Madhyamik History Suggestion 2023
মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২3
Madhyamik History Suggestion 2023 | মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২3 যদি যদি কোন কিছু বাদ পড়ে যায় তাহলে কিন্তু তোমরা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে। আমরা এই যে সাজেশন তৈরি করে দিলাম এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সমস্ত পরীক্ষার্থীদের জন্য তো অবশ্যই কিন্তু full সাজেশনটা আপনারা কমপ্লিট করে নেবেন কারণ সমস্ত প্রশ্ন মাথায় রেখে এই সাজেশনটা তোমাদের জন্য তৈরি করা হয়েছে নিচে পিডিএফও দেওয়া রয়েছে অবশ্যই তোমরা পিডিএফ তাকে করে নেবে এবং তোমাদের বন্ধু-বান্ধবের সাথে অবশ্যই শেয়ার করে দেবে।
যদি কারো কোন কিছু জানার থাকে বা বলার থাকে অবশ্যই নিজের কমেন্ট বক্সটিতে ক্লিক করে কমেন্ট করে দেবেন তাহলে আমাদেরও বুঝতে সুবিধা হবে কার কোথায় অসুবিধা রয়েছে বা সুবিধা হচ্ছে। Madhyamik History Suggestion 2023
আশা করব সম্পূর্ণ সাজেশনটা তোমাদের খুব কাজে আসবে তাই অনেক কষ্ট করে এই সাজেশনটা বানানো হয়েছে।
Madhyamik History Suggestion 2023 দেবে তাদের জন্য কিন্তু এই অংকে সাজেশনটা তৈরি করা হয়েছে। ২০২৩ এর মাধ্যমিক পরীক্ষার্থীদের যদি আরও কোন সাজেশন লেগে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করুন বা আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন এবং সার্চ বক্সে আপনি আপনার প্রশ্নটি লিখুন দেখবেন তার উত্তর নিচে আপনারা পেয়ে যাবেন এবং সমস্ত সাবজেক্টের সাজেশন প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আমাদের ওয়েব পেজটাকে বুক মার্ক করে রাখুন তাতে তোমাদের সুবিধা হবে। Madhyamik History Suggestion 2023
চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত হতে পারো টেলিকম চ্যানেলের লিংক নিচে দেওয়া রয়েছে ধন্যবাদ।
Madhyamik History Suggestion 2023
বিভাগ-ক – ইতিহাসের ধারনা প্রশ্ন উত্তর – মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২3 – Madhyamik History Suggestion 2023
বহুবিকল্পভিত্তিক প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান-১)
- ইন্দিরা গান্ধিকে লেখা জওহরলাল নেহরুর চিঠিগুলির হিন্দি অনুবাদ করেছেন
(ক) মুন্সি প্রেমাদ (খ) কৃষণ চন্দর (গ) খুশবন্ত সিং (ঘ) সাদাৎ হাসান মান্টো
