Class 4 Bengali Question & Answer – অ্যাডভেঞার বর্ষায়

Published On:

Class 4 Bengali Question & Answer – অ্যাডভেঞার বর্ষায় মণীন্দ্র গুপ্ত

২০২৪ এর যারা পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু এই অংকে সাজেশনটা তৈরি করা হয়েছে। ২০২৪ এর পরীক্ষার্থীদের যদি আরও কোন সাজেশন লেগে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করুন বা আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন এবং সার্চ বক্সে আপনি আপনার প্রশ্নটি লিখুন দেখবেন তার উত্তর নিচে আপনারা পেয়ে যাবেন এবং সমস্ত সাবজেক্টের সাজেশন প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আমাদের ওয়েব পেজটাকে বুক মার্ক করে রাখুন তাতে তোমাদের সুবিধা হবে।

চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত হতে পারো টেলিকম চ্যানেলের লিংক নিচে দেওয়া রয়েছে ধন্যবাদ। অ্যাডভেঞার বর্ষায়

Class 4 Bengali Question & Answer – অ্যাডভেঞার বর্ষায়

১. মণীন্দ্র গুপ্ত কোন পত্রিকা সম্পাদনা করতেন?
উত্তর :মণীন্দ্র গুপ্ত ‘পরমা’ পত্রিকা সম্পাদনা করতেন।

২. তাঁর লেখা একটি বইয়ের নাম লেখো।
উত্তর : তাঁর লেখা একটি বই হল ‘চাঁদের ওপিঠে’।
৩. অনধিক দুটি বাক্যে নীচের প্রশ্নগুলির উত্তর দাও :

৩.১ এই গল্পের কথক কী সূত্রে বাড়ি এসেছিল?
উত্তর :এই গল্পের কথক গ্রীষ্মের ছুটি কাটাতে বাড়ি এসেছিল।

৩.২ খবর পেয়ে কারা কারা এলো?
উত্তর : খবর পেয়ে কথকের ছোটোপিসিমা আর সেজোপিসিমার চার ছেলেমেয়ে এলো।

৩.৩ ‘টমবয়’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘টমবয়’ শব্দের অর্থ ডানপিটে।

৩.৪ কার নাকে নোলক ছিল?
উত্তর : সেজোপিসিমার ‘টমবয়’ প্রকৃতির মেয়ের নাকে নোলক ছিল।

৩.৫ ভাই-বোনেরা মিলে কী ঠিক করল?
উত্তর : ভাই-বোনেরা মিলে ঠিক করল তারা দলবেঁধে ছোটোপিসিমার বাড়ি হয়ে সেজোপিসিমার বাড়ি বেড়াতে যাবে।

৩.৬ ‘ফেনসা ভাত’ কী?
উত্তর : ফেনসমেত ভাতকে ‘ফেনসা ভাত’ বলা হয়।

৩.৭ অশ্বিনীকুমার দত্ত কে ছিলেন?
উত্তর : অশ্বিনীকুমার দত্ত ছিলেন একজন বহুভাষাবিদ সুপণ্ডিত এবং তিনি ‘বরিশালের গান্ধি’ নামে খ্যাত ছিলেন।

৩.৮ কথক এবং তার ভাই-বোনেরা সন্ধ্যার আগেই কোথায় গিয়ে পৌঁছেছিল?
উত্তর : কথক এবং তার ভাই-বোনেরা সন্ধ্যার আগেই তাদের ছোটোপিসিমার বাড়ি পৌঁছেছিল।

৩.৯ পাঁচ ভাই-বোনের কাছে ছাতা কটা ছিল?
উত্তর : পাঁচ ভাই-বোনের কাছে ছাতা ছিল একটি।

৩.১০ বাড়ি ফিরে কথক কী করেছিল?
উত্তর : বাড়ি ফিরে কথক মাথা-গা মুছে শুকনো কাপড় পরে, মোটা কাথা চাপা দিয়ে শীতের হাত থেকে রক্ষা পেয়েছিল।

আড়ও পড়ুন :- ক্লাস ৪ প্রশ্ন ও উত্তর

৪. সন্ধি বিচ্ছেদ করো : অ্যাডভেঞার বর্ষায়
দেশান্তর,আষাঢ়ান্ত,সূর্যাস্ত,অপরাহ্ন,ব্যাকুল

উত্তর :দেশান্তর – দেশ + অন্তর।
আষাঢ়ান্ত – আষাঢ় + অন্ত।
সূর্যাস্ত – সূর্য + অস্ত।
অপরাহ্ন – অপ + অহ্ন।
ব্যাকুল – বি + কুল।
৫. নীচের শব্দগুলি বিভিন্ন স্বাধীন বাক্যে ব্যবহার করো : অ্যাডভেঞার বর্ষায়

