Class 4 Bengali Question & Answer – দক্ষিণমেরু অভিযান লেখক নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়
দক্ষিণমেরু অভিযান যদি কোন কিছু বাদ পড়ে যায় তাহলে কিন্তু তোমরা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে। আমরা এই যে সাজেশন তৈরি করে দিলাম এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সমস্ত পরীক্ষার্থীদের জন্য তো অবশ্যই কিন্তু পুলিশ সাজেশনটা আপনারা কমপ্লিট করে নেবেন কারণ সমস্ত প্রশ্ন মাথায় রেখে এই সাজেশনটা তোমাদের জন্য তৈরি করা হয়েছে নিচে পিডিএফও দেওয়া রয়েছে অবশ্যই তোমরা পিডিএফ তাকে ডাউনলোড করে নেবে এবং তোমাদের বন্ধু-বান্ধবের সাথে অবশ্যই শেয়ার করে দেবে। আমি সাগর পাড়ি দেবো
যদি কারো কোন কিছু জানার থাকে বা বলার থাকে দক্ষিণমেরু অভিযান অবশ্যই নিজের কমেন্ট বক্সটিতে ক্লিক করে কমেন্ট করে দেবেন তাহলে আমাদেরও বুঝতে সুবিধা হবে কার কোথায় অসুবিধা রয়েছে বা সুবিধা হচ্ছে।দক্ষিণমেরু অভিযান
আশা করব দক্ষিণমেরু অভিযান সম্পূর্ণ সাজেশনটা তোমাদের খুব কাজে আসবে তাই অনেক কষ্ট করে এই সাজেশনটা বানানো হয়েছে।
২০২৪ এর যারা পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু এই অংকে সাজেশনটা তৈরি করা হয়েছে। ২০২৪ এর পরীক্ষার্থীদের যদি আরও কোন সাজেশন লেগে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করুন বা আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন এবং সার্চ বক্সে আপনি আপনার প্রশ্নটি লিখুন দেখবেন তার উত্তর নিচে আপনারা পেয়ে যাবেন এবং সমস্ত সাবজেক্টের সাজেশন প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আমাদের ওয়েব পেজটাকে বুক মার্ক করে রাখুন তাতে তোমাদের সুবিধা হবে।
চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত হতে পারো টেলিকম চ্যানেলের লিংক নিচে দেওয়া রয়েছে ধন্যবাদ।
Class 4 Bengali Question & Answer – দক্ষিণমেরু অভিযান
১. দক্ষিণমেরু অভিযান রচনাংশটি লেখকের কোন বই থেকে নেওয়া?
উত্তর :লেখকের নতুন যুগের মানুষ বই থেকে নেওয়া।
২ .তাঁর লেখা আরও দুটি বইয়ের নাম লেখো।
উত্তর : দুর্গম পথে, দুঃখজয়ীর দল।
৩. শূন্যস্থান পূরণ করো : দক্ষিণমেরু অভিযান
৩.১ স্কট ১৮৬৮ সালে জন্মগ্রহণ করেন।
৩.২ ছেলেবেলা থেকে স্কট জাহাজে কাজ শিখতেন।
৩.৩ প্রত্যেক তাঁবুর উপর একটা করে পতাকা গুঁজে রাখা হল।
