উচ্চ মাধ্যমিক বাংলা কবিতা সাজেশন 2024 – নানা রঙের দিন

Published On:

Higher Secondary Bengali Suggestion 2024 | উচ্চ মাধ্যমিক সাজেশন ২০২4 যদি যদি কোন কিছু বাদ পড়ে যায় তাহলে কিন্তু তোমরা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে। আমরা এই যে সাজেশন তৈরি করে দিলাম এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সমস্ত পরীক্ষার্থীদের জন্য তো অবশ্যই কিন্তু full সাজেশনটা আপনারা কমপ্লিট করে নেবেন কারণ সমস্ত প্রশ্ন মাথায় রেখে এই সাজেশনটা তোমাদের জন্য তৈরি করা হয়েছে নিচে পিডিএফও দেওয়া রয়েছে অবশ্যই তোমরা পিডিএফ তাকে করে নেবে এবং তোমাদের বন্ধু-বান্ধবের সাথে অবশ্যই শেয়ার করে দেবে।

Higher Secondary Bengali Suggestion 2024 যদি কারো কোন কিছু জানার থাকে বা বলার থাকে অবশ্যই নিজের কমেন্ট বক্সটিতে ক্লিক করে কমেন্ট করে দেবেন তাহলে আমাদেরও বুঝতে সুবিধা হবে কার কোথায় অসুবিধা রয়েছে বা সুবিধা হচ্ছে। Higher Secondary Bengali Suggestion 2024 আশা করব সম্পূর্ণ সাজেশনটা তোমাদের খুব কাজে আসবে তাই অনেক কষ্ট করে এই সাজেশনটা বানানো হয়েছে।

Higher Secondary Bengali Suggestion 2024 দেবে তাদের জন্য কিন্তু এই অংকে সাজেশনটা তৈরি করা হয়েছে। ২০২৩ এর মাধ্যমিক পরীক্ষার্থীদের যদি আরও কোন সাজেশন লেগে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করুন বা আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন এবং সার্চ বক্সে আপনি আপনার প্রশ্নটি লিখুন দেখবেন তার উত্তর নিচে আপনারা পেয়ে যাবেন এবং সমস্ত সাবজেক্টের সাজেশন প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আমাদের ওয়েব পেজটাকে বুক মার্ক করে রাখুন তাতে তোমাদের সুবিধা হবে।

চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত হতে পারো টেলিকম চ্যানেলের লিংক নিচে দেওয়া রয়েছে ধন্যবাদ। Higher Secondary Bengali Suggestion 2024

নানা রঙের দিন

নানা রঙের দিন – উচ্চ মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৩ – বাংলা নাটক MCQ প্রশ্নোত্তর [মান ১] সঠিক উত্তরটি নির্বাচন করো

1. “মাইরি এই না হলো অ্যাকটিং!” একথা বলেছে (ক) কালীনাথ (খ) রজনীবাবু (গ) দর্শক (ঘ) রামব্রিজ
Ans. (খ) রজনীবাবু

2. “Life’s but a walking shadow” – কোন নাটকে কথাগুলি আছে? (ক) ম্যাকবেথ (খ) কিংলিয়র (গ) হ্যামলেট (ঘ) ওথেলো
Ans. (ঘ) ওথেলো

3. “গ্রিনরুমে ঘুমোই..”– কে ঘুমোন? (ক) কালীনাথ সেন (খ) রামব্রীজ (গ) রজনীকান্ত চট্টোপাধ্যায় (ঘ) রামচরণ
Ans. (ক) কালীনাথ সেন

4. “শাহাজাদি! সম্রাটনন্দিনী! মৃত্যুভয় দেখাও কাহারে ?” কোন নাটকের সংলাপ ? (ক) জনা (খ) মেবার পতন (গ) রিজিয়া (ঘ) নূরজাহান
Ans. (গ) রিজিয়া

5. নানা রঙের দিন’ নাটকের অভিনেতা রজনীকান্তর বয়স (ক) ৫০ বছর (খ) ৬৮ বছর (গ) ৬০ বছর (ঘ) ৭০ বছর
Ans. (খ) ৬৮ বছর

