Class 4 Bengali Question & Answer – সত্যি চাওয়া লেখক নরেশ গুহ
সত্যি চাওয়া যদি কোন কিছু বাদ পড়ে যায় তাহলে কিন্তু তোমরা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে। আমরা এই যে সাজেশন তৈরি করে দিলাম এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সমস্ত পরীক্ষার্থীদের জন্য তো অবশ্যই কিন্তু পুলিশ সাজেশনটা আপনারা কমপ্লিট করে নেবেন কারণ সমস্ত প্রশ্ন মাথায় রেখে এই সাজেশনটা তোমাদের জন্য তৈরি করা হয়েছে নিচে পিডিএফও দেওয়া রয়েছে অবশ্যই তোমরা পিডিএফ তাকে ডাউনলোড করে নেবে এবং তোমাদের বন্ধু-বান্ধবের সাথে অবশ্যই শেয়ার করে দেবে। আমি সাগর পাড়ি দেবো
যদি কারো কোন কিছু জানার থাকে বা বলার থাকে সত্যি চাওয়া অবশ্যই নিজের কমেন্ট বক্সটিতে ক্লিক করে কমেন্ট করে দেবেন তাহলে আমাদেরও বুঝতে সুবিধা হবে কার কোথায় অসুবিধা রয়েছে বা সুবিধা হচ্ছে।সত্যি চাওয়া
আশা করব সত্যি চাওয়া সম্পূর্ণ সাজেশনটা তোমাদের খুব কাজে আসবে তাই অনেক কষ্ট করে এই সাজেশনটা বানানো হয়েছে।
২০২৪ এর যারা পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু এই অংকে সাজেশনটা তৈরি করা হয়েছে। ২০২৪ এর পরীক্ষার্থীদের যদি আরও কোন সাজেশন লেগে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করুন বা আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন এবং সার্চ বক্সে আপনি আপনার প্রশ্নটি লিখুন দেখবেন তার উত্তর নিচে আপনারা পেয়ে যাবেন এবং সমস্ত সাবজেক্টের সাজেশন প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আমাদের ওয়েব পেজটাকে বুক মার্ক করে রাখুন তাতে তোমাদের সুবিধা হবে।
চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত হতে পারো টেলিকম চ্যানেলের লিংক নিচে দেওয়া রয়েছে ধন্যবাদ।
Class 4 Bengali Question & Answer – সত্যি চাওয়া
সত্যি চাওয়া কবিতাটির বিষয়বস্তু :
কবি নরেশ গুহর লেখা ‘সত্যি চাওয়া’ কবিতার কথাগুলি আমাদের অনেক সতর্কতার বাণী শুনিয়ে দিয়েছে। কবি বলেছেন—’তোরা সত্যি যদি চাস’, অর্থাৎ, আমরা চাইব বলে যদি প্রতিজ্ঞা করি এবং প্রাণপণ চেষ্টা করি তাহলে আমরা আমাদের সবাকছুই ভালো করতে পারি। আমাদের আশপাশে আমরা যা দেখি তা সবই আমাদের পরিবেশ। এই পরিবেশ আমরা যত ভালো রাখতে পারব ততই আমরা ভালো থাকব, সুস্থ থাকব, সুখে থাকব, আনন্দে দিন কাটাব। কবির কথামতো, আমরা চাইলেই সবুজ ঘাস দেখতে পারি। কারণ ঘাস জন্মায় স্বচ্ছ জল সুস্থ পরিবেশে। আমরা গাছ ছাড়া বাঁচতে পারি না। ঘাস বলতে এখানে সুন্দর সবুজ বনভূমির কথা বোঝানো হয়েছে। বন না থাকলে আমরা বাঁচতেই পারব না।
প্রথমত আমাদের বাঁচার জন্য চাই অক্সিজেন। বাতাসে মিশে থাকা ক্ষতিকর কার্বন ডাইঅক্সাইড গ্যাস গ্রহণ করে গাছ। তার বিনিময়ে গাছ আমাদের প্রাণদায়ী অক্সিজেন গ্যাস বিতরণ করে। সুতরাং আমাদের বনসৃজন করা দরকার। আমরা চাইলেই মিষ্টি জল পেতে পারি। মিষ্টি জল বলতে বিশুদ্ধ জল। চাষের জমিতে সার, কীটনাশক ইত্যাদি ব্যবহার করে আমরা পানীয় জল দূষিত করে তুলছি। কিন্তু আমরা যদি পরিবেশবিদগণের পরামর্শ অনুযায়ী চাষ ভালো করার জন্য বিকল্প কিছু ব্যবহার করি তাহলে জল নির্মল থাকবে। পরিবেশবিদগণের পরামর্শ মতো আমরা যদি তরিতরকারি বা ফলসমূহে বিষ প্রয়োগ না করি তাহলে সুস্বাদু ফল আমরা পেতে পারি। এসব সতর্কতা অবলম্বন করলে আমরা নির্মল বাতাস উপভোগ করতে অবশ্যই পারব।
1. সত্যি চাইলে ঘাস কেমন হবে?