৩.৪ ১৯১০ সালের জুন মাসের প্রথম দিকে দলবল নিয়ে স্কট টেরানোভা জাহাজে করে দক্ষিণমেরুর পথে আবার যাত্রা করলেন।
৩.৫ ক্যাপ্টেন স্কট-এর মৃতদেহের সঙ্গে তাঁর ডায়ারিও পাওয়া যায়।
৪. গল্পটিতে যে ইংরেজি মাসের নামগুলি পেয়েছ সেগুলি সাজিয়ে লেখো। সেই সেই মাসের ঘটনাগুলি পাশাপাশি উল্লেখ করো।
উত্তর :জুন➙ ১৮৬৮ খ্রিস্টাব্দের ৫ জুন ইংল্যান্ডের ডিভনশায়ারের এক গ্রামে স্কট জন্মগ্রহণ করেন। ১৯১০ সালের জুন মাসের প্রথম দিকে স্কট টেরানোভা জাহাজে দক্ষিণমেরুর পথে শেষবারের মতো যাত্রা করেন।
ফেব্রুয়ারি➙ ১৯০১ সালের আগস্ট মাসে ডিসকভারি নামক জাহাজে স্কট তাঁর দলবল নিয়ে ইংল্যান্ড থেকে দক্ষিণমেরুর দিকে যাত্রা করেন।
নভেম্বর➙ ১৯০২ সালে শ্লেজযাত্রার আয়োজন হয়ে গেল।
১৯১১ সালের সেপ্টেম্বর➙ স্কট প্রায় ৩৫০ মাইল দূরত্বে দক্ষিণমেরু পৌঁছোলেন।
জানুয়ারি➙ ১৯১২ সালের ১৮ জানুয়ারি স্কট পাঁচজন সঙ্গীকে নিয়ে দক্ষিণমেরুতে উপস্থিত হলেন।
ফেব্রুয়ারি➙ ১৯০২ সালের ফেব্রুয়ারি মাসে ক্যাপ্টেন স্কট কিং এডওয়ার্ড দ্বীপে নোঙর ফেলে রইলেন।
৫. দক্ষিণমেরু অভিযানে ক্যাপ্টেন স্কটের সাহায্যকারী কোন্ কোন্ ব্যক্তির নাম পেয়েছ তার একটি তালিকা প্রস্তুত করো।
উত্তর : স্যার আর্নস্ট স্যাকলটন, উইলসন, ইভানস, লাসলি, ওটস।
৬. বাক্যরচনা করো :
শ্লেজ, আবিষ্কার, গৌরব, ব্যর্থ, সমুদ্রযাত্রা।
উত্তর :শ্লেজ ➙ বরফের দেশে কুকুরের টানা শ্লেজ গাড়িই একমাত্র বাহন।
আবিষ্কার➙ রাইট ভ্রাতৃদ্বয় এরোপ্লেন আবিষ্কার করেন।
গৌরব➙ সুভাষচন্দ্র সমগ্র বাঙালি জাতির গৌরব।
ব্যর্থ➙ প্রাণপণ চেষ্টায় কোনো কাজ করলে তা ব্যর্থ হবে না।
সমুদ্রযাত্রা ➙ আগেকার দিনে পালতোলা নৌকায় নাবিকরা সমুদ্রযাত্রা করতেন।
৮. নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও : দক্ষিণমেরু অভিযান
৮.১ স্কটের পূর্বপুরুষেরা কোথায় চাকরি করতেন?
উত্তর :স্কটের পূর্বপুরুষেরা সামুদ্রিক বিভাগে বড়ো বড়ো চাকরি করতেন।
৮.২ ইংল্যান্ডের দক্ষিণমেরু অভিযানের আয়োজক সংস্থার নাম লেখো।
উত্তর : রয়েল জিয়োগ্রাফিক্যাল সোসাইটি।
৮.৩ প্রথম দক্ষিণমেরু অভিযান কত সালের কোন মাসে শুরু হয়েছিল?
উত্তর : ১৯০১ সালের আগস্ট মাসে।
৮.৪ দক্ষিণমেরু যাত্রায় স্কটের সঙ্গী কারা ছিলেন? মোট কয়টি কুকুর নেওয়া হয়েছিল?
উত্তর : স্যার আর্নস্ট স্যাকলটন, উইলসন। উনিশটা কুকুর নেওয়া হয়েছিল।
৮.৬ এডওয়ার্ড দ্বীপ থেকে দ্বিতীয়বার যাত্রাকালে কারা স্কটের সঙ্গী হয়েছিলেন?
