কি করে E Shram Card Apply করবেন? কর্মসংস্থান মন্ত্রণালয় অসংগঠিত শ্রমিকদের একটি জাতীয় ডেটাবেস (NDUW) তৈরির জন্য e SHRAM পোর্টাল তৈরি করেছে, যা আধারের সাথে যুক্ত হবে। এতে তাদের কর্মসংস্থানের সর্বোত্তম উপলব্ধির জন্য নাম, পেশা, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, দক্ষতার ধরন এবং পারিবারিক বিবরণ ইত্যাদির বিবরণ থাকবে এবং তাদের কাছে সামাজিক নিরাপত্তা প্রকল্পের সুবিধাগুলি প্রসারিত হবে। এটি অভিবাসী শ্রমিক, নির্মাণ শ্রমিক, গিগ এবং প্ল্যাটফর্ম কর্মী সহ অসংগঠিত শ্রমিকদের প্রথম জাতীয় ডাটাবেস।
মাননীয় শ্রী ভূপেন্দ্র যাদব কর্তৃক ২৬ শে আগস্ট ২০২১ সালে ই -শ্রাম পোর্টালটি উদ্বোধন করেন । মন্ত্রী (এলএন্ডই) মাননীয় রাজ্য মন্ত্রী (এলএন্ডই) শ্রী রামেশ্বর তেলির উপস্থিতিতে।
E Shram Card কারা কারা আবেদন করতে পারবেন ?
এই পোর্টালের মাধ্যমে নির্মাণ শ্রমিক, পরিযায়ী শ্রমিক, হকার, ক্ষুদ্র ও প্রান্তিক চাষী,কৃষি শ্রমিক , ভাগ চাষি,জেলে মানুষ,পশুপালনে নিয়োজিত শ্রমিক,রোলিং এবং প্যাকিং বিল্ডিং, নির্মাণ শ্রমিক,চামড়া শ্রমিক,তাঁতি ছুতার,লবণ শ্রমিক, ইট ভাটা, পাথরের খনিতে কাজ করা শ্রমিক,কল কারখানায় নিযুক্ত শ্রমিক,খবর কাগজ বিক্রেতা, অটো ড্রাইভার,পরিযায়ী শ্রমিক,আশা -অঙ্গনওয়াড়ি কর্মী,১০০ দিনের কাজের শ্রমিক,সি এস সি কর্মী (ট্যাক্স না দিয়ে থাকলে )ও পরিচারকের মতো ইত্যাদি দেশের অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের বিভিন্ন সামাজিক সুরক্ষামূলক প্রকল্পের আওতায় আনা হবে, বৃহস্পতিবার এমনটাই জানানো হয়েছে কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের তরফে।
E Shram Card Registration 2021 – E Shram Card Online Application 2021
Scheme Name | E-Shram |
Authority | Ministry of Labor & Employment, Government of India |
Launched Date | 26th August 2021 |
Apply Mode | Online |
Official Website | https://eshram.gov.in/ |
E Shram Card কী ? এবং কি সুবিধা পাবেন?
কেন্দ্রীয় শ্রমমন্ত্রী ভূপেন্দ্র যাদব জানিয়েছেন, এই( E Shram Card Apply ) পোর্টালে রেজিস্ট্রেশন করা থাকলে সেই সমস্ত শ্রমিকের কাছে সরাসরি, সরকারি স্কিমের সুবিধা পৌঁছে দেওয়া যাবে। পাশাপাশি ই-শ্রম কার্ড যাঁদের থাকবে সেই শ্রমিকদের ২ লক্ষ টাকার বিমাও দেওয়া হবে। যদি কোনও শ্রমিকের দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয় অথবা সম্পূর্ণ অক্ষম হয়ে পড়েন, সেক্ষেত্রে বিনামূল্যে ২ লক্ষ টাকা বিমা পাবেন। আর দুর্ঘটনায় যদি কেউ আংশিক অক্ষম হয়ে পড়েন, তাহলেও ১ লক্ষ টাকা বিমা হিসাবে দেওয়া হবে।
জাতীয় টোল ফ্রি নম্বরও প্রকাশ করা হবে
টোল ফ্রি নাম্বার অফ প্রকাশ করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যাতে কোনো কর্মী E Shram নিয়ে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে তারা সরাসরি ফোন করতে পারবেন এই নম্বরে 14434
E-Shram Card Documents Required
- Aadhar Card
- Bank Passbook
- Ration card
- Electricity Bill
- Mobile Number Linked with Aadhar Number, e shram login
How to Apply E Shram Card Online
ই-শ্রম পোর্টালে ইতিমধ্যেই নাম রেজিষ্ট্রেশন শুরু হয়েছে।সারা দেশ জুড়ে অসংগঠিত শ্রমিকরা এই পোর্টালে নাম নথিভুক্ত করতে পারবেন। ই শ্রম পোর্টালে নাম নথিভুক্ত করলে শ্রমিকরা একটি E-Shram Card পাবেন,যেখানে ১২ সংখ্যা UAN Number(Universal Account Number) থাকবে।অসংগঠিত শ্রমিকদের জাতীয় পর্যায়ের ডেটাবেস তৈরি করে কেন্দ্রের নানা প্রকল্পের সুবিধা দেওয়ার আওতায় আনা হবে।
কি করে আবেদন করবেন তার সম্পূর্ণ প্রসেস নিচে step-by-step দেখিয়ে দেওয়া হল আপনারা অবশ্যই আবেদন করুন
1) প্রথমে আপনাকে ই-শ্রম পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইট লিংকঃ https://www.eshram.gov.in/
২) এরপর সেলফ রেজিস্ট্রার অন ই-শ্রম(Self Register On E-Shram) অপশনে ক্লিক করতে হবে।
৩) পরবর্তী পেজে আপনার মোবাইল নাম্বার ও নিচে থাকা ক্যাপচার কোর্ড বসিয়ে দিয়ে Send OTP তে ক্লিক করতে হবে। এরপর OTP বসিয়ে দিয়ে সাবমিট করতে হবে ও পরবর্তী পেজে আধার কার্ড নাম্বার বসিয়ে দিয়ে এগিয়ে যেতে হবে।
৪) এরপর পরবর্তী পেজে আপনার আধার কার্ডের সমস্ত ডিটেইলস দেখা যাবে-নাম,বাবার নাম,ঠিকানা, জন্ম তারিখ, ছবি ইত্যাদি এরপর নিচে Continue To Enter Others Details এ ক্লিক করে এগিয়ে যেতে হবে।
৫) এরপর পরের পেজে আপনার মোবাইল নাম্বার, জিমেইল আইডি, বাবার নাম,বিবাহিত কি না,রক্তের গ্রুপ ইত্যাদি সিলেক্ট করে Save & Continue এ ক্লিক করে এগিয়ে যেতে হবে।
৬) এরপর আপনাকে আপনার রাজ্যের নাম সিলেক্ট করতে হবে, আপনার জেলার নাম,ঠিকানা, গ্রাম, পিন কোর্ড ইত্যাদি বসিয়ে দেওয়ার পর আবারও নিচে Save & Continue এ ক্লিক করে এগিয়ে যেতে হবে।
৭) এরপর শ্রমিকের শিক্ষাগত যোগ্যতা, মাসিক ইনকাম,শ্রমিক কিরকম কাজ করে ইত্যাদি বসিয়ে দিয়ে Save & Continue এ ক্লিক করে এগিয়ে যেতে হবে।
৮) এরপর শ্রমিকের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে,নাম,ব্যাঙ্কের নাম,IFSC Code,শাখার নাম ইত্যাদি বসিয়ে দিয়ে এগিয়ে যেতে হবে।
৯) এরপর আপনি সমস্ত তথ্যের একবার Preview দেখতে পারবেন, যদি সবকিছু ঠিক মনে হয় নিচে T&C ক্লিক করে সাবমিটে ক্লিক করলেই আপনি আপনার কার্ডটি পেয়ে যাবেন।
এই ভাবেই আপনাকে আপনার সম্পূর্ণ ফর্মটা ফিলাপ করতে হবে যদি কোন সমস্যা হয়ে থাকে নিচে অবশ্যই কমেন্ট করুন
E Shram Card Registration Eligibility Criteria (আবেদনের জন্য কি যোগ্যতা লাগবে)
- বয়স 16-59 বছরের মধ্যে হতে হবে
- EPFO or ESIC সদস্য হলে হবে না
- আয়কর প্রদানকারী হলে হবে না
- অসংগঠিত খাতে কাজ করতে হবে
Application Fee (আবেদন ফী)
এর জন্য আপনাকে কোন পয়সা দিতে হবে না। কিন্তু পরবর্তীকালে যদি আপনি কোন আপডেট করা তে আসেন আপনার কার্ডে তাহলে কিন্তু আপনাকে 20 টাকা দিতে হবে
e-Shram Card Benefits (এ-শ্রাম কার্ডের সুবিধা)
এই কার্ড থাকলে আপনি সরকার থেকে নানা ধরনের সুযোগ-সুবিধা পাবেন যেগুলো আপনার খুবই প্রয়োজন হবে কি কি সুবিধা পাবেন তার লিস্ট দেখবো আপনার নিচে দেখে নিন
- আর্থিক সহায়তা
- সামাজিক নিরাপত্তা প্রকল্পের সুবিধা
- চাকরির সুযোগ পাবেন
- ভীম যোজনা বীমা সুবিধা
এবং আরো নানা ধরনের সুযোগ-সুবিধা আপনারা এইখানে পরবর্তীকালে থেকে পেতে শুরু করবেন
E-Shram Self Registration | Click Here |
Registration Through CSC Portal | Click Here |
CSC NDUW E Shramik Card Status | Click Here |
Update Profile | Click Here |
Update E-KYC | Click Here |
FAQs About e SHRAM Card Registration, Benefits, Status Check
E-Shram Card Help Line Number ?
Rafi Marg, New Delhi -110001
Email: help-shramsuvidha[at]gov[dot]in
Phone No : 011-23354722(2:00 PM to 5:00 PM on working days)
e-SHRAM registration Benefits ?
যদি কোনও শ্রমিকের দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয় অথবা সম্পূর্ণ অক্ষম হয়ে পড়েন, সেক্ষেত্রে বিনামূল্যে ২ লক্ষ টাকা বিমা পাবেন। আর দুর্ঘটনায় যদি কেউ আংশিক অক্ষম হয়ে পড়েন, তাহলেও ১ লক্ষ টাকা বিমা হিসাবে দেওয়া হবে।