6. “এ সব থিয়েটারী ভাষায় কী বকছেন বলুন তো?” (ক) প্রলাপ (খ) বেতাল (গ) বেচাল (ঘ) আবোল-তাবোল
Ans. (ঘ) আবোল-তাবোল

7. “তারপর একদিন চাকরিটা ছেড়ে দিলাম কারণ~ (ক) স্বাধীনভাবে জীবন চালাতে চাইলাম (খ) নাটক নিয়ে জীবন শুরু করলাম (গ) ভালো চাকরির আশায় তৈরি হতে লাগলাম (ঘ) ব্যবসায়ী হওয়ার তালিম চলতে লাগল
Ans. (খ) নাটক নিয়ে জীবন শুরু করলাম

8. “আর জীবনে ভোর নেই, সকাল নেই, দুপুর নেই, সন্ধেও ফুরিয়েছে- এখন শুধু” (ক) মৃত্যুর অপেক্ষা (খ) মাঝ রাত্রির অপেক্ষা (গ) বার্ধক্যের অপেক্ষা (ঘ) স্বপ্নের অপেক্ষা
Ans. (খ) মাঝ রাত্রির অপেক্ষা

9. “Farewell the tranquil mind! farewell content!” — কথাগুলো (ক) ওথেলোর (খ) ম্যাকবেথের (গ) সিজারের (ঘ) অ্যান্টোনিওর
Ans. (ক) ওথেলোর

10. “রাজনীতি বড় কুট”– বক্তা হলেন— (ক) মোরাদ (খ) যশোবন্ত (গ) ঔরঙ্গজেব (ঘ) শাহজাহান
Ans. (গ) ঔরঙ্গজেব

11. “তাহলে সে রাজনীতি আমার জন্য নয়।” সংলাপটি কার ? (ক) মিরজুমলা (খ) সিরাজ (গ) কালীনাথ (ঘ) রজনী
Ans. (গ) কালীনাথ

12. “শিল্পকে যে মানুষ ভালোবেসেছে”– তার (ক) একাকিত্ব নেই (খ) বার্ধক্য নেই (গ) রোগ নেই (ঘ) মৃত্যু নেই
Ans. (খ) বার্ধক্য নেই

13. “আমার শিরায় শিরায় কি জল বইছে? রক্ত বইছে না?” বক্তার শিরায় শিরায় বইছে— (ক) রাজরক্ত (খ) নেশার রক্ত (গ) সদবংশের রক্ত (ঘ) পবিত্র রক্ত
Ans. (গ) সদবংশের রক্ত

14. “এক পা এক পা করে এগিয়ে চলেছে”— (ক) গ্রিনরুমের দিকে (খ) মৃত্যুর দিকে (গ) অডিটোরিয়ামের দিকে (ঘ) বাড়ির দিকে
Ans. (খ) মৃত্যুর দিকে

অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর [মান ১]

1. “তার দরুন আজ সন্ধেবেলা নগদ তিনটে টাকা বকশিশও দিলুম ওকে”– কাকে, কী কারণে বকশিশ দেওয়া হয়েছিল ?
Ans. অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় রামব্রীজকে তিন টাকা বকশিশ দিয়েছিলেন, কারণ গত রাতে রজনী মদ গিলে গ্রিনরুমে পড়েছিলেন। তাকে ঘুম থেকে তুলে ট্যাক্সিতে তুলে দিয়েছিলেন রামব্রীজ।

2. “কাম অন, কুইক! মহম্মদের ক্যাচটা দাও তো”– মহম্মদ কে? কে মহম্মদের ক্যাচ দিয়েছিলেন ?
Ans. মহম্মদ হলেন মোগল সম্রাট ঔরঙ্গজেবের পুত্র। মহম্মদের ক্যাচ দিয়েছিলেন প্রম্পটার কালীনাথ সেন।