উত্তর :সত্যি চাইলে ঘাস সবুজ হবে।
2. সভ্যতা কীভাৱে বেঁচে থাকে।
উত্তর : গ্রাম, শহর, জঙ্গল, নদী এই সব কিছু নিয়েই সভ্যতা। আমরা চাইলেই আমাদের সভ্যতাকে বাঁচানো যাবে।
3. সভ্যতার বেঁচে থাকা কীসের ওপর নির্ভরশীল?
উত্তর : সভ্যতার বেঁচে থাকা আমাদের সবার শুভবোধ ও সত্যি চাওয়ার ওপরই নির্ভরশীল।
4. সত্যি চাইলে বাতাস কেমন হয়ে উঠবে?
উত্তর : সত্যি চাইলে বাতাস গানে গানে ভরে উঠবে।
5. ‘সত্যি চাওয়া’ বলতে কবি কী বোঝাতে চেয়েছেন?
উত্তর : সত্যি চাওয়া বলতে কবি আমাদের সদিচ্ছার কথা বোঝাতে চেয়েছেন।
6. জল ও ফল কেমন হবে?
উত্তর : জল আরও মিষ্টি হবে এবং ফল হবে স্বাদযুক্ত।
7. আমাদের সত্যই কী চাওয়া উচিত বলে মনে হয়?
উত্তর : আমাদের সকলের এই পরিবেশ ও সভ্যতাকে বাঁচিয়ে রাখতে চাওয়ার চেষ্টা করা উচিত।
8. আমরা সত্যই যদি তা না চাই তাহলে সভ্যতার পরিণতি কী হবে?
উত্তর : আমরা না চাইলে এই পরিবেশ দূষিত হয়ে পড়বে এবং আমাদের সভ্যতাও ধ্বংস হয়ে যাবে।
Read More Class 4 Suggestion
আমাজনের জঙ্গলে | Click Here |
দুচাকার দুনিয়া | Click Here |
বিচিত্র সাধ | Click Here |
বনের খবর | Click Here |
মালগাড়ি | Click Here |
ছেলেবেলার দিনগুলি | Click Here |
বনভোজন | Click Here |
তোত্তো-চানের অ্যাডভেঞ্চার | Click Here |
আমি সাগর পাড়ি দেবো | Click Here |
দক্ষিণমেরু অভিযান | Click Here |
সত্যি চাওয়া | Click Here |
সত্যি চাওয়া অধ্যায় থেকে প্রশ্নোত্তর প্র্যাকটিস সেট :
১. সঠিক উত্তরটি নির্বাচন করো :
(১) সত্যি চাইলে বাতাস—(গন্ধে/গানে/অক্সিজেনে) ভরে উঠবে।
(২) তোরা সত্যি চাইলে ঘাসের রং হবে—(লাল/নীল/সবুজ)।
(৩) সত্যি চাইলে জল হবে—(নোনতা/তেতো/মিষ্টি)।
(৪) সত্যি চাইলে ফল হবে— (স্বাদের/তেতো/মিষ্টি)।
অক্ষরগুলি সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করো :
রদেস্বা, বুজস, সতাবা, ষ্টিমি।
উত্তর : স্বাদের; সবুজ, বাতাস, মিষ্টি।
এলোমেলো শব্দগুলি সাজিয়ে সম্পূর্ণ বাক্য তৈরি করো :
(১) পরে আরও চাইলে সত্যি।
উত্তর : আরও সত্যি চাইলে পরে।
(২) ফল আরও হবে স্বাদের।
উত্তর : আরও স্বাদের হবে ফল।
(৩) হবে ঘাস আরও সবুজ।
উত্তর : আরও সবুজ হবে ঘাস।
(৪) চাস তোরা সত্যি যদি।
উত্তর : তোরা সত্যি যদি চাস।
বনসৃজন করা আমাদের দরকার কেন?
উত্তর : আমরা গাছ ছাড়া বাঁচতে পারি না। বন না থাকলে আমরা বাঁচতেই পারব না। আমাদের বাঁচার জন্য চাই অক্সিজেন। বাতাসে মিশে থাকা ক্ষতিকর কার্বন ডাইঅক্সাইড গ্যাস গ্রহণ করে গাছ তার বিনিময়ে গাছ আমাদের প্রাণদায়ী অক্সিজেন গ্যাস বিতরণ করে। সুতরাং আমাদের বনসৃজন করা দরকার।
বামপক্ষের সঙ্গে ডানপক্ষ মেলাও
- সবুজ হবে – ফল
- মিষ্টি হবে – গানে
- স্বাদের হবে – ঘাস
- বাতাস ভরে – জল
বামপক্ষ | ডানপক্ষ |
সবুজ হবে | ঘাস |
মিষ্টি হবে | জল |
স্বাদের হবে | ফল |
বাতাস ভরে | গানে |