উত্তরঃ (ক) মুন্সি প্রেমাদ - ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহ সিপাহীদের আত্মবিশ্বাস এনেছিল
(ক) সিপাহীরা ক্রিকেট খেলা শিখেছিল বলে (খ) সিপাহীরা ক্রিকেট ইংরেজদের মতো খেলত বলে (গ) সিপাহীরা মাঝে মাঝে ইংরেজদের পরাজিত করত বলে (ঘ) সাঁওতাল বিদ্রোহ সংঘটিত হবে বলে
উত্তরঃ (গ) সিপাহীরা মাঝে মাঝে ইংরেজদের পরাজিত করত বলে - সত্তর বৎসর’গ্রন্থটি যাঁর জীবনকে অবলম্বন করে রচিত তিনি হলেন
(ক) সরলাদেবী চৌধুরানী (খ) রবীন্দ্রনাথ ঠাকুর (গ) বিপিনচন্দ্র পাল (ঘ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
উত্তরঃ (গ) বিপিনচন্দ্র পাল - ভারতে ফুটবল খেলার প্রচলন করেন
(ক) ইংরেজরা (খ) পর্তুগীজরা (গ) ফরাসিরা (ঘ) ওলন্দাজরা
উত্তরঃ (ক) ইংরেজরা - সাধারণ মানুষ-এর সামাজিক জীবন নিয়ে ইতিহাসচর্চা শুরু হয়
(ক) ১৯৬০ খ্রিস্টাব্দে (খ) ১৯৭০ খ্রিস্টাব্দে (গ) ১৯৮০ খ্রিস্টাব্দে (ঘ) ১৯৯০ খ্রিস্টাব্দে
উত্তরঃ (ক) ১৯৬০ খ্রিস্টাব্দে - মোহনবাগান আই এফ এ শিল্ড জয়লাভ করে
(ক) ১৯১০ খ্রিস্টাব্দে (খ) ১৯১১ খ্রিস্টাব্দে (গ) ১৯১২ খ্রিস্টাব্দে (ঘ) ১৯১৩ খ্রিস্টাব্দে
উত্তরঃ (খ) ১৯১১ খ্রিস্টাব্দে - মেকলে মিনিটস’-এ যে বিষয়টি প্রাধান্য পেয়েছে, তা হল
(ক) সমাজ (খ) শিক্ষা (গ) অর্থনীতি (ঘ) রাজনীতি
উত্তরঃ (খ) শিক্ষা - এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি’ গ্রন্থের রচয়িতা হলেন
(ক) ইরফান হাবিব (খ) ডেভিড আর্নল্ড (গ) প্রফুল্লচন্দ্র রায় (ঘ) জে ডি বার্নাল
উত্তরঃ (গ) প্রফুল্লচন্দ্র রায় - ভারতে খেলার ইতিহাসের সূত্রপাত হয়
(ক) ১৯৬০ খ্রিস্টাব্দে (খ) ১৯৭০ খ্রিস্টাব্দে (গ) ১৯৮৮ খ্রিস্টাব্দে (ঘ) ২০০১ খ্রিস্টাব্দে
উত্তরঃ (গ) ১৯৮৮ খ্রিস্টাব্দে - মানুষ চাকা আবিষ্কার করেছিল আনুমানিক
(ক) ৩৬০০ খ্রিস্টপূর্বাব্দ নাগাদ (খ) ৩৫০০ খ্রিস্টপূর্বাব্দ নাগাদ (গ) ৩২০০ খ্রিস্টপূর্বাব্দ নাগাদ (ঘ) ৩১০০ খ্রিস্টপূর্বাব্দ নাগাদ
উত্তরঃ (খ) ৩৫০০ খ্রিস্টপূর্বাব্দ নাগাদ - প্যারিতে চলচ্চিত্রের জন্ম হয় ১৮৯৫ খ্রিস্টাব্দের ।
(ক) ২৮ ডিসেম্বর (খ) ২৯ ডিসেম্বর (গ) ২৭ ডিসেম্বর (ঘ) ২০ ডিসেম্বর
উত্তরঃ (ক) ২৮ ডিসেম্বর - ভারতবর্ষে কিচেন গার্ডেনের ধারণা আনে।
(ক) পর্তুগীজরা (খ) ইংরেজরা (গ) ওলন্দাজরা (ঘ) দিনেমাররা
উত্তরঃ (গ) ওলন্দাজরা - হিন্দুস্থানের জনজীবন’-এর লেখক হলেন
(ক) নীহাররঞ্জন রায় (খ) রাখালদাস বন্দ্যোপাধ্যায় (গ) দয়ারাম সাহানি (ঘ) কে এম আসরফ
উত্তরঃ (ঘ) কে এম আসরফ - ভারতে প্রথম চলচ্চিত্র প্রদর্শন হয়।