উত্তর : দ্বিতীয়বার যাত্রাকালে স্কটের সঙ্গী ছিলেন ইভানস আর লাসলি।
৮.৭ স্কট আর কত মাইল দূরত্ব অতিক্রম করতে পারলেই দক্ষিণমেরুতে পৌঁছোতে পারতেন?
উত্তর : ৪৬৩ মাইল দূরত্ব অতিক্রম করতে পারলেই স্কট দক্ষিণমেরুতে পৌঁছোতে পারতেন।
৮.৮ ১৯০৮ সালে কে দক্ষিণমেরুর উদ্দেশ্যে যাত্রা করেন?
উত্তর : স্যার আর্নেস্ট স্যাকলটন।
৮.৯ স্যাকলটন আর কতদূর যেতে পারলেই দক্ষিণমেরুতে পৌঁছোতে পারতেন?
উত্তর : আর মাত্র ৯৭ মাইল।
৮.১০ স্কট তৃতীয় অভিযান কত সালে শুরু করেন?
উত্তর : ১৯১০ সালের জুন মাসের প্রথম দিকে।
৯. নীচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর লেখো : দক্ষিণমেরু অভিযান
৯.১ ছেলেবেলা থেকেই সামুদ্রিক অভিযানে স্কটের আগ্রহ ছিল কেন?
উত্তর : স্কটের পূর্বপুরুষরা অনেকেই সামুদ্রিক বিভাগে বড়ো বড়ো চাকরি করে গিয়েছেন। তাই সমুদ্রের প্রতি একটা টান নিয়েই তিনি জন্মগ্রহণ করেন। এই কারণেই ছেলেবেলা থেকে সামুদ্রিক অভিযানে স্কটের আগ্রহ ছিল।
৯.২ স্কট ছাড়া অন্যান্যদের দক্ষিণমেরু আবিষ্কারের অভিযান প্রচেষ্টার কথা লেখো।
উত্তর : স্কট ছাড়া স্যার আর্নেস্ট স্যাকলটন ১৯০৮ সালে নিজের দল নিয়ে দক্ষিণমেরুর দিকে যাত্রা করেন। কিন্তু তিনি ব্যর্থ হয়ে ফিরে আসেন। তিনি প্রায় দক্ষিণমেরুর কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। আরও ৯৭ মাইল যেতে পারলেই তিনিই প্রথম দক্ষিণমেরু আবিষ্কার করার গৌরব অর্জন করতেন। এছাড়াও নরওয়ে দেশের বিখ্যাত আবিষ্কারক আমুন্ডসেন ক্যাপ্টেন স্কট দক্ষিণমেরুতে পৌঁছোবার কয়েক সপ্তাহ আগে সেখানে পৌঁছোন এবং তাদের দেশের পতাকা এবং কাষ্ঠফলক পুঁতে প্রথমবার দক্ষিণমেরু আবিষ্কারের বিজয়বার্তা ঘোষণা করেন।
৯.৩ অভিযান-আবিষ্কারের কাহিনি আমাদের ভালো লাগে কেন?
