Class 4 Bengali Question & Answer – দুচাকার দুনিয়া লেখক বিমল মুখার্জি
দুচাকার দুনিয়াযদি কোন কিছু বাদ পড়ে যায় তাহলে কিন্তু তোমরা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে। আমরা এই যে সাজেশন তৈরি করে দিলাম এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সমস্ত পরীক্ষার্থীদের জন্য তো অবশ্যই কিন্তু পুলিশ সাজেশনটা আপনারা কমপ্লিট করে নেবেন কারণ সমস্ত প্রশ্ন মাথায় রেখে এই সাজেশনটা তোমাদের জন্য তৈরি করা হয়েছে নিচে পিডিএফও দেওয়া রয়েছে অবশ্যই তোমরা ছেলেবেলার দিনগুলি পিডিএফ তাকে ডাউনলোড করে নেবে এবং তোমাদের বন্ধু-বান্ধবের সাথে অবশ্যই শেয়ার করে দেবে।
যদি কারো কোন কিছু জানার থাকে বা বলার থাকে দুচাকার দুনিয়া অবশ্যই নিজের কমেন্ট বক্সটিতে ক্লিক করে কমেন্ট করে দেবেন তাহলে আমাদেরও বুঝতে সুবিধা হবে কার কোথায় অসুবিধা রয়েছে বা সুবিধা হচ্ছে।
আশা করব দুচাকার দুনিয়া সম্পূর্ণ সাজেশনটা তোমাদের খুব কাজে আসবে তাই অনেক কষ্ট করে এই সাজেশনটা বানানো হয়েছে।
২০২৪ এর যারা পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু এই দুচাকার দুনিয়া সাজেশনটা তৈরি করা হয়েছে। ২০২৪ এর পরীক্ষার্থীদের যদি আরও কোন সাজেশন লেগে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করুন বা আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন এবং সার্চ বক্সে আপনি আপনার প্রশ্নটি লিখুন দেখবেন তার উত্তর নিচে আপনারা পেয়ে যাবেন এবং সমস্ত সাবজেক্টের সাজেশন প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আমাদের ওয়েব পেজটাকে বুক মার্ক করে রাখুন তাতে তোমাদের সুবিধা হবে। দুচাকার দুনিয়া
চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত হতে পারো টেলিকম চ্যানেলের লিংক নিচে দেওয়া রয়েছে ধন্যবাদ।
Class 4 Bengali Question & Answer – দুচাকার দুনিয়া
1. লেখক বিমল মুখার্জি কে ছিলেন?
উত্তর :লেখক বিমল মুখার্জি ছিলেন একজন দুঃসাহসিক অভিযাত্রী।
2. গভীর রাতে বাঘ লেখকের বাংলোতে এসে কী করেছিল?
উত্তর : গভীর রাতে একটি হৃষ্টপুষ্ট বাঘ গোটা বাড়িটা প্রদক্ষিণ করছিল। আঁচড় কেটে জানালার মধ্যে ফাঁক খুঁজছিল।
3. লেখকের পৃথিবী ভ্রমণ অভিযানের নেতা কে ছিলেন?
উত্তর : অশোক মুখার্জি।
4. অশোক ও আনন্দের মধ্যে কী সম্পর্ক ছিল?
উত্তর : অশোক ও আনন্দ সম্পর্কে জ্যাঠতুতো ও খুড়তুতো ভাই ছিল।
5. লেখকেরা কখন চন্দননগরে পৌঁছেছিলেন?
উত্তর : রাত ৯টার সময় লেখকেরা চন্দননগরে পৌঁছেছিলেন।
6. পালামৌ জঙ্গলে লেখকরা কোথায় রাত্রিবাস করেছিলেন?
উত্তর : ইন্সপেকশন বাংলোয় লেখকেরা রাত্রিবাস করেছিলেন।
7. লেখকের সঙ্গে কোন্ আলো ছিল? তার সাহায্যে তাঁরা কী করেছিলেন?
উত্তর : লেখকের সঙ্গে অ্যাসিটিলিন আলো ছিল। তার সাহায্যে লেখকরা একটা ঘর সাফ করে রাতের খাওয়া শেষ করেছিলেন।
8. বাঘ জানালার কাছে আসা মাত্র অশোক কী করেছিলেন?
উত্তর : বাঘ জানালার কাছে আসা মাত্র অশোক ০.৪৫ পিস্তল থেকে একটা গুলি ছুঁড়েছিলেন।
9. লেখক কবে পৃথিবী ভ্রমণ শুরু করেন?
উত্তর : ১৯২৬ সালের ১২ ডিসেম্বর লেখক পৃথিবী ভ্রমণ শুরু করেন।
10. লেখকের তিন বন্ধুর নাম লেখো।
উত্তর : অশোক মুখার্জি, আনন্দ মুখার্জি ও মনীন্দ্র ঘোষ ছিলেন লেখকের তিন বন্ধু।
11. লেখকদের ভূপর্যটনের বাহন কী ছিল?
উত্তর : লেখকদের বাহন ছিল চারখানা সাইকেল।
12. কোথা থেকে যাত্রা শুরু হয়েছিল?
উত্তর : কলকাতার টাউন হল থেকে যাত্রা শুরু হয়েছিল।
13. চৌকিদার বাঘটি সম্বন্ধে কী বলেছিল?
উত্তর : চৌকিদার বলেছিল বাঘটা বোধহয় মানুষখেকো নয়। সে রোজ রাতে বাংলোয় আসে খাবারের খোঁজে টহল দিয়ে যায়।
14. বিহারের পথে জিটি রোডে লেখক কী কী পশুপাখি দেখেছেন?
উত্তর : লেখক ব্ল্যাক বাক, স্পটেড ডিয়ার, সারস, ফ্লেমিঙ্গো, হেরন পাখি ও রাস্তা জুড়ে অগণিত ঘুঘুপাখি দেখেছেন।
Read More:- Class 4 All Subject