উত্তর :হই হই ➩ খেলায় জিতে ছেলের দল হইহই করে বাড়ি ফিরছে।
পুটপাট ➩ শান্ত মনে হলেও বাচ্চাটি পুটপাট বেশ কথা বলে।
টুবুটুবু ➩ ঘোষালদের ডোবাটি বৃষ্টির জলে টুবুটুবু হয়ে গেছে।
ছিপছিপে ➩ রোগা ছিপছিপে মেয়েটি খুব সুন্দর নাচতে পারে।
ছটফট ➩ আমার বোনপোটি খুব ছটপটে।
কড়কড় ➩ সকাল থেকে কড়কড় শব্দে বাজ পড়ছে।
৬. লিঙ্গান্তর করো :

উত্তর :সেজোপিসিমা➞ সেজোপিসেমশাই।
ন্যাড়া➞ নেড়ী।
ভাই ➞ রোন।
প্রতিবেশী➞ প্রতিবেশিনী।

৭. নীচের বাক্যগুলির নিম্নরেখাঙ্কিত অংশে কোন্ বচনের ব্যবহার হয়েছে চিহ্নিত করো :

৭.১ সকালবেলা ফেনসা ভাত খেয়ে আমরা চার ভাই এক বোন বেরুলাম।
উত্তর : বহুবচন

৭.২ ছোটো ছোটো স্রোত এসে পড়ছে খালে।
উত্তর :বহুবচন

৭.৩ সেজোপিসিমার মেয়ে একটি পাক্কা টমবয়।
উত্তর :একবচন

৭.৪ পুকুরের আধ হাত লম্বা পুরোনো কই মাছেরা সার বেঁধে মাঠ পেরিয়ে চলেছে দেশান্তরে।
উত্তর :বহুবচন

৭.৫ আমরা কালক্ষেপ না করে দেড়-দুই কুড়ি কই সেই উলটানো ছাতার মধ্যে ভরে ফেললাম।
উত্তর :বহুবচন
৮. নীচের বাক্যগুলিতে কোন্পুরুষের ব্যবহার হয়েছে লেখো :

৮.১ আমরা সবাই দু-এক বছরের ছোটো বড়ো।
উত্তর :উত্তম পুরুষ

৮.২ সে গাছকোমর বেঁধে আমাদের আগে আগে গাছে উঠে যায়।
উত্তর :প্রথম পুরুষ

৮.৩ পুরু কাথার মধ্যে সেঁধিয়ে গেলাম শরীর গরম করতে।
উত্তর :উত্তম পুরুষ

৮.৪ বড়োমা ছোটোমা আমাকে ওই ঝড়জলের মধ্যে দেখে অবাক।
উত্তর :উত্তম পুরুষ

৮.৫ চোর, ডাকাত, প্রতিবেশী এবং সন্তানেরা কেউ তাঁর সঙ্গে এঁটে উঠতে পারে না।
উত্তর :প্রথম পুরুষ

৯. নীচের রেখাঙ্কিত শব্দগুলির অর্থ এক রেখে অন্য শব্দ বসাও :

৯.১ মারামারি বাঁধলে দঙ্গলে লড়ে।
উত্তর :দলবেঁধে

৯.২ শেষে বিরক্ত হয়ে বেপরোয়া বৃষ্টির মধ্যেই হাঁটতে লাগলাম।
উত্তর :সংকোচহীন

৯.৩ পা বিনা আয়াসে অতি দ্রুত মাটি ছুঁয়ে ছুঁয়ে চলে যায়।
উত্তর : বিনা পরিশ্রমে

৯.৪ এক পিসতুতো ভাই একটা তুক বলল।
উত্তর : কৌশল

৯.৫ বৃষ্টিও একটু ধরে এল।
উত্তর : থেমে এল
১০. শব্দঝুড়ি থেকে ঠিক শব্দ বেছে শূন্যস্থান পূরণ করো :
আগে আগে, মাঠে মাঠে, ছুঁয়ে ছুঁয়ে, কাঁপতে কাঁপতে, যেতে না যেতে।

