Class 4 Bengali Question & Answer – মালগাড়ি

Last Updated:

Class 4 Bengali Question & Answer – মালগাড়ি লেখক প্রেমেন্দ্র মিত্র

মালগাড়ি যদি কোন কিছু বাদ পড়ে যায় তাহলে কিন্তু তোমরা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে। আমরা এই যে সাজেশন তৈরি করে দিলাম এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সমস্ত পরীক্ষার্থীদের জন্য তো অবশ্যই কিন্তু পুলিশ সাজেশনটা আপনারা কমপ্লিট করে নেবেন কারণ সমস্ত প্রশ্ন মাথায় রেখে এই সাজেশনটা তোমাদের জন্য তৈরি করা হয়েছে নিচে পিডিএফও দেওয়া রয়েছে অবশ্যই তোমরা ছেলেবেলার দিনগুলি পিডিএফ তাকে ডাউনলোড করে নেবে এবং তোমাদের বন্ধু-বান্ধবের সাথে অবশ্যই শেয়ার করে দেবে।

যদি কারো কোন কিছু জানার থাকে বা বলার থাকে মালগাড়ি অবশ্যই নিজের কমেন্ট বক্সটিতে ক্লিক করে কমেন্ট করে দেবেন তাহলে আমাদেরও বুঝতে সুবিধা হবে কার কোথায় অসুবিধা রয়েছে বা সুবিধা হচ্ছে।

আশা করব  মালগাড়ি সম্পূর্ণ সাজেশনটা তোমাদের খুব কাজে আসবে তাই অনেক কষ্ট করে এই সাজেশনটা বানানো হয়েছে।

২০২৪ এর যারা পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু এই মালগাড়ি সাজেশনটা তৈরি করা হয়েছে। ২০২৪ এর পরীক্ষার্থীদের যদি আরও কোন সাজেশন লেগে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করুন বা আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন এবং সার্চ বক্সে আপনি আপনার প্রশ্নটি লিখুন দেখবেন তার উত্তর নিচে আপনারা পেয়ে যাবেন এবং সমস্ত সাবজেক্টের সাজেশন প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আমাদের ওয়েব পেজটাকে বুক মার্ক করে রাখুন তাতে তোমাদের সুবিধা হবে।

চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত হতে পারো টেলিকম চ্যানেলের লিংক নিচে দেওয়া রয়েছে ধন্যবাদ।

Class 4 Bengali Question & Answer – মালগাড়ি

১. প্রেমেন্দ্র মিত্র কোন পত্রিকার সম্পাদক ছিলেন?
উত্তর :‘কালিকলম’ পত্রিকার সম্পাদক ছিলেন প্রেমেন্দ্র মিত্র।

২. তাঁর সৃষ্ট একটি বিখ্যাত চরিত্রের নাম লেখো।
উত্তর : তাঁর সৃষ্ট একটি বিখ্যাত চরিত্রের নাম ঘনাদা।

৩. একটি বাক্যে উত্তর দাও :

৩.১. ‘মালগাড়ি’-র চলাকে কবিতায় কার সঙ্গে তুলনা করা হয়েছে?
উত্তর : নদীর ভাটার সঙ্গে তুলনা করা হয়েছে।

৩.২. কথকের জীবনে কোন বিশেষ দিনটিতে পরির সঙ্গে তাঁর দেখা হতে পারে?
উত্তর : কথকের জন্মদিনে।

৩.৩. প্যাসেঞ্জার ট্রেন কোন কাজের ধান্দা নিয়ে থাকে?
উত্তর : স্টেশন পেলেই যাত্রী ওঠানো-নামানোর ধান্দায় থাকে।

৩.৪. ‘মালগাড়ি’ কোন কাজে ব্যবহৃত হয়?
উত্তর : মালগাড়ি আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র বয়ে নিয়ে যাওয়ার কাজে ব্যবহৃত হয়।

৩.৫. সত্যিই কি মালগাড়ির টাইমটেবিল অনুযায়ী চলার প্রয়োজন নেই?
উত্তর : নিশ্চয়ই আছে। কিন্তু তার পিছনে প্যাসেঞ্জার বা মেল ট্রেন এসে গেলে তাকে কিছু সময় নষ্ট করে অন্য লাইনে সরে গিয়ে পথ ছেড়ে দিতে হয়।

৩.৬. প্যাসেঞ্জার বা মেল ট্রেনের তুলনায় মালগাড়ির ধীরগামী হওয়ার কারণ কী বলে তোমার মনে হয়?
উত্তর : আমার মনে হয় প্যাসেঞ্জার বা মেল ট্রেনের তুলনায় মালগাড়ি অনেক ভারী হওয়ার কারণে সে ধীরগামী হয়।

৩.৭. আপ ট্রেন আর ডাউন ট্রেন বলতে কী বোঝায়?
উত্তর : যে ট্রেন সমুদ্রপৃষ্ঠমুখী স্থানের স্টেশনে যায় তাকে বলে ডাউন ট্রেন এবং বিপরীতমুখী ট্রেনকে বলা হয় আপ ট্রেন।

৩.৮. তোমার জানা এমন কয়েকটি যানবাহনের নাম লেখো যেগুলি যাত্রীপরিবহণ করে না।
উত্তর : লরী, টেম্পো, ঠেলাগাড়ি, ভ্যানগাড়ি ইত্যাদি যাত্রীপরিবহণ করে না।

৪. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো :

৪.১ জোয়ার আর ভাটায় নদীর চেহারা কেমন হয়?
উত্তর :নদীতে যখন জোয়ার আসে তখন নদীর জল বেড়ে যায়, নদী ফুলে ওঠে, স্রোতও বেশি হয়। কিন্তু ভাটার সময় নদীর জল কমে যায়, স্রোতও কম হয়। কোথাও কোথাও চড়া দেখা যায়।

৪.২ এই কবিতায় পরিদের প্রসঙ্গ কীভাবে এসেছে? পরির প্রসঙ্গ তুমি এর আগে কোন্ কোন্ গদ্য, কবিতায় পড়েছ?
উত্তর : কবিতার কথক একটা ছোটো শিশু। সে চায় জন্মদিনে তার বাড়িতে একটা পরি আসুক, যে পরি তাকে মালগাড়ি করে দেবে। সে ধীরেসুস্থে লাইন বরাবর যাবে। তার যাওয়া আসার না কোনো তাড়া থাকবে, না কোনো নিয়ম থাকবে। সে আপনমনে চলবে।
এই কবিতার আগে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘কোথাও আমার হারিয়ে যাওয়ার’, সুকুমার রায়ের লেখা ‘ভাঙা তারা’ এ ছাড়া ‘ঠাকুমার ঝুলি’র ‘লালপরী’ ‘নীলপরী’র গল্পে পরির প্রসঙ্গ এসেছে।

৪.৩ মালগাড়ি হয়ে কবিতার কথক কোন্ সুখ অনুভব করতে চায়?
উত্তর : মালগাড়ি হয়ে কবিতার কথক একলা একটা লাইন ধরে নিজের খুশিমতো চলতে পারবে। তাকে বাধা দেবার, তার কাজে কোনো মাথা গলানোর লোক থাকবে না। সে একলা ট্রেন লাইনে একা একা আপনমনে পথ চলবে। তাকে কেউ তাড়াতাড়ি যেতে বলবে না। সেটাই তার সুখ।

৪.৪ কবিতায় ‘ঘটর ঘটর’ শব্দটি মালগাড়ির শব্দ বোঝাতে ব্যবহৃত হয়েছে। তুমি এমন কিছু শব্দ লেখো যা দিয়ে যন্ত্র বা যানবাহনের শব্দকেই বোঝানো হয়ে থাকে।
উত্তর : যানবাহনের কিছু শব্দ : ক্যাঁচকোঁচ, পিঁ-পি, ব্লুম ব্লুম, ছলাৎ ছলাৎ।
৫. গদ্যরূপ লেখো :

