Class 4 Bengali Question & Answer – পরিবেশের উপাদান : জীবজগৎ
২০২৪ এর যারা পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু এই বাংলার সাজেশনটা তৈরি করা হয়েছে। ২০২৪ এর পরীক্ষার্থীদের যদি আরও কোন সাজেশন লেগে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করুন বা আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন এবং সার্চ বক্সে আপনি আপনার প্রশ্নটি লিখুন দেখবেন তার উত্তর নিচে আপনারা পেয়ে যাবেন এবং সমস্ত সাবজেক্টের সাজেশন প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আমাদের ওয়েব পেজটাকে বুক মার্ক করে রাখুন তাতে তোমাদের সুবিধা হবে। পরিবেশের উপাদান : জীবজগৎ চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বই এর গুরুত্বপূর্ণ প্রশ্ন
চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত হতে পারো টেলিকম চ্যানেলের লিংক নিচে দেওয়া রয়েছে ধন্যবাদ। আমার মা-র বাপের বাড়ি
Class 4 Bengali Question & Answer – পরিবেশের উপাদান : জীবজগৎ
Q1. মাছেরা কী খায়?
উত্তর : পিঁপড়ের ডিম।
Q2. কীসের নীচে পিঁপড়ের ডিম পাওয়া যায়?
উত্তর : ইটের নীচে।
Q3. ইট কী জাতীয় পদার্থ?
উত্তর : জড় পদার্থ।
Q4. ব্যাঙাচি কোথায় দেখা যায়?
উত্তর : পুকুরে ও নালা-নর্দমায়।
Q5. কাঠবেড়ালি কীভাবে পেয়ারা খায়?
উত্তর : হাতে ধরে।
Q6. কাঠবেড়ালির কয়টি পা?
উত্তর : দুটি।
Q7. পায়রা, চড়াই বাসা বাঁধার জন্য কী নিয়ে যায়? পরিবেশের উপাদান : জীবজগৎ
উত্তর : গাছের শুকনো ডাল।
আড়ও পড়ুন :- ক্লাস ৪ প্রশ্ন ও উত্তর
Q8. গন্ধ শুঁকে মাছ খেয়ে যায় কে?
উত্তর :বিড়াল।
Q9. ভোরবেলায় পাখিরা কী করে?
উত্তর : গাছের শুকনো ডাল।
Q8. গন্ধ শুঁকে মাছ খেয়ে যায় কে?
উত্তর :বিড়াল।
Q9. ভোরবেলায় পাখিরা কী করে?
উত্তর : কিচিরমিচির করে।
Q10. কয়েকটি পাখির নাম লেখো।
উত্তর : পায়রা, চড়াই, ময়না, টুনটুনি, শালিক।
Q11. পাহাড়ে কোন কোন গাছ দেখা যায়?
উত্তর : ঝাউ, পাইন, ফার ইত্যাদি।
Q12. খাদ্য কাদের প্রয়োজন?
উত্তর : সবরকম জীবদের।
Q13. সাপ কী খায়?
উত্তর : ইঁদুর, ব্যাং।
Q14. ব্যাং কী খায়? পরিবেশের উপাদান : জীবজগৎ
উত্তর : পোকামাকড়।
Q15. ঘাস খায় কে কে?
উত্তর :গোরু, ছাগল, মোষ, হরিণ, ভেড়া ইত্যাদি।
Q16. পরিবেশ টিকে থাকে কীভাবে? পরিবেশের উপাদান : জীবজগৎ
উত্তর : সবাই সবার ওপর নির্ভর করে।
Q17. পানা কীভাবে পরিষ্কার করা হয়?
উত্তর : আগে খড় বেঁধে বিরাট লম্বা দড়ি তৈরি করা হয়। এরপর ওই দড়ি পুরো পুকুর জুড়ে বিছিয়ে দিতে হয়। এবার দু-দিক দিয়ে ধীরে ধীরে টান দিলে পানাগুলি পুকুরপাড়ে জড়ো হয়।
Q18. ফণীমনসা, জিওল, শিমুল, পলাশ, গরান গাছের একটি করে বৈশিষ্ট্য লেখো।
উত্তর : ফণীমনসার গায়ে কাঁটা, জিওল গাছে আঠা, শিমুল গাছে তুলো, পলাশ গাছে আগুন-রঙা ফুল, গরান গাছের কাঠ।
Q19. মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণ যন্ত্র কাকে বলে? পরিবেশের উপাদান : জীবজগৎ
উত্তর : যে যন্ত্রের সাহায্যে খুব ছোটো জিনিসকে বড়ো করে দেখা যায়, যাদের খালি চোখে দেখা যায় না, তাকে মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণ যন্ত্র বলে।
Q20. প্রাণীর বিভিন্ন বৈশিষ্ট্যগুলি কী কী ?