উত্তর : অজানা পথের উদ্দেশ্যে মানুষের বেরিয়ে পড়ার মধ্যে রয়েছে এক আবিষ্কারের নেশা। নতুন দেশ দেখা ও আবিষ্কার করার মধ্যে থাকে মানুষের পরিশ্রমের কথা। দেশের গৌরবের জন্য তাদের অসাধ্যসাধন আমাদের রোমাঞ্চিত করে। এই পথে এগিয়ে যাওয়ার বিপদের ঘটনাগুলি আমাদের মনে শিহরণ জাগায়, নতুন পথে বেরিয়ে পড়ার প্রেরণা জাগায়৷ তাই অভিযান-আবিষ্কারের কাহিনি আমাদের ভালো লাগে।
Read More Class 4 Suggestion
আমাজনের জঙ্গলে | Click Here |
দুচাকার দুনিয়া | Click Here |
বিচিত্র সাধ | Click Here |
বনের খবর | Click Here |
মালগাড়ি | Click Here |
ছেলেবেলার দিনগুলি | Click Here |
বনভোজন | Click Here |
তোত্তো-চানের অ্যাডভেঞ্চার | Click Here |
আমি সাগর পাড়ি দেবো | Click Here |
দক্ষিণমেরু অভিযান | Click Here |
৯.৪ দক্ষিণমেরু পৌঁছানোর পরও ক্যাপ্টেন স্কট কেন খুশি হতে পারেননি? ফেরার পথে তিনি যে বিপদের সম্মুখীন হয়েছিলেন তা নিজের ভাষায় লেখো।
উত্তর :১৯১২ সালের ১৮ জানুয়ারি দক্ষিণমেরু পৌছে ক্যাপ্টেন স্কট দেখেন, যেখানে তিনি দেশের পতাকা প্রথমে পুঁতবেন বলে ভেবেছিলেন সেখানে নরওয়ে দেশের পতাকা উড়ছে। আর তাদের কয়েক সপ্তাহ আগেই নরওয়ের বিখ্যাত আবিষ্কারক আমুন্ডসেন প্রথম দক্ষিণমেরু আবিষ্কার করার গৌরব অর্জন করে চলে গেছেন। এই ঘটনায় ক্যাপ্টেন স্কট দক্ষিণমেরু পৌঁছেও খুশি হতে পারেননি।
ফেরার পথে ক্যাপ্টেন স্কট ও তাঁর সঙ্গীরা ভয়াবহ বিপদের হয়ে তার জায়গায় জমাট বরফের মুখে পড়েন। হাওয়া বওয়া বন্ধ কণা বইতে থাকে। সেই ভয়াবহ অবস্থার মধ্যে শ্বাসরুদ্ধ অবস্থায় তাঁরা চলতে থাকেন। শুধু বরফের বৃষ্টির মধ্যে, পথের দিশা হারিয়ে, অনাহারে, তাদের সর্বশরীর অবসন্ন হয়ে পড়ে। ধীরে ধীরে মৃত্যুর হিমশীতল স্পর্শে তাদের অঙ্গ শিথিল হয়ে যায়। তারা একে একে মৃত্যুমুখে ঢলে পড়েন।
১০. টীকা লেখো : দক্ষিণমেরু অভিযান
স্লেজ গাড়ি ➙
উত্তর :কুকুরবাহী একপ্রকার যান। গ্রিনল্যান্ড, নরওয়ে, কানাডা এসব দেশের এক-এক অঞ্চলে বরফ জমে থাকে। এই বরফ গলে না। মানুষের যাতায়াতের অসুবিধা হয়। তাদের দেশে চাকাবিহীন এমন এক গাড়ি আছে তাতে দু-একজন লোক বসে যায়, আর তা টেনে নিয়ে চলে কুকুর। সেই দেশের কুকুর এই গাড়ি অনায়াসে টেনে নিয়ে চলে। কোনো গাড়ি একটি কুকুর টেনে নিয়ে যায়। কোনো গাড়ি চার-পাঁচটি কুকুরেও টেনে নিয়ে যায়। সেই গাড়িতে কুকুরের ক্ষমতা অনুযায়ী দুজন বা চারজন যাত্রী বসে যায়।
কিং এডওয়ার্ড দ্বীপ ➙
