেশে রাত্রির নির্জনতাকে কে আলোড়িত করে?
(ক) দেবদারুর ছায়া (খ) সমুদ্রের গর্জন (গ) মহুয়ার গন্ধ (ঘ) সমুদ্রের দীর্ঘশ্বাস
Ans. (ঘ) সমুদ্রের দীর্ঘশ্বাস

‘মেঘ-মদির মহুয়ার দেশ’ কোথায় আছে?
(ক) অনেক অনেক দূরে (খ) খুব খুব কাছে (গ) পথের দু’ধারে (ঘ) নির্জন অরণ্যে
Ans. (ক) অনেক অনেক দূরে

“অবসন্ন মানুষের শরীরে দেখি”– কবি কী দেখেন?
(ক) ধুলোর কলঙ্ক (খ) আঘাতের চিহ্ন (গ) রক্তের দাগ (ঘ) কাদার চিহ্ন
Ans. (ক) ধুলোর কলঙ্ক

“ঘুমহীন তাদের চোখে হানা দেয়।” কী হানা দেয়?
(ক) ক্লান্ত দুঃস্বপ্ন (খ) কয়লাখনির শব্দ (গ) নিবিড় অন্ধকার (ঘ) সূর্যের আলো
Ans. (ক) ক্লান্ত দুঃস্বপ্ন

“ধোঁয়ায় বঙ্কিম নিঃশ্বাস…” বলতে বোঝানো হয়েছে
(ক) নাগরিক সমস্যা (খ) নাগরিক জীবনের মালিন্যকে (গ) বঙ্কিমচন্দ্রের নিঃশ্বাসকে (ঘ) কবির হতাশ্বাসকে
Ans. (খ) নাগরিক জীবনের মালিন্যকে

“শিশিরে ভেজা সবুজ সকাল” বলতে বোঝানো হয়েছে—
(ক) শিশির ও সবুজ রঙে চোবানো একটি মশাল (খ) শিশির মাখা সবুজ গাছপালায় মোড়া একটি সকাল (গ) সুন্দর সকাল (ঘ) চিত্রে স্থির নিসর্গ
Ans. (খ) শিশির মাখা সবুজ গাছপালায় মোড়া একটি সকাল

‘মহুয়ার দেশ’ কবিতাটির রচয়িতা
(ক) সমর সেন (খ) শক্তি চট্টোপাধ্যায় (গ) মৃদুল দাশগুপ্ত (ঘ) জীবনানন্দ দাশ
Ans. (ক) সমর সেন

সমস্তক্ষণ মহুয়ার দেশে পথের দু’ধারে কে ছায়া ফেলে ?
(ক) মহুয়া (খ) দেবদারু (গ) নিঃসঙ্গতা (ঘ) ক্লান্তি
Ans. (খ) দেবদারু

“অলস সূর্য দেয় এঁকে”– অলস সূর্য কী এঁকে দেয়?
(ক) প্রকৃতির ছবি (খ) মানুষের ছবি (গ) নিজের ছবি (ঘ) জলস্রোতে গলিত সোনার মতো উজ্জ্বল আলোর
Ans. (ঘ) জলস্রোতে গলিত সোনার মতো উজ্জ্বল আলোর

অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর [মান ১]

“ঘুমহীন তাদের চোখে হানা দেয় কীসের ক্লান্ত দুঃস্বপ্ন”– কাদের কথা বলা হয়েছে?
Ans. আলোচ্য অংশে মহুয়ার দেশের অধিবাসী অবসন্ন মানুষদের কথা বলা হয়েছে।

“ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে”— বলতে কী বোঝানো হয়েছে?
Ans. ‘ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস’ বলতে স্বপ্নময় প্রকৃতি-প্রধান ‘মহুয়ার দেশ’-এর বিপরীতে কয়লাখনি থেকে উঠে আসা নাগরিক সভ্যতার বিষবাষ্পের কথাই বোঝানো হয়েছে।

“অলস সূর্য দেয় এঁকে গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ’- কোন কবিতার অংশ?
Ans. আলোচ্য অংশটি সমর সেন রচিত ‘মহয়ার দেশ’ শীর্ষক কবিতা থেকে নেওয়া হয়েছে।

“অলস সূর্য দেয় এঁকে”–‘অলস সুর্য’ কী আঁকে, সূর্যকে অলস’ বলার কারণ কী ?
Ans. ‘অলস সূর্য’ সন্ধ্যার জলস্রোতে গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ এঁকে দেয়। অস্তগামী সূর্যের দীপ্তি স্তিমিত বলেই সন্ধ্যার সূর্যকে ‘অলস’ বলা হয়েছে।

“রাত্রের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে”- উৎস নির্দেশ করো।
Ans. আলোচ্য অংশটি কবি সমর সেনের ‘মহুয়ার দেশ’ শীর্ষক কবিতা থেকে নেওয়া হয়েছে।

মহুয়ার দেশ’ কবিতায় অবসন্ন মানুষদের শরীরে কী দেখা যায় ?
Ans. কবি সমর সেনের ‘মহুয়ার দেশ’ কবিতায় অবসন্ন মানুষদের শরীরে ধুলোর কলঙ্ক দেখা যায়।

“আমার ক্লান্তির ওপর ঝরুক মহুয়া-ফুল”—এখানে ‘মহুয়ার ফুল’ কীসের প্রতীক?
Ans. আলোচ্য পঙক্তিতে উল্লিখিত ‘মহুয়া ফুল’ রোমান্টিক উপাদানের প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে যে রোমান্টিক উপাদান কবির জীবনের ক্লান্তি অপনোদন করতে পারবে।

মহুয়ার দেশের মানুষদের ঘুমহীন চোখে কী দেখা যায় ?
Ans. মহুয়ার দেশের মানুষদের ঘুমহীন চোখে দেখা যায় ক্লান্ত দুঃস্বপ্ন।

“ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস” কীভাবে কবির কাছে আসে ?
Ans. দরিদ্র আশ্রয়হীন মানুষের কাছে তীব্র শীতের দুঃস্বপ্নের মতো ‘ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস’ কবির কাছে আসে।

“নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি”– কী শোনার কথা বলা হয়েছে?
Ans. এখানে কয়লাখনির বিশাল শব্দের কথা বলা হয়েছে।

সন্ধ্যার জলস্রোতে উজ্জ্বল আলোর স্তম্ভ কে এঁকে দেয় ?
Ans. সন্ধ্যার জলস্রোতে অস্তান্মুখ সূর্য উজ্জ্বল আলোর স্তম্ভ এঁকে দেয়।

রচনাধর্মী প্রশ্নোত্তর [মান ৫]
“অনেক, অনেক দূরে আছে মেঘ-মদির মহুয়ার দেশ”– মহুয়ার দেশ’-এর কী বর্ণনা কবি দিয়েছেন? এই ‘মহুয়ার দেশ’ কীভাবে কবির চেতনাকে প্রভাবিত করেছে, তা নিজের ভাষায় লেখো।
অথবা, ‘মহুয়ার দেশ’ কবিতায় কবি প্রাকৃতিক সৌন্দর্যের যে চিত্র তুলে ধরেছেন, তা আলোচনা করো।
অথবা, ‘মহুয়ার দেশ’ কবিতার মধ্য দিয়ে কবি কী বলতে চেয়েছেন?
“ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে / শীতের দুঃস্বপ্নের মতো।” উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো।

× close ad