উত্তর : কোনো প্রাণী উড়ে বেড়ায়, কেউ সাঁতার কাটে, কেউ চারপায়ে হাঁটে, কেউ দু-পায়ে, কেউ বুকে হেঁটে চলে, কেউ পাতায় থাকে, কেউ থাকে জলে, কেউবা থাকে মাটির নীচে। এদের নানারকম রং। পরিবেশের উপাদান : জীবজগৎ
Q21. কোন প্রাণীকে স্পর্শ করলে গুটিয়ে যায়?
উত্তর : কেন্নো।
Q22. শিরদাঁড়া নেই এমন কয়েকটি প্রাণীর নাম লেখো।
উত্তর : আরশোলা, পোকামাকড়, কেঁচো, কৃমি, কেন্নো ইত্যাদি।
Q23. শিরদাঁড়া আছে এমন কয়েকটি প্রাণীর নাম লেখো।
উত্তর : মাছ, ব্যাং, সাপ, পাখি, বাঘ, মানুষ ইত্যাদি।
Q24. কোন্ প্রাণী রং বদলায়? পরিবেশের উপাদান : জীবজগৎ
Q18. ফণীমনসা, জিওল, শিমুল, পলাশ, গরান গাছের একটি করে বৈশিষ্ট্য লেখো।
উত্তর : ফণীমনসার গায়ে কাঁটা, জিওল গাছে আঠা, শিমুল গাছে তুলো, পলাশ গাছে আগুন-রঙা ফুল, গরান গাছের কাঠ।
Q19. মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণ যন্ত্র কাকে বলে?
উত্তর : যে যন্ত্রের সাহায্যে খুব ছোটো জিনিসকে বড়ো করে দেখা যায়, যাদের খালি চোখে দেখা যায় না, তাকে মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণ যন্ত্র বলে।
Q20. প্রাণীর বিভিন্ন বৈশিষ্ট্যগুলি কী কী ? পরিবেশের উপাদান : জীবজগৎ
উত্তর : কোনো প্রাণী উড়ে বেড়ায়, কেউ সাঁতার কাটে, কেউ চারপায়ে হাঁটে, কেউ দু-পায়ে, কেউ বুকে হেঁটে চলে, কেউ পাতায় থাকে, কেউ থাকে জলে, কেউবা থাকে মাটির নীচে। এদের নানারকম রং।
Q21. কোন প্রাণীকে স্পর্শ করলে গুটিয়ে যায়?
উত্তর : কেন্নো।
Q22. শিরদাঁড়া নেই এমন কয়েকটি প্রাণীর নাম লেখো। পরিবেশের উপাদান : জীবজগৎ
উত্তর : আরশোলা, পোকামাকড়, কেঁচো, কৃমি, কেন্নো ইত্যাদি।
Q23. শিরদাঁড়া আছে এমন কয়েকটি প্রাণীর নাম লেখো।
উত্তর : মাছ, ব্যাং, সাপ, পাখি, বাঘ, মানুষ ইত্যাদি।
Q24. কোন্ প্রাণী রং বদলায়?
উত্তর : গিরগিটি। পরিবেশের উপাদান : জীবজগৎ
Q25. কোন প্রাণীর গায়ের রং পরিবেশ অনুসারে তৈরি?
উত্তর : সাপ।
Q26. কোন প্রাণীর গায়ে কাঁটা আছে?
উত্তর : শজারুর।
Q27. শজারুর গায়ে কাঁটা কেন?
উত্তর : কেউ যাতে মারতে না পারে।
Q28. বাঘের ডোরাকাটা দাগ আছে কেন?
উত্তর : নিজেকে বাঁচাতে।
Q29. ভালুকের থাবায় নখ আছে কেন?
উত্তর : নিজেকে বাঁচাতে।
Q30. হাতির শুঁড় ও দাঁত আছে কেন?
উত্তর : নিজেকে বাঁচাতে।
Q31. মাছে আঁশ থাকে কেন?
উত্তর : বাইরের আঘাত থেকে বাঁচতে।
Q32. শিঙি মাগুরের কাঁটা সূচালো কেন?
উত্তর : শত্রুরা যাতে ধরতে না পারে।
Q33. জলে কী কী থাকে?
উত্তর : মাছ, কাঁকড়া, চিংড়ি, শামুক, কচ্ছপ, কুমির ইত্যাদি।
Q34. বাঘ কেন বিলুপ্ত হবে?
উত্তর : মানুষ নির্বিচারে জঙ্গল কাটছে। বাঘের থাকার জায়গা কমছে। জঙ্গলের হরিণ, শুয়োর সব কমছে। চোরাশিকারিরা বাঘের চামড়া, নখ, হাড় এসবের লোভে বাঘ মারছে। তাই বাঘ বিলুপ্ত হচ্ছে।
Q35. বাঘ ছাড়া আর কোন্ কোন্ প্রাণী বিলুপ্ত হতে পারে?
উত্তর : সোনা ব্যাং, গন্ডার, বুনো মোষ, নানা ধরনের বাঁদর, পাখি, সাপ ইত্যাদি বিলুপ্ত হতে পারে।
Q36. সংরক্ষণ কাকে বলে?