(ক) বোম্বাইতে (খ) কলকাতায় (গ) মাদ্রাজে (ঘ) দিল্লীতে
উত্তরঃ (ক) বোম্বাইতে - নতুনসামাজিক ইতিহাসকে বাদ দিয়ে ইতিহাসচর্চা মূল্যহীন কারণ
(ক) নতুন সামাজিক ইতিহাসে সমাজজীবনের পরিচয় পাওয়া যায় (খ) নতুন সামাজিক ইতিহাস মানুষের কথা বলে
(গ) এই ইতিহাস সময়ের সঙ্গে সাধারণ মানুষ ও তার পারিপার্শ্বের বদলে যাওয়ার ইতিবৃত্তকে তুলে ধরে
(ঘ) এগুলির কোনোটিই নয়
উত্তরঃ (গ) এই ইতিহাস সময়ের সঙ্গে সাধারণ মানুষ ও তার পারিপার্শ্বের বদলে যাওয়ার ইতিবৃত্তকে তুলে ধরে - সামাজিক বিজ্ঞান অ্যাসোসিয়েশন গঠিত হয়
(ক) ১৯৭২ খ্রিস্টাব্দে (খ) ১৯৭৬ খ্রিস্টাব্দে (গ) ১৯৮২ খ্রিস্টাব্দে (ঘ) ১৯৯৭ খ্রিস্টাব্দে
উত্তরঃ (খ) ১৯৭৬ খ্রিস্টাব্দে - ভারতে রণজিৎ গুহ নিম্নবর্গের ইতিহাসচর্চার সূচনা করেন।
(ক) ১৯৮২ খ্রিস্টাব্দে (খ) ১৯৭২ খ্রিস্টাব্দে (গ) ১৯৯১ খ্রিস্টাব্দে (ঘ) ১৯৭৭ খ্রিস্টাব্দে
উত্তরঃ (ক) ১৯৮২ খ্রিস্টাব্দে - কোন ভারতীয় ক্লাব প্রথম পাঁচ বছর কলকাতা ফুটবল লিগে জয়ী হয়?
(ক) মোহনবাগান (খ) ইস্টবেঙ্গল (গ) এরিয়ান (ঘ) মহামেডান স্পোটিং
উত্তরঃ (ঘ) মহামেডান স্পোটিং - সামাজিক ইতিহাস নিয়ে চর্চা করেন।
(ক) রণজিৎ গুহ (খ) অ্যাডাম স্মিথ (গ) জুরাগন কেকা (ঘ) জেমস মিল
উত্তরঃ (গ) জুরাগন কেকা - বোরিয়া মজুমদার ও কৌশিক বন্দ্যোপাধ্যায় কোন বিষয়ে ইতিহাসচর্চা করেন?
(ক) খেলা (খ) সামরিক (গ) সামাজিক (ঘ) খাদ্যাভ্যাস
উত্তরঃ (ক) খেলা - বেঙ্গলি থিয়েটার কবে প্রতিষ্ঠিত হয়?
(ক) ১৭৮১ খ্রিস্টাব্দে (খ) ১৮৯৫ খ্রিস্টাব্দে (গ) ১৮৭৫ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৫৯ খ্রিস্টাব্দে
উত্তরঃ (গ) ১৮৭৫ খ্রিস্টাব্দে - ভারতের প্রাচীনতম গুহাচিত্র
(ক) অজন্তা (খ) ভীমবেটকা (গ) ইলোরা (ঘ) আলতামিরা
উত্তরঃ (খ) ভীমবেটকা
- নবান্ন’ নাটকটির লেখক কে?
(ক) উৎপল দত্ত (খ) মধুসূদন দত্ত (গ) দীনবন্ধু মিত্র (ঘ) বিজন ভট্টাচার্য
উত্তরঃ (ঘ) বিজন ভট্টাচার্য
- ভারতে প্রথম মুক্তিপ্রাপ্ত ছবিটির নাম কী?
(ক) রাজা হরিশচন্দ্র (খ) আলম আরদ (গ) মুঘল-ই-আজম (ঘ) সীতার বনবাস
উত্তরঃ (ক) রাজা হরিশচন্দ্র
- রাজা হরিশচন্দ্র’ ছবিটির পরিচালক কে ছিলেন?
(ক) দাদাভাই নওরোজি (খ) দাদাসাহেব ফালকে (গ) সত্যজিৎ রায় (ঘ) মৃণাল সেন
উত্তরঃ (খ) দাদাসাহেব ফালকে
- নেতাজি সুভাষচন্দ্র বসু কোন্ প্রেক্ষাগৃহটি উদবোধন করেন?
(ক) পূরবী (খ) ভারতী (গ) কমলা (ঘ) চিত্রা
উত্তরঃ (ঘ) চিত্রা
- কোন ভারতীয় চিত্রপরিচালক অস্কার পুরস্কার পান?
