Class 3 Amader Paribesh Model Activity Task February 2022 Answer | তৃতীয় শ্রেণি আমাদের পরিবেশ মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2022

Published On:

Class 3 Amader Paribesh Model Activity Task February 2022 Answer আপনারা সবাই জানেন যেহেতু লকডাউন চলছে তাই সমস্ত স্কুল-কলেজ কিন্তু বন্ধ রয়েছে স্টুডেন্টদের যাতে পড়াশোনার ক্ষতি না হয় তার জন্য রাজ্য সরকার ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত সবার জন্যই মডেলটা অ্যাক্টিভিটি টাস্ক দিয়ে দিয়েছে নিজস্ব ওয়েবসাইটে Class 3 Amader Paribesh Model Activity Task February 2022 Answer।

Class 3 Amader Paribesh Model Activity Task February 2022
Class 3 Amader Paribesh Model Activity Task February 2022 Answer
Telegram
  • Bengali Model Activity Task 2022
  • English Model Activity Task 2022
  • Math Model Activity Task 2022
  • Health and Physical Education Model Activity Task 2022
  • Environment Science Model Activity Task 2022
  • Class 7 Bengali Model Activity Task February 2022 Answer

Class 3 Amader Paribesh Education Model Activity Task February 2022 Answer

স্টুডেন্টরা প্রত্যেক মাসে একটা করে এই Model Activity Task পাবেন যেটা ফিলাপ করে স্কুল খুললে জমা দিতে হবে।

সর্বপ্রথম আজকে আমরা Model Activity Task 2022 যে দুটো দিয়েছে সেই দুটো নিয়ে আলোচনা করব এবং সাথে দিয়ে দেব পিডিএফ যেই পিডিএফ এর সম্পূর্ণ কিছু বিবরণ বিস্তারিত করা রয়েছে Class 3 Amader Paribesh Model Activity Task February 2022 Answer।

আপনারা করতে চাইলে পিডিএফ টা দেখে সম্পূর্ণ কাজটা করতে পারেন কারণ পিডিএফ এর মধ্যে A 2 Z সম্পন্ন কিছু দিয়ে দেওয়া হয়েছে Class 3 Amader Paribesh Model Activity Task February 2022 Answer

নিচের দেওয়া লিংকে ক্লিক করুন এবং ক্লাস ওয়ানের মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2022 জানুয়ারি মাসের ডাউনলোড করে নিন Class 3 Amader Paribesh Model Activity Task February 2022 Answer

Class 3 Amader Paribesh Model Activity Task February 2022 Answer

মডেল অ্যাক্টিভিটি টাস্ক February 2022
তৃতীয় শ্রেণি
Amader Paribesh (আমাদের পরিবেশ )
পূর্ণমান : ১৫


১. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখাে : ১x৩=৩ 

১. বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও

 উত্তর:

বাম স্তম্ভডান স্তম্ভ
১.১ পেঁয়াজ(খ) কাণ্ড
১.২ কাঁচকলা(গ) রক্তাল্পতা
১.৩ ফুলকপি(ক) কুঁড়ি
(ঘ) বীজ

২. একটি বাক্যে উত্তর দাও : ১x৩=৩

২.১ লালার প্রধান কাজ কী? 

উত্তর: লালা খাবার হজম করার কাজে লাগে।

২.২ খাদ্য কাকে বলে?

উত্তর: যা খেয়ে হজম করা যায় তা-ই হলো খাদ্য ।

২.৩ কাঁচা খাওয়া যায় এমন একটি আনাজের নাম লেখাে। 

উত্তর: কাঁচা খাওয়া যায় এমন একটি আনাজ হল – শসা / গাজর।

৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও : ২x৩=৬

৩.১ অনেক সময় আমরা খাবার হজম করতে পারি না কেন? 

  • উত্তর:  বেশি খেলে ।
  • খারাপ হয়ে যাওয়া খাবার খেলে ।
  • শরীর ভালো না থকলে ।

৩.২ এমন দুটি আনাজের নাম লেখাে যা মাটির নীচে হয়।

উত্তর: আলু ও গাজর।

৩.৩ নিমপাতা ও মােচা খাওয়ার উপকারিতা কী কী? 

উত্তর: চর্মরোগে চুলকানি বা খোস-পাঁচড়া হলে নিমের পাতা ব্যবহার করা যায়।
মোচাতে আছে ম্যাগনেশিয়াম, উদ্বেগ ও হতাশা কমায়। মন মেজাজ ভালো রাখে।

৪. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও : ৩x১=৩

“ফল শরীরের জন্য খুব দরকারী।” – এ বিষয়ে তােমার মতামত লেখাে।

উত্তর:  ফলের শাঁসে ও রসে অনেক দরকারি জিনিস থাকে যেগুলাে অন্য কোনাে খাবার থেকে পাওয়া যায় না, তাই নানারকম ফল শরীরের দরকার। এছাড়া অসুখ-বিসুখে শরীরের অঙ্গ-প্রত্যঙ্গগুলাে খুব। নিস্তেজ হয়ে পড়লে ফল খেলে দুর্বল শরীরে উপকার হয়। আবার রােগ আটকাতে ও মােটা হওয়ার সম্ভাবনা কমাতে ফল দরকারি। এমনকি যারা জল খেতে চায় না, ফল খেলে তাদের শরীর জলও পেয়ে যায়। 

Class 3 Amader Paribesh Model Activity Task February 2022 Answer

যদি আমরা কোন প্রশ্নের সঠিক উত্তর না দিতে পারি এবং উত্তরটা যদি ভুল হয় তাহলে অবশ্যই সঠিক উত্তর যেটা হবে সেটা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে তাহলে সবার বুঝতে সুবিধা হবে। এবং আমাদের ভুলের জন্য আমরা অবশ্যই আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী।
পোস্টটি ভাল লাগলে অবশ্যই শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে

Class 6 Health and Physical Education Model Activity Task February 2022 Answer

× close ad