উত্তর : যে যে কারণে জীবদের সংখ্যা কমে সেইসব কারণগুলি যাতে না ঘটে তার ব্যবস্থা করাকেই সংরক্ষণ বলে।
Q37. সংরক্ষণ করতে গেলে কী কী ব্যবস্থা নিতে হয়?
উত্তর : বনজঙ্গল না কাটা, সেখানে প্রাণীদের খাবার ও তেষ্টার জল যাতে যথেষ্ট পরিমাণে থাকে তার ব্যবস্থা করা, চোরাশিকারিরা যাতে তাদের মারতে না পারে সেদিকে লক্ষ রাখা।
Q38.বন্যেরা বনে সুন্দর কেন?
উত্তর : জঙ্গলে নানা গাছপালার সমাহার। এই জঙ্গলেই থাকে নানারকম জন্তু। সবাই খুব মহানন্দে থাকে। কেউ থাকে গাছের ওপরে, কেউ থাকে নীচে। তারা বড়ো বড়ো গাছগুলির আড়ালে লুকিয়ে থেকে শিকার করে। কেউ গাছের ফলমূল খায়। কেউবা অন্য প্রাণীকে মেরে খায়।
Q39. ডোডো পাখি কী?
উত্তর : প্রায় পাঁচশো বছর আগে ভারত মহাসাগরের বুকে মরিশাস নামে একটা ছোট্ট দ্বীপ ছিল। তখন অনেক পশুপাখি ছিল। তাদের মধ্যে হাঁসের মতো দেখতে এক সুন্দর পাখি ছিল। তার নাম ডোডো পাখি। এখন তারা হারিয়ে গেছে।
Q40. বিলুপ্ত প্রাণী কাকে বলে?
উত্তর : আগে আমাদের কতরকম প্রাণী ছিল। তার মধ্যে যেসব প্রাণী একেবারে হারিয়ে গেছে তাদের বলে বিলুপ্ত প্রাণী। তাদের আর ফিরে পাওয়া যাবে না। সেসব আজ ইতিহাস হয়ে গেছে।
Q41.কারা এখন ভীষণ বিপন্ন?
উত্তর : আমাদের চারপাশেও এমন বেশ কিছু প্রাণী রয়েছে যাদের সংখ্যা কমে যাচ্ছে। আমরা যদি সচেতন না হই তাহলে তারাও একদিন হারিয়ে যাবে। তারাই এখন ভীষণ বিপন্ন।
১। সঠিক উত্তরটি নির্বাচন করো :
(A) পিঁপড়ের ডিম হল —
(i) গাছের খাদ্য (ii) মাছের খাদ্য (iii) মানুষের খাদ্য (iv) গোরুর খাদ্য।
(B) ইট যে জাতীয় পদার্থ তা হল—
(i) জীব (ii) সরীসৃপ (iii জড় (iv) কোনোটিই নয়।
(C) বিড়ালের প্রিয় খাদ্য কী?—
(i) মাছ (ii) ভাত (iii) ডাল (iv) রুটি।
(D) চড়াই বাসা বাঁধে কীসের সাহায্যে? —
(i) পাতা দিয়ে (ii) খড় দিয়ে (iii) ঘাস দিয়ে (iv) গাছের ডাল দিয়ে।
(E) পাহাড়ে যে গাছ দেখা যায় তা হল —
(i) আম (ii) জাম (iii) পেপে (iv) পাইন।
(F) স্যাঁতস্যাতে জায়গার জন্মায় এমন গাছ হল —
(i) বট গাছ (ii) ব্যাঙের ছাতা (iii) ক্যাকটাস (iv) সবগুলিই।
(G) দেয়ালে চলাচল করে কোন প্রাণী?—
(i) টিকটিকি (ii) কুমির (iii) অ্যামিবা (iv) বাঘ।
(H) বাড়ির ফাঁকা জায়গায় থাকে যে প্রাণীটি তা হল —
(i) মাছ (ii) পায়রা (iii) কেঁচো (iv) গোরু।
(I) বাঘের ডোরাকাটা দাগ আছে কেন?—
(i) সৌন্দর্যের জন্য (ii) মানুষকে ভয় দেখানোর জন্য (iii) নিজেকে বাঁচানোর জন্য (iv) কোনোটিই নয়।
(J) ডোডো পাখি দেখতে কেমন?—
(ii) হাঁসের মতো সুন্দর (ii) কাকের মতো কালো (iii) পায়রার মতো সুন্দর (iv) সবকটি।
(K) ‘বন্যেরা বনে সুন্দর’ কথাটি কাদের বলা হয়েছে?—
(i)জঙ্গলে উদ্ভিদ ও প্রাণীদের (ii) গ্রামের উদ্ভিদের (iii) গ্রামের প্রাণীদের (iv) শহরের উদ্ভিদ ও প্রাণীদের।