Dakshin Dinajpur icds Recruitment 2024 :- এত তারা এত দ্বারা জানানো যাচ্ছে যে বংশীহারী সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে অঙ্গনারী সরকার পদে নিযুক্তির জন্য কেবলমাত্র বংশীহারী সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প এলাকার অর্থাৎ বংশীহারী পঞ্চায়েত সমিতির অন্তর্গত গ্রাম পঞ্চায়েত সমূহের স্থায়ী বাসিন্দা কেবলমাত্র মহিলারা এমন প্রার্থী তথা আবেদনকারীদের নিকট হতে আবেদন পত্র আহবান করা হচ্ছে। এই নিয়োগ সম্পূর্নরূপে স্বেচ্ছাসেবক মূলক। এই কাজে নিজেকে ব্যক্তি অনুমতি সরকারি কর্মী হিসেবে গণ্য হবে না অঙ্গনারী সহায়িকা পদে সরকার অনুমোদিত হারে প্রতিমাসে সাম্মানিক ভাতা সহ অতিরিক্ত ভাতা প্রদান করা হবে। বর্তমানে অঙ্গনারী সরকারের চালু সাম্মানিকতার পরিমাণ মাসিক ২২৫০ টাকা ও অতিরিক্ত ভাতার পরিমাণ মাসে ৪০৫০ টাকা। Dakshin Dinajpur icds Recruitment 2024
স্মারকসংখ্যা : ১৯/আইসিডিএস (বিএএনএস)
Dakshin Dinajpur icds Recruitment 2024
সরাসরি নিয়োগের মাধ্যমে শূন্য পদ অনুযায়ী সংরক্ষণ বিন্যাস
গ্রাম পঞ্চায়েত | মোট পদ |
---|---|
বজ্রবল্লভপুর | ০৫ |
এলাহাবাদ | ০৬ |
গাংগুরিয়া | ০২ |
আড়ও পড়ুন :- RRB Recruitment 2024
নিম্নতম শিক্ষাগত যোগ্যতা
আবেদনের তারিখকে ভিত্তি করে অঙ্গনারী কর্মী পদের ক্ষেত্রে প্রার্থীদের যে কোন স্বীকৃত বোর্ড ের থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা পাশ হতে হবে। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা প্রার্থী পদের ক্ষেত্রে কোন অন্তরায় হবে না।
বয়স
২০২৪ তারিখে আর থেকে নিম্নতম 18 বছর বয়সে হতে হবে। তিনি উক্ত ০১/০১০২০২৪ তারিখে কোনমতেই ৩৫ বছরের বেশি বয়স হতে পারবেনা।
স্থায়ী বাসস্থান সংক্রান্ত শর্ত
পাখি প্রার্থী যে গ্রাম পঞ্চায়েত অঙ্গনারী সরকার পদের জন্য আবেদন করবেন তাকে অবশ্যই সেই গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা হতে হবে। স্থায়ী বাসস্থান সংক্রান্ত প্রমাণপত্র হিসেবে প্রার্থীর ভোটার কার্ড বিবেচনা করা হবে। Dakshin Dinajpur icds Recruitment 2024
পরীক্ষা
সকল আবশ্যিক সত্য পূরণের সাপেক্ষে যোগ্যপাতি তথা আবেদনকারীদের পরীক্ষার মাধ্যমে নির্বাচিত করা হবে পরীক্ষার পূর্ণমান ১০০। প্রথমে ৯০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে লিখিত পরীক্ষা হবে দু’ঘণ্টার। লিখিত পরীক্ষায় পাশ করলে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে মৌখিক পরীক্ষা হবে ১০ নম্বরের।
আবেদন কি করে করবেন এবং আবেদনপত্র জমা করার সময়সীমা
আবেদনকারীদের নিম্নলিখিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা করতে হবে ওয়েবসাইটগুলো https://ddinajpur.nic.in/
আবেদন করা শুরুর তারিখ ১৭/১/২০২৪
আবেদন করার শেষ তারিখ ১০/২/২০২৪
For more details, please Check Official Notice.
Visit Official Website:- Click Here