Durga puja permission application 2024 | Durga puja permission 2024 | Puja permission form fill up

Last Updated:

Durga puja permission application 2024

দুর্গাপূজা করতে গেলে সমস্ত ক্লাব এবং সমিতির একটি করে পারমিশন নিতে হয় সে যেমন পুজো করুক না কেন ছোট বড় কিংবা মাঝারি দুর্গা পূজা করলেই সরকারি তরফ থেকে একটা পারমিশন সবাইকে নিতে হবে পারমিশন না নিলে কিন্তু আপনারা এই দূর্গা পূজাটা সফলভাবে করতে পারবেন না।

দুর্গা পূজার পারমিশন নিতে গেলে কি কি করতে হবে? কোথায় কোথায় ফরম ফিলাপ করতে হবে? কি কি ডকুমেন্টস লাগবে তা কিন্তু অবশ্যই সবাইকে জানতে হবে না হলে durga puja permission নিতে পারবেন না আপনারা।

আপনারা সবাই জানেন Durga puja permission নিলে সরকারের তরফ থেকে বেশ কিছুটা পুজো করার জন্য সাহায্য পাওয়া যায়। তা কিন্তু শুধুমাত্র রেজিস্টার ক্লাব বা সমিতিতে ই পাবেন। প্রতিবছরই কিন্তু রাজ্য সরকার দূর্গা পূজার জন্য কিছুটা মূল্য দিয়ে থাকে সমস্ত ক্লাবকে এবং সেই মূল্য দিয়ে কিন্তু অনেকটাই পুজোর কাজ হয়ে যায় ক্লাবের তাই durga puja permission নিতে হবে সমস্ত ক্লাব বা সমিতিকে।

Durga puja permission documents?

  1. A no objection certificate (NOC) from the local police station
  2. A job undertaken letter from a licensed electrician
  3. A site plan of the Puja Pandal
  4. A photocopy of the last year’s Puja Permission
  5. A statement of loudspeakers, boxes, and amplifiers at the Puja venue
  6. Land information
  7. A WBSEDCL form
  8. Fire and emergency services

Durga puja permission Apply

Durga puja permission দুটি ভাবে নেওয়া যায় একটা হচ্ছে অফলাইনে এবং অন্যটি হচ্ছে অনলাইনে। অফলাইনে নেওয়ার জন্য নিজ নিজ গ্রাম পঞ্চায়েতের হলে পঞ্চায়েতে এবং মিউনিসিপালিটি হলে মিউনিসিপালিটিতে যোগাযোগ করতে হবে।
আর অনলাইনে করতে হলে আপনাদের উপর দেওয়া সমস্ত ডকুমেন্টস জোগাড় করতে হবে তারপর অনলাইনের মাধ্যমে আপনাকে রেজিস্টার করতে হবে এবং রেজিস্টার করার পর যে ফর্মটি আসবে সেই ফর্মটি সম্পূর্ণ ফিলাপ করতে হবে।
প্রত্যেক ডিস্ট্রিকের জন্য আলাদা আলাদা ওয়েবসাইট আছে যে ওয়েবসাইট গুলো কমেন্ট তৈরি করা। সেই সমস্ত ওয়েবসাইটিকে আপনাকে durga puja permission অ্যাপ্লিকেশন করতে হবে।

Green Puja Online Application

Application link

আপনি যেই ডিস্ট্রিক্ট বসবাস করছেন সেই ডিস্ট্রিক্টকে একটি অফিসিয়াল ওয়েবসাইট থাকবে সেই ওয়েব সাইটে গিয়ে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে যে ডিস্ট্রিক্ট আপনি হোন না কেন সেই ডিস্ট্রিক্ট এর একটি অফিসিয়াল ওয়েবসাইট থাকবেই সেই ওয়েবসাইটেই আপনাকে যেতে হবে।।
নিচে আমরা কিছু কিছু ডিস্ট্রিকে অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে দিচ্ছি যেখানে ক্লিক করে ই আপনারা এই কাজটি করতে পারেন

Durga puja permission District

Leave a Comment

× close ad