উত্তর : দ্বীপ শব্দের অর্থ হল চারদিকে জল মাঝখানে স্থল। অর্থাৎ, সমুদ্রের মাঝখানে একটি স্থান যেখানে মানুষজন বা কোনো প্রাণী বেঁচে থাকতে পারে। পৃথিবীতে যা কিছু আছে তাদের সকলেরই নাম আছে। দক্ষিণমেরু অভিযানকারী ব্রিটিশ নাবিক ক্যাপ্টেন স্কট ১৯০২ সালের ফেব্রুয়ারি মাসে কিং এডওয়ার্ড নামক দ্বীপে কিছুদিনের জন্য অবস্থান করেছিলেন।
ডিসকভারি ➙
উত্তর : ডিসকভারি শব্দের অর্থ আবিষ্কার। শব্দটি ইংরেজি discovery. এই ডিসকভারি হল একটি বৃহৎ জাহাজ। ইংল্যান্ডের নাবিক ক্যাপ্টেন স্কট দক্ষিণমেরু অভিযানের উদ্দেশ্যে তাঁর দলবল নিয়ে এই জাহাজে চেপেই সমুদ্রযাত্রা করেছিলেন।
রয়েল জিয়োগ্রাফিক্যাল সোসাইটি ➙
উত্তর :দক্ষিণমেরু হল বরফের দেশ। একশো বছরেরও কিছুকাল আগে পর্যন্ত সেখানে কোনো মানুষ যেতে পারেনি। পৃথিবীর বহু দেশ চেষ্টা করেছে দক্ষিণমেরুতে তাদের লোক পাঠানোর জন্য। কিন্তু পারেনি। তা সত্ত্বেও কোনো দেশের চেষ্টারও অন্ত ছিল না। প্রত্যেক দেশই চাইত আগে সেই উত্তরমেরুতে প্রথম তাদের দেশের পতাকা পুঁতে রেখে বিজয়ের সম্মান লাভ করবে। তাই দক্ষিণমেরু অভিযানের জন্য একটি দল গড়া হচ্ছিল। এই দলের নাম রয়েল জিয়োগ্রাফিক্যাল সোসাইটি। এই সোসাইটির প্রেসিডেন্ট ছিলেন স্যার ক্লেমেন্টস মার্কহাম।
টেরানোভা ➙
উত্তর :দক্ষিণমেরু অভিযানকারী ইংল্যান্ডের নাবিক ক্যাপ্টেন স্কট ১৯০১ সালের আগস্ট মাসে দক্ষিণমেরুর উদ্দেশ্যে সমুদ্রপথে এগিয়ে যান। কিন্তু তিনি বিফল হয়ে ফিরে আসেন। তারপর তিনি দ্বিতীয়বার দক্ষিণমেরু জয়ের স্বপ্নে ১৯১০ সালের জুন মাসে যে জাহাজে করে যাত্রা করেন তার নাম ‘টেরানোভা’।
স্কট ➙
উত্তর : ইংল্যান্ডের ডিভনশায়ারের এক গ্রামে ১৮৬৮ খ্রিস্টাব্দের ৫ জুন স্কট জন্মগ্রহণ করেন। তাঁর পূর্বপুরুষেরা সামুদ্রিক বিভাগে বড়ো বড়ো চাকরি করতেন বলে সমুদ্রের প্রতি তাঁর ছিল একটা প্রবল আকর্ষণ। সেইজন্য ছেলেবেলা থেকে তিনি জাহাজের কাজে যোগদান করে সমুদ্রযাত্রা করেন। তিনি ইংল্যান্ডের একটি মেরু অভিযানকারী দলের হয়ে প্রথমে ১৯০১ সালের আগস্ট মাসে দক্ষিণমেরুর উদ্দেশ্যে পাড়ি দেন। কিন্তু কোনোভাবেই আর বরফের দুর্লঙ্ঘ্য প্রাচীর ডিঙিয়ে তিনি দক্ষিণমেরুতে পৌঁছতে পারেননি। এরপর দশ বছর পর ১৯১০ সালের জুন মাসে দক্ষিণমেরু অভিযানে বেড়িয়ে পড়েন। ১৯১২ সালের ১৮ জানুয়ারি দক্ষিণমেরু পৌঁছে যান। কিন্তু তার কয়েকদিন আগেই নরওয়ের এক নাবিক সেই দেশের পতাকা পুঁতে রেখে গিয়েছেন দেখে হতাশ হয়ে তাঁর দলবল নিয়ে ফিরে আসেন। ফিরে আসার পথে তিনি বরফের ঝড়ে এমনভাবে আক্রান্ত হন যে তিনি ও তাঁর দলবল সকলেই বরফের মধ্যে মারা যান।