(ক) দাদাসাহেব ফালকে (খ) সত্যজিৎ রায় (গ) ঋত্বিক ঘটক (ঘ) তরুণ মজুমদার
উত্তরঃ (খ) সত্যজিৎ রায়
- ভারতে ঘোড়ার পিঠে ডাক প্রবর্তন করেন।
(ক) আকবর (খ) অশোক (গ) কণিষ্ক (ঘ) শেরশাহ
উত্তরঃ (ঘ) শেরশাহ
- রেলপথ ও টেলিগ্রাফ কোন্ বিদ্রোহ দমনে সাহায্য করেছিল?
(ক) মহাবিদ্রোহ (খ) সাঁওতাল বিদ্রোহ (গ) চুয়াড় বিদ্রোহ (ঘ) সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ
উত্তরঃ (ক) মহাবিদ্রোহ
- নদীয়া কাহিনী’ গ্রন্থটির লেখক কে ছিলেন?
(ক) কুমুদনাথ মল্লিক (খ) রাধানাথ বসু (গ) শিবনাথ শাস্ত্রী (ঘ) রামরাম বসু
উত্তরঃ (ক) কুমুদনাথ মল্লিক
- আদিনা মসজিদ কোথায় অবস্থিত?
(ক) মুরশিদাবাদে (খ) ঢাকাতে (গ) পাণ্ডুয়াতে (ঘ) বারাসতে
উত্তরঃ (গ) পাণ্ডুয়াতে
- বিপিনচন্দ্র পালের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কী?
(ক) সত্তর বৎসর (খ) জীবনস্মৃতি (গ) জীবনের ঝরাপাতা (ঘ) যতদূর মনে পড়ে
উত্তরঃ (ক) সত্তর বৎসর
- প্রাচীন ভারতের বিখ্যাত চিকিৎসক হলেন
(ক) ইমহোটেপ (খ) জেনার (গ) লুই পাস্তুর (ঘ) চরক
উত্তরঃ (ঘ) চরক
- শ্রীরামপুর শহরটি কারা প্রতিষ্ঠা করেন?
(ক) ইংরেজরা (খ) ফরাসিরা (গ) দিনেমাররা (ঘ) ওলন্দাজরা
উত্তরঃ (ক) ইংরেজরা
- পরিবেশের ইতিহাসচর্চার সূত্রপাত হয় কোন্ দেশে?
(ক) ফ্রান্সে (খ) সুইডেনে (গ) ইটালিতে (ঘ) আমেরিকাতে
উত্তরঃ (ঘ) আমেরিকাতে
- সত্তর বৎসর কোন পত্রিকাতে প্রথম ছাপা হয় ?
(ক) বঙ্গদর্শন (খ) প্রবাসী (গ) বঙ্গদূত (ঘ) সমাচার দর্পণ
উত্তরঃ (খ) প্রবাসী
- জীবনস্মৃতি’ কার আত্মজীবনী?
(ক) রবীন্দ্রনাথের (খ) অরবিন্দের (গ) রথীন্দ্রনাথের (ঘ) বঙ্কিমচন্দ্রের
উত্তরঃ (ক) রবীন্দ্রনাথের
- জীবনস্মৃতি’ প্রথম প্রকাশিত হয়।
(ক) ১৯১৩ খ্রিস্টাব্দে (খ) ১৯১২ খ্রিস্টাব্দে (গ) ১৯১৪ খ্রিস্টাব্দে (ঘ) ১৯১৫ খ্রিস্টাব্দে
উত্তরঃ (খ) ১৯১২ খ্রিস্টাব্দে
- সরলাদেবী চৌধুরানীর আত্মজীবনীর নাম হল
(ক) জীবনস্মৃতি (খ) সত্তর বৎসর (গ) জীবনের ঝরাপাতা (ঘ) আমার মেয়েবেলা
উত্তরঃ (গ) জীবনের ঝরাপাতা
- বঙ্গদর্শন’ পত্রিকাটি কখন প্রথম প্রকাশিত হয়?
(ক) ১৮৭২ খ্রিস্টাব্দে (খ) ১৮৭৫ খ্রিস্টাব্দে (গ) ১৮৭৬ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৮২ খ্রিস্টাব্দে
উত্তরঃ (ক) ১৮৭২ খ্রিস্টাব্দে
- বঙ্গদর্শন’ পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?
(ক) রবীন্দ্রনাথ (খ) বঙ্কিমচন্দ্র (গ) শরৎচন্দ্র (ঘ) নজরুল ইসলাম
উত্তরঃ (খ) বঙ্কিমচন্দ্র
- সোমপ্রকাশ’ পত্রিকাটি কখন প্রথম প্রকাশিত হয়?
(ক) ১৮৭৪ খ্রিস্টাব্দে (খ) ১৮৫৮ খ্রিস্টাব্দে (গ) ১৮৬১ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৮৪ খ্রিস্টাব্দে
উত্তরঃ (খ) ১৮৫৮ খ্রিস্টাব্দে
- সোমপ্রকাশ’ পত্রিকাটির প্রথম সম্পাদক ছিলেন
(ক) দ্বারকানাথ বিদ্যাভূষণ (খ) দ্বারকানাথ ঠাকুর (গ) দেবেন্দ্রনাথ ঠাকুর (ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ (ক) দ্বারকানাথ বিদ্যাভূষণ
Madhyamik Life Science Suggestion
বিভাগ-খ – ইতিহাসের ধারনা প্রশ্ন উত্তর – মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২১ – Madhyamik History Suggestion 2023
অতিসংক্ষিপ্ত প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান-১)
- কত খ্রিস্টাব্দে বঙ্গদর্শন’ পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়?
উত্তরঃ ১৮৭২ খ্রিস্টাব্দে
- সামরিক ইতিহাসচর্চা প্রথম কোথায় শুরু হয় ?
উত্তরঃ ইংল্যান্ডে
- ছেড়ে আসা গ্রাম’ কী ধরনের সাহিত্য ?
উত্তরঃ স্মৃতিকথামূলক গ্রন্থ
- ভারতের নিম্নবর্গের ইতিহাসচর্চার সূত্রপাত কে করেন?
উত্তরঃ রণজিৎ গুহ
- ইউরোপে নিম্নবর্গের ইতিহাসচর্চা করেন এমন একজন ঐতিহাসিকের নাম লেখো।
উত্তরঃ এরিখ হবসবম
- অ্যানাল গোষ্ঠীর ঐতিহাসিকগণ ইতিহাসের কোন্ ধারণা চর্চা করেন?
উত্তরঃ নতুন সামাজিক ইতিহাস
- দুটি ভারতীয় খেলার নাম লেখো।
উত্তরঃ দাবা, পাশা
- কৃয়নগর ও চন্দননগরের বিখ্যাত খাবারগুলির নাম লেখো।
উত্তরঃ কৃষ্ণনগর-সরপুরিয়া, চন্দননগর-জলভরা সন্দেশ
- রিদিম অফ লাইফ’ গ্রন্থটি কার লেখা?
উত্তরঃ উদয়শঙ্করের
- কুলীন কুলসর্বস্ব’ নাটকটি কার লেখা?
উত্তরঃ রামনারায়ণ তর্কালঙ্কারের
- ভারতে প্রথম চলচ্চিত্র কবে প্রদর্শিত হয়?
উত্তরঃ ১৮৯৬ খ্রিস্টাব্দে - বাংলার চলচ্চিত্র ব্যাবসার সূত্রপাত কে করেন?
উত্তরঃ বীরেন্দ্রনাথ সরকার - ভারতে প্রথম রেলপথ কবে চালু হয়?
উত্তরঃ ১৮৫৩ খ্রিস্টাব্দে - প্রাচীন ভারতের দুটি গুহাচিত্রের নাম লেখো।
উত্তরঃ অজন্তা ও ইলোরা - রাইজ অফ শিখ পাওয়ার’ গ্রন্থটি কার লেখা?
উত্তরঃ এন কে সিনহার - শুশ্রুত ও ধন্বন্তরি কে ছিলেন?
উত্তরঃ প্রাচীন ভারতের চিকিৎসক - ভারতের ধ্রুপদ নৃত্যকে ক-ভাগে ভাগ করা যায়?
উত্তরঃ চার ভাগে - বিপিনচন্দ্র পালের আত্মজীবনীর নাম কী ?
উত্তরঃ সত্তর বৎসর - ‘জীবনস্মৃতি’ কার আত্মজীবনী?
উত্তরঃ রবীন্দ্রনাথের - ’ জীবনের ঝরাপাতা’ কে রচনা করেন?
উত্তরঃ সরলাদেবী চৌধুরানী - বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি ?
উত্তরঃ সমাচার দর্পণ - সোমপ্রকাশ’ পত্রিকাটির প্রথম সম্পাদক কে ছিলেন?
উত্তরঃ দ্বারকানাথ বিদ্যাভূষণ - সরকারি নথি কোথায় সংরক্ষিত হয়?
উত্তরঃ অভিলেখ্যাগারে
Madhyamik History Suggestion 2023 ঠিক বা ভুল নির্ণয় করো : (প্রতিটি প্রশ্নের মান-১)
- মহাফেজখানাতে সরকারি নথি সংরক্ষিত হয়।[T]
- হিস্ট্রি অফ হিন্দু কেমেস্ট্রি’ প্রফুল্ল রায়ের লেখা।[T]
- সমাজে নারীর অবস্থান আলোচনা করা নারী ইতিহাসের প্রধান বৈশিষ্ট্য।[T]
- স্থানীয় ইতিহাসচর্চা জাতীয় ইতিহাসচর্চার পরিপূরক।[T]
- বাগেশ্বরী প্রবন্ধমালা রবীন্দ্রনাথের লেখা।[F]
- ক্রিকেট খেলার প্রবর্তন করে ইংরেজরা।[T]
- আধুনিক ইতিহাসচর্চায় মানুষের আর্থসামাজিক জীবন বিশ্লেষণ করার প্রবণতা বৃদ্ধি পেয়েছে।[T]
- জীবনের ঝরাপাতা’ সরলাদেবীর লেখা।[T]
- বঙ্গদর্শন’ পত্রিকাটির প্রথম সম্পাদ ছিলেন দ্বারকানাথ।[F]
- সত্তর বৎসর’ রবীন্দ্রনাথ-এর আত্মজীবনী।[F]
ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও : (প্রতিটি প্রশ্নের মান-১) Madhyamik History Suggestion 2023
1.
‘ক’ স্তম্ভ
‘খ’ স্তম্ভ
(ক) ‘সত্তর বৎসর(i) রবিঠাকুর(খ) “জীবনস্মৃতি(ii) বিপিনচন্দ্র(গ) জীবনের ঝরাপাতা(ii) বঙ্কিমচন্দ্র(ঘ) বঙ্গদর্শন’(iv) সরলাদেবী
উত্তরঃ ১।(ক)—(ii), (খ)(i), (গ)-(iv), (ঘ)-(iii)
2.
‘ক’ স্তম্ভ‘খ’ স্তম্ভ(ক) নিম্নবর্গের ইতিহাসচর্চাi) নীরা দেশাই(খ) খেলার ইতিহাসচর্চা(i) রণজিৎ গুহ(গ) বাগেশ্বরী প্রবন্ধমালা(iii) বোরিয়া মজুমদার(ঘ) নারী ইতিহাস(iv) অবনীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ ২। (ক)—(ii), (খ)(iii), (গ)—(iv), (ঘ)-(i)
3.
‘ক’ স্তম্ভ‘খ’ স্তম্ভ(ক) সরকারি নথি(i) মেকলে মিনিট(খ) সরকারি আধিকারিকদের প্রতিবেদন(ii) ১৯১১ খ্রিস্টাব্দে(গ) মোহনবাগানের শিল্ড জয়(iii) বাংলাদেশের ইতিহাস(ঘ) স্থানীয় ইতিহাস(iv) লেখ্যাগার
উত্তরঃ ৩।(ক)—(iv), (খ)-(i), (গ)-(ii), (ঘ)(iii)
4.
‘ক’ স্তম্ভ‘খ’ স্তম্ভ(ক) বঙ্গদর্শন(i) ১৯৫৪ খ্রিস্টাব্দে(খ) সোমপ্রকাশ(ii) ১৮৭২ খ্রিস্টাব্দে(গ) জীবনের ঝরাপাতা(iii) ১৮৫৮ খ্রিস্টাব্দে(ঘ) সত্তর বৎসর(iv) ১৯৪৪-৪৫ খ্রিