Class 4 Bengali Question & Answer – আলো

Last Updated:

Class 4 Bengali Question & Answer – আলো লেখক লীলা মজুমদার

আলো যদি কোন কিছু বাদ পড়ে যায় তাহলে কিন্তু তোমরা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে। আমরা এই যে সাজেশন তৈরি করে দিলাম এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সমস্ত পরীক্ষার্থীদের জন্য তো অবশ্যই কিন্তু পুলিশ সাজেশনটা আপনারা কমপ্লিট করে নেবেন কারণ সমস্ত প্রশ্ন মাথায় রেখে এই সাজেশনটা তোমাদের জন্য তৈরি করা হয়েছে নিচে পিডিএফও দেওয়া রয়েছে অবশ্যই তোমরা পিডিএফ তাকে ডাউনলোড করে নেবে এবং তোমাদের বন্ধু-বান্ধবের সাথে অবশ্যই শেয়ার করে দেবে। আমি সাগর পাড়ি দেবো

যদি কারো কোন কিছু জানার থাকে বা বলার থাকে আলো অবশ্যই নিজের কমেন্ট বক্সটিতে ক্লিক করে কমেন্ট করে দেবেন তাহলে আমাদেরও বুঝতে সুবিধা হবে কার কোথায় অসুবিধা রয়েছে বা সুবিধা হচ্ছে।আলো

আশা করব  আলো সম্পূর্ণ সাজেশনটা তোমাদের খুব কাজে আসবে তাই অনেক কষ্ট করে এই সাজেশনটা বানানো হয়েছে।

২০২৪ এর যারা পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু এই অংকে সাজেশনটা তৈরি করা হয়েছে। ২০২৪ এর পরীক্ষার্থীদের যদি আরও কোন সাজেশন লেগে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করুন বা আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন এবং সার্চ বক্সে আপনি আপনার প্রশ্নটি লিখুন দেখবেন তার উত্তর নিচে আপনারা পেয়ে যাবেন এবং সমস্ত সাবজেক্টের সাজেশন প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আমাদের ওয়েব পেজটাকে বুক মার্ক করে রাখুন তাতে তোমাদের সুবিধা হবে।

চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত হতে পারো টেলিকম চ্যানেলের লিংক নিচে দেওয়া রয়েছে ধন্যবাদ।

Class 4 Bengali Question & Answer – আলো

‘আলো’ গল্পটিতে একটি বনের ধারে শম্ভ, তার পিসি ও দাদু থাকে। সূর্য ডুবলেই বারো বছরের শম্ভ জঙ্গলের দিকে তাকালেই ভয় পায়। অন্ধকার যেন তাকে কুড়ে কুড়ে খায়। বনের মধ্যে অন্ধকারে কীসের সব ছায়া দেখে, নানারকমের আওয়াজ শোনে। মাঝে মাঝেই একজোড়া চোখ দপ করে জ্বলে ওঠে। পাতার ফাঁক দিয়ে বাতাসের শো শো শব্দ শোনে। গাছের ডালে কীসের যেন ডানা ঝাপটায় ঝাপুড়ঝুপুড় করে। শম্ভু দুকানে আঙুল দিয়ে মাথার ওপর চাদর টেনে চুপ করে শুয়ে থাকে। কারোর আদরের কথায় তার মন ভরে না। একদিন তার পিসি সন্ধ্যাবেলায় ভেবে ভেবে তো সারা। সেদিন খুব ঝড় উঠেছে।

সাধারণত শম্ভুর দাদু অত সন্ধ্যাবেলা পর্যন্ত বাড়ির বাইরে থাকে না। সেদিন দাদু তখনও বাড়ি ফরেনি। তাই পিসি শম্ভুকে বললেন দাদুর একটু খোঁজ নেবার জন্য। একেই শম্ভু ভয় দরজার ধাক্কা শুনে পিসি দরজা খুলে দেখে তাঁর বাবাকে কারা যেন অচৈতন্য অবস্থায় নিয়ে এসেছে। যারা নিয়ে পায় তার ওপর ঝড় উঠেছে।  শম্ভু কিছুতেই যেতে রাজি হল না। বাবা, বাছা করেও যেতে রাজি হল না। হঠাৎ এসেছেন তারা হলেন নিতাই আর গুরুমশাই। পিসি জিজ্ঞাসা করলেন ‘বাবার কী হয়েছে। তাঁরা বললেন গাছ থেকে পড়ে গেছে। মনে হয় পা ভেঙেছে। অজ্ঞান হয়ে গেছে। তবে ভয়ের কোনো কারণ নেই। “আপনাদের বাড়ির পিছনে মিশিয়ে লাগিয়ে দিলেই ব্যথা সেরে যাবে।’ শম্ভু এই কথা শুনে মুখ ঢেকে শুয়ে পড়ল।

পিসি বলা সত্ত্বেও সে ওষুধ যে সুসান পাহাড় আছে সেখানে হাড়ভাঙা গাছ আর পাথরের গুহায় লাল মধু আছে। ওই পাতা বেটে মধুর সঙ্গে আনতে রাজি হল না। সে বলল, অন্ধকারে যাবে না। ভোরবেলা গিয়ে এনে দেবে। কিন্তু ততক্ষণে হয়তো তার দাদুও আর বেঁচে থাকবে না। তখন উনুনের ধারে বসে থাকা বিড়ালের গান মনে পড়ে যায়। বেড়াল যেন বলছে কোথায় যাওঁ, কোথাও যেও না। এই ঘরেতে অনেক আরাম, সুখে থাকো। নিরাপদে বিছানা পেতে গরম ঘরেতে শুয়ে থাকো। শুধু শুধু ঝড়ে পড়ে জলে ভিজে নিজে মরতে যেও না। এসব ভেবে শম্ভু আর উঠল না। কিন্তু শম্ভুর পিসি শম্ভুকে এমন কিছু কথা বলল যে, কাউকে কিছু না বলে, কোনো দিকে না তাকিয়ে শম্ভু টোকা আর লণ্ঠন নিয়ে পাহাড়ের পথে যেতে শুরু করল।

খুব ভয় পেল প্রথমে। কতকিছু দেখল, প্যাঁচাদের, হুতুমদের গান শুনলো, গাছেদের গান শুনলো, বনবিড়ালদের গান শুনলো কিন্তু সবই লণ্ঠনের আলোয় অতিক্রম করে দাদুর জন্য শম্ভু হাড়ভাঙা পাতা, আর শিশিভরতি মধু নিয়ে এলো। বনবিড়ালদের গান শুনে সে ভয় পেয়েছিল ঠিকই, তবে মনসা ঝোপে ঠোকর খেয়ে, টিটকিরি শুনে, বাদুরদের সঙ্গে মোকাবিলা করতে সে একটুও ভয় পায়নি। আলোই শম্ভুর সমস্যা মিটিয়ে দিয়েছিল।

১. লীলা মজুমদারের সম্পাদিত পত্রিকাটির নাম কী?
উত্তর :লীলা মজুমদারের সম্পাদিত পত্রিকাটির নাম হল ‘সন্দেশ’।

২. তাঁর লেখা দুটি বইয়ের নাম লেখো।
উত্তর : তাঁর লেখা দুটি বইয়ের নাম ‘পদিপিসির বর্মিবাক্স’, ‘চিনে লণ্ঠন।’
৩. নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও :

৩.১ নিতাই কে?
উত্তর :নিতাই পাঠশালার একজন ছাত্র, শম্ভর সহপাঠী।

৩.২ সারারাত বনের মধ্যে কেমন শব্দ হয়?
উত্তর : সারারাত বনের মধ্যে খসখস, ফসফস, মটমট, ফোঁসফোঁস শব্দ হয়, আর বাতাসের শব্দ শোঁশোঁ বয়।

৩.৩ শম্ভর দাদু বন থেকে কী কী খুঁজে আনে?
উত্তর : শম্ভর দাদু বন থেকে গাছগাছলা, ওষুধ, আঠা, মধু খুঁজে আনে।

৩.৪ কারা শম্ভুকে ভয় দেখিয়েছিল?
উত্তর : হুতুম, লক্ষ্মীপ্যাঁচা, গাছ, বনবিড়াল, মনসাঝোপ, বাদুর শম্ভকে ভয় দেখিয়েছিল।

৩.৫ শম্ভ দাদুর জন্য কী আনতে গিয়েছিল?
উত্তর : শম্ভ দাদুর জন্য হাড়ভাঙা পাতা আর লাল মধু আনতে গিয়েছিল।

৩.৬ দাদুর পায়ের ব্যথা কোন ওষুধে সারবে?
উত্তর : দাদুর পায়ের ব্যথা হাড়ভাঙা পাতা বেটে লাল মধুর সঙ্গে মিশিয়ে লাগালে সারবে।

৩.৭ শম্ভ শেষপর্যন্ত মন থেকে কী দূর করতে পেরেছিল?
উত্তর : শম্ভ শেষপর্যন্ত মন থেকে ভয় দূর করতে পেরেছিল।

৩.৮ এই নাটকে মোট কয়টি চরিত্রের দেখা মেলে?
উত্তর : এই নাটকে মোট পাঁচটি চরিত্রের দেখা মেলে।

৪ ঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো :
১ শম্ভর বারো (বারো/তেরো/চোদ্দো) বছর বয়স।
২ বনের (পাহাড়ের/বনের/মাঠের) ধারে শম্ভর দাদুর ঘর।
৩ দিনেরবেলায় পাঠশালার সবচেয়ে দুরন্ত ছেলে শম্ভ (নিতাই/গুরু/শম্ভ)।
৪ হাড়ভাঙা পাতার গাছ সুসনি (সুসনি/শুশুনিয়া) পাহাড়ের মাথায়।
৫ শম্ভকে বাইরে যেতে বারণ করেছিল বেড়াল (কাক/গোরু/বেড়াল)।

 

৬. পাশের শব্দঝুড়ি থেকে ঠিক শব্দ নিয়ে বাক্যটি সম্পূর্ণ করো :
ধারালো, অসাড়, মধুর, শোঁ শোঁ, মনসাঝোপ।

উত্তর :৬.১ পাতার ফাঁক দিয়ে বাতাস বয় শোঁ শোঁ।
৬.২ বুড়ো দাদু অসাড় অচেতন হয়ে পড়ে থাকে।
৬.৩ হাতের তলায় মধুর শিশি খুঁজে পায়।
৬.৪ দূরে দূরে খানকতক মনসাঝোপ।
৬.৫ করাল কঠিন ধারালো ভারি।

৭. একই অর্থের শব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো :
উত্তর :বায়ু ➔ বাতাস।
শিক্ষক ➔ গুরুমশায়।
বিদ্যালয় ➔পাঠশালা।
অজানা ➔ অদৃশ্য।
শিলা ➔ পাথর।
আঁখি ➔ চক্ষু।

৮. বিপরীতার্থক শব্দ লিখে তা দিয়ে বাক্যরচনা করো :

উত্তর :
গরম (ঠান্ডা) ➔ ঠান্ডা জলে স্নান করতে হয়।
দুঃখ (সুখ) ➔ দুঃখ যখন আসে সুখ তখন পালিয়ে যায়।
দুরন্ত (শান্ত) ➔ আমাদের স্কুলের পরিবেশটা বেশ শান্ত।
ভয় (সাহস) ➔ সাহসীরা বিপদের সঙ্গে লড়তে পারে।
বন্ধ (খোলা) ➔ আমাদের বিদ্যালয়টা বেশ খোলামেলা।

১০. পাঠ থেকে ধ্বন্যাত্মক শব্দগুলি খুঁজে নিয়ে তার একটি তালিকা তৈরি করো : যেমন- খসখস।

উত্তর :ফসফস। মটমট। ফোঁসফোঁস। শোঁশোঁ। ঝাপুড়ঝুপুড়। সড়াৎ সড়াৎ।
১১. বাক্য বাড়াও : আলো

১১.১ আমি নেব। (কী নেব?)
উত্তর :আমি হাড়ভাঙা পাতা আর শিশি ভরে লাল মধু নেব।

১১.২ দাদু অচেতন হয়েছেন। (কীভাবে?)
উত্তর : দাদু গাছ থেকে পড়ে গিয়ে অচেতন হয়েছেন।

১১.৩ চাল নিজে গিয়ে কিনে এনেছিল। (কোথা থেকে?
উত্তর : চাল নিজে গিয়ে হাট থেকে কিনে এনেছিল।

১১.৪ নাকে গন্ধ আসছে। (কেমন গন্ধ?)
উত্তর : নাকে সোঁদা গন্ধ আসছে।

১১.৫ বনবেড়ালের দল মনসাঝোপের আড়াল দিয়ে ফিরে যায়। (কোথায়?)
উত্তর : বনবেড়ালের দল মনসাঝোপের আড়াল দিয়ে নিজেদের আস্তানায় ফিরে যায়।

Read More Class 4 Suggestion

আমাজনের জঙ্গলে Click Here
দুচাকার দুনিয়া Click Here
বিচিত্র সাধ Click Here
বনের খবর Click Here
মালগাড়ি Click Here
ছেলেবেলার দিনগুলি Click Here
বনভোজন Click Here
তোত্তো-চানের অ্যাডভেঞ্চার Click Here
আমি সাগর পাড়ি দেবো Click Here
দক্ষিণমেরু অভিযানClick Here
সত্যি চাওয়াClick Here
আলোClick Here

১২. নীচের বাক্যগুলির মধ্যে থেকে কর্তা, কর্ম ও ক্রিয়াপদগুলি খুঁজে বের করো : আলো
১২.১ আমি ওষুধ বলে দিচ্ছি।
১২.২ বাঁকারা লুকিয়ে আছে।
১২.৩ সূয্যি ডুবে গেছে কতক্ষণ!
১২.৪ ঝোপরা তাকে টিটকিরি দেয়।
১২.৫ দাদুকে আমি ভালো করে তুলব।

কর্তাকর্মক্রিয়া
আমিওষুধবলে দিচ্ছি
বাঁকারালুকিয়েআছে
সূয্যিডুবেগেছে
ঝোপরাটিটকিরিদেয়
আমিভালোতুলব
× close ad