৫.১. মালগাড়ি হই একটি শুধু যদি ঘটর ঘটর দিনরাত্তির চলি।
উত্তর :যদি শুধু একটি মালগাড়ি হই তবে দিনরাত্রি ঘটর ঘটর চলব।

৫.২. চেয়ে নেব একটি শুধু বর।
উত্তর : শুধু একটি বর চেয়ে নেব।

৫.৩. ভাবনা শুধু লেট হয়ে যায় পাছে।
উত্তর : শুধু ভাবনা পাছে লেট হয়ে যায়।

৫.৪. যত দূরেই যেখানে যাই নাকো সারা লাইন শুধু আমার একার।
উত্তর : যেখানে যত দূরেই (আমি) যাই শুধু আমার একার সারা লাইন।

৫.৫. যাচ্ছি যাব করেই আমার যাওয়া।
উত্তর : আমার যাচ্ছি যাব করেই যাওয়া।

৬. প্রতিটি শব্দের সমার্থক শব্দ লেখো ও সেগুলি বাক্যে ব্যবহার করো :

উত্তর :বাড়ি (গৃহ) ➙ আজ বাবুদের গৃহপ্রবেশ অনুষ্ঠান হচ্ছে।
নদী (স্রোতস্বিনী) ➙ গঙ্গা নিত্য স্রোতস্বিনী।
ভাবনা (চিন্তা) ➙ সবসময় সুচিন্তা করবে, খারাপ চিন্তা নয়।
খুশি (সন্তুষ্ট) ➙ ভিক্ষুককে কখনো সন্তুষ্ট করা যায় না।
ধান্দা (ফিকির) ➙ অনেক ফিকির করেও লোকটা তার উদ্দেশ্য পূরণ করতে পারল না।
তুফান(ঝড়)➙ বৈশাখ মাসে বিকেলের দিকে প্রায় ঝড় ওঠে।
রাস্তা (পথ) ➙ পৃথিবীর কোনো পথ সরলরেখার মতো সোজা নয়।
৭. ‘ভালোমন্দ’-এর মতো বিপরীত অর্থের শব্দ পাশাপাশি আছে এমন তিনজোড়া শব্দ কবিতা থেকে বের করে লেখো :

উত্তর : যাওয়া-আসা, দিন রাত্তির ওঠায় নামায়।

৯. কবিতাটিতে যে-কটি ইংরেজি শব্দ ব্যবহৃত হয়েছে সেগুলি হল—মেলট্রেন, প্যাসেঞ্জার, স্টেশন, লেট, লাইন, টাইমটেবিল। শব্দগুলি প্রতিটিই রেলগাড়ি সংক্রান্ত। এবার তুমি বাস ও সেই সংক্রান্ত ইংরেজি শব্দগুলির একটি তালিকা তৈরি করো।

Read More:- Class 4 All Subject

উত্তর : বাস সংক্রান্ত ইংরেজি শব্দ হল—ড্রাইভার, কন্ডাক্টর, হেল্পার, টিকিট, সিট, লেডিজ, স্টপেজ, ব্রেক, স্ট্যান্ড, সিনিয়র সিটিজেন, সিগন্যাল, ট্রাফিক, জ্যাম, রুট।
১০. তুমি একটি মালগাড়ি দেখতে পেলে। মালগাড়ি সম্বন্ধে তোমার মনে কী কী প্রশ্ন জেগেছে? তার অন্তত পাঁচটি প্রশ্ন খাতায় লেখো।

উত্তর :(ক) মালগাড়ি কোথা থেকে ছাড়ে?
(খ) মালগাড়ি কোথায় পৌঁছোয়?
(গ) মালগাড়িতে কী কী জিনিস যায়?
(ঘ) মালগাড়ি আস্তে যায় কেন?
(ঙ) মালগাড়িতে করে কেন আমরা যেতে পারি না?

Leave a Comment

× close ad