উত্তর :১০.১ পা বিনা আয়াসে অতি দ্রুত মাটি ছুঁয়ে ছুঁয়ে চলে যায়। অ্যাডভেঞার বর্ষায়
১০.২ আমি ঠকঠক করে কাঁপতে কাঁপতে হাঁটতে লাগলাম।
১০.৩ মাঠে মাঠে জল দাঁড়িয়ে গেছে।
১০.৪ মাইলদুয়েক যেতে না যেতে বৃষ্টি এলো।
১০.৫ সে গাছকোমর বেঁধে আমাদের আগে আগে গাছে উঠে যায়।
১১ . আরো কিছু নাম যোগ করে নীচের ছকটি সম্পূর্ণ করো :

উত্তর :পুর ➞যাদবপুর, মীরপুর, সোনারপুর, শ্রীরামপুর, বারাকপুর, কানাইপুর।

নগর ➞বিধাননগর, সুভাষনগর, কোন্নগর, শ্যামনগর।

গঞ্জ ➞রানিগঞ্জ, টালিগঞ্জ, বালিগঞ্জ, মেখলিগঞ্জ, কালিয়াগঞ্জ, তুফানগঞ্জ।

হাট/হাটা ➞মঙ্গলার হাট, হাজিরহাট, মাদারিহাট।

গাছি/গাছিয়া ➞ফুলগাছিয়া, বরগাছিয়া।

গ্রাম/গাঁ ➞নবগ্রাম, নওগাঁ, বনগ্রাম, সুভাষগ্রাম ৷

তলা ➞শিরিষতলা, ঝাউতলা, কদমতলা, নিমতলা, বাদামতলা।

গুড়ি ➞শিলিগুড়ি, জলপাইগুড়ি, বিন্নাগুড়ি, কামাখ্যাগুড়ি।

ডাঙা ➞তিলডাঙা, তালডাঙা, পটলডাঙা।

ডোবা/ডুবি ➞গজলডোবা, ব্যাংডুবি।

দহ/দা ➞শিলাইদহ, চাকদহ, মালদা।

পাড়া ➞ঘোষপাড়া, কুমোরপাড়া, নপাড়া।

খালি ➞ বকখালি, পটুয়াখালি, ঝড়খালি।

ঘরিয়া ➞ বেলঘরিয়া, তেঘরিয়া।

পল্লি ➞ শ্রীপল্লি, উদয়নপল্লি।

বাজার ➞ চকবাজার, রানিবাজার, দীনবাজার, রাজাবাজার।

১২. নীচের বাক্যগুলির কর্তা খুঁজে বের করো : অ্যাডভেঞার বর্ষায়

উত্তর :
১২.১ আমাদের দলটা এবার ছোটোপিসিমার বাড়ি হয়ে সেজোপিসিমার বাড়ি যাবে।
১২.২ পড়ন্তবেলায় আমরা অশ্বিনীকুমার দত্তের গ্রাম বাটাজোড় ছাড়ালাম।
১২.৩ সেটাও হাওয়ার দমকে উলটে গেল।
১২.৪ আমি হনহন করে পা চালালাম।
১২.৫ (আমি) বেশ হই হই করে পথ চলছিলাম। (কর্তা উহ্য আছে)
১৩. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো :

১৩.১ ছোটোপিসিমার বাড়ি যাওয়ার পথের বর্ণনা করো। অ্যাডভেঞার বর্ষায়

উত্তর : কথকরা পাঁচ ভাই-বোন মিলে ছোটোপিসিমার বাড়ি যাওয়ার পথে মাটির উঁচু পথের দু-পাশে ছোটো-বড়ো নানা উচ্চতায় পাটখেত দেখেছিলেন, সময়টা গ্রীষ্মকাল হলেও পাটখেতের হাওয়া পরিবেশ কে আরামদায়ক করে তুলেছিল।
১৩.২ বড়োপিসিমার বাড়ি যাওয়ার পথে ঝড়বৃষ্টি এবং কই মাছ ধরার বিবরণ দাও। অ্যাডভেঞার বর্ষায়

উত্তর :বড়োপিসিমার বাড়ি যাওয়ার পথে অপরাহ্ণে হঠাৎ মেঘ উঠল। বাতাস আর বিদ্যুৎ তার মধ্যে এসে ঘোঁট পাকাতে লাগল। তারপর পুটপাট বৃষ্টি শুরু হল। পাঁচ ভাইবোনের হাতে তাপ্পিমারা একটি মাত্র ছাতা ছিল সেটাও হাওয়ার দমকে উলটে গেল। বৃষ্টি ঝেঁপে এলে তারা গাছতলায় দাঁড়াচ্ছিল আবার কমে গেলে হাঁটছিল। এইভাবে থেমে থেমে চলতে চলতে শেষে বিরক্ত হয়ে বেপরোয়া বৃষ্টির মধ্যেই তারা হাঁটতে শুরু করেছিল। দুরে দেখা যাচ্ছিল পাটক্ষেতের উপর বৃষ্টি ঘুরপাক খাচ্ছে।

সন্ধ্যার মুখোমুখি পিসিমার বাড়ির কাছাকাছি পৌঁছোতেই তারা দেখেছিল মাঠের জল একটা টুবুটুবু ভরা পুকুরের সঙ্গে এক হয়ে গেছে আর সেই গোড়ালিডোবা ছিপছিপে জলের পথ ধরে পুকুরের আধ হাত লম্বা পুরোনো কই মাছেরা সার বেঁধে মাঠ পেরিয়ে দেশান্তরে চলেছে। কথক ও তার ভাইবোনেরা দেরি না করে দেড়-দুই কুড়ি কই উলটানো ছাতার মধ্যে ভরে ফেলেছিল। অ্যাডভেঞার বর্ষায়

১৩.৩ বড়োপিসিমার বাড়ি থেকে ফেরার সময় প্রবল ঝড়-বৃষ্টিতে ফাঁকা মাঠে কথকের যে অভিজ্ঞতা হয়েছিল তা লেখো।

উত্তর : বড়োপিসিমার বাড়ি থেকে ফেরার সময় ফাঁকা মাঠে কথক যে ঝড় বৃষ্টি পেয়েছিল তা ছিল প্রবল এবং সেই ফাঁকা মাঠে তার বল ছিল দুর্ধর্ষ। বাতাসের বেগ জলের রেখাকে ধোঁয়ার মতো করে দিচ্ছিল। কথকের পিঠে বৃষ্টি যেভাবে পড়ছিল তাতে তার মনে হচ্ছিল যে বৃষ্টি যেন তার পেরেক দিয়ে গাঁথা থ্যাবড়া হাত দিয়ে তার পিঠে চড়ের পর চড় মেরে চলেছে। ঝড়ের ধাক্কা কথককে তিনগুণ বেগে সামনের দিকে ঠেলে নিয়ে চলেছিল।
১৩.৪ পাঠ্যাংশের নামকরণে ‘অ্যাডভেঞ্চার’ শব্দটির ব্যবহার কতটা যথাযথ হয়েছে, মতামত দাও। অ্যাডভেঞার বর্ষায়

উত্তর : পাঠ্যাংশটির কথক তার ভাইবোনেদের সঙ্গে দল বেঁধে পিসিমাদের বাড়ি যাওয়ার পথে এক ঝড়-বৃষ্টির মুখে পড়েছিল। তাদের সম্বল একটা তাপ্পিমারা ছাতা তাও হাওয়ার দমকে উলটে গিয়েছিল। এর পরে টুবুটুবু ভরা পুকুরে তাদের কই মাছ ধরে ছাতায় ভরাও ছিল এক রোমাঞ্চকর ঘটনা। সবশেষে কথকের প্রবল ঝড়-বৃষ্টির মধ্যে কম করে দশ ক্রোশ পথ হেঁটে বাড়ি ফেরা এক সাহসী অভিযানেরই সমান। তাই গল্পটির প্রথম এবং শেষ অংশে দল বেঁধে এবং একা বেরিয়ে পড়া এবং অভিজ্ঞতার যে বর্ণনা রয়েছে তাতে পাঠাংশটির নামকরণে ‘অ্যাডভেঞ্চার’ শব্দটির ব্যবহার যথাযথ হয়েছে বলেই আমার মনে হয়।
১৩.৫ কোনো একটি বৃষ্টিমুখর দিনের কথা লেখো। অ্যাডভেঞার বর্ষায়

উত্তর : গত শ্রাবণের এক রবিবারে ঘুম থেকে উঠেছি, দেখি আকাশের মুখ গোমড়া। কিছুক্ষণের মধ্যেই শুরু হল টিপটিপ বৃষ্টি। একটু বেলা গড়াতেই সেই বৃষ্টির দাপট ক্রমশই বাড়তে লাগল। সঙ্গে দমকা হাওয়ার দাপট। ছুটির দিনটাতে বৃষ্টি হওয়ায় মনটা বিগড়ে গেল। বন্ধুদের বাড়ি যাওয়া বা মাঠে গিয়ে খেলা, প্রবল বৃষ্টি এবং পথে জল জমার জন্য বন্ধ হয়ে গেল। বাধ্য হয়ে দুপুরে মায়ের হাতের গরমগরম খিচুড়ি, ডিমভাজা খেয়ে গল্পের বই মুখে বিছানায় শুয়ে দিনটা অলসভাবে কাটালাম। অ্যাডভেঞার বর্ষায়

× close ad