3. “এই তো জীবনের সত্য কালীনাথ”– সত্যটি কী ?
Ans. যার প্রতিভা আছে বয়স তার প্রতিবন্ধক হয় না। বয়সে তার কিছু যায় আসে না। এটাই তো জীবনের সত্য ও এই সত্যই উপলদ্ধি হয়েছে রজনীকান্তের।

4. “মৃত্যুভয়ের ওপর সে তো হাসতে হাসতে ডাকাতি করতে পারে”– কে ডাকাতি করতে পারে ?
Ans. যে মানুষ শিল্পকে ভালোবেসেছে সে বার্ধক্য, একাকিত্ব, রোগকে জয় করে মৃত্যুভয়কেও হাসতে হাসতে ডাকাতি করতে পারে।

5. “যা করেছি ধর্মের জন্য”— ধর্মের জন্য কে, কী করেছিলেন?
Ans. ‘নানা রাঙা দিন’ নাটকে নাট্যকার অজিতেশ বন্দ্যোপাধ্যায় সাজাহান’ নাটকের প্রসঙ্গ উত্থাপন করেছেন। নাটকটিতে দেখা যায়, ঔরঙ্গজেব ধর্মের জন্য সকলকে খুন করে সিংহাসন দখল করেছিলেন।

6. “তখন মনে মনে কত আশা, কত প্ল্যান”– কে, কীসের আশা বা প্ল্যান করেছিলেন?
Ans. ‘নানা রঙের দিন’ নাটকে তরুণ রজনী অভিনয় জীবনে একটি মেয়ের প্রেমে পড়েছিলেন, সেই মেয়েটিকে বিয়ে করার আশা বা প্ল্যানের কথাই এখানে বলা হয়েছে।

7. “বাঃ বাঃ বুঢ্ঢা। আচ্ছা হি কিয়া।” কে, কাকে একথা বলেছেন?
Ans. ‘নানা রঙের দিন’ নাটকে আলোচ্য কথাগুলি রজনী রামব্রীজকে বলেছেন।

8. “ও কী বললো জানো?” এখানে ‘ও’ বলতে কার কথা বলা হয়েছে? সে কাকে, কী বলেছিল?
Ans. ‘নানা রঙের দিন’ নাট্যাংশ থেকে উদ্ধৃতাশংটিতে রজনীর প্রেমিকার কথা বলা হয়েছে। রজনী তাকে বিয়ে করতে চাইলে সে রজনীকে অভিনয় পেশা ত্যাগ করতে বলেছিল।

রচনাধর্মী প্রশ্নোত্তর [মান ৫]

1. “আমার আপনজন কেউ নেই–বউ নেই, ছেলেমেয়ে নেই। সঙ্গীসাথী নেই, কেউ কোথাও নেই— আমি একদম একা একেবারে নিঃসঙ্গ”- বক্তা কে? উক্তিটিতে বক্তার কী ভাবনা প্রকাশ পেয়েছে?
অথবা,
“জীবনে ভোর নেই, সকাল নেই, দুপুর নেই— সন্ধেও ফুরিয়েছে— এখন শুধু মাঝরাত্তিরের অপেক্ষা।” উক্তিটিতে বক্তার যে মনোভাব প্রকাশ পেয়েছে, তা আলোচনা করো।
অথবা,
“যারা বলে অভিনয় একটা পবিত্র শিল্প, তারা সব গাধা, গাধা।” বক্তা কে? উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো।

2. ‘নানা রঙের দিন’ নাটকটির নামকরণের সার্থকতা বিচার করো।

3. “ শিল্পকে যে মানুষ ভালোবেসেছে— তার বার্ধক্য নেই কালীনাথ” – ‘নানা রঙের দিন’ নাটক অবলম্বনে মন্তব্যটির তাৎপর্য লেখো।

4. ‘নানা রঙের দিন’ নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র বিশ্লেষণ করো।

5. “ আমাদের দিন ফুরিয়েছে!” কে, কার প্রসঙ্গে এই উক্তি করেছেন? বক্তার এই উপলব্ধির কারণ ব্যাখ্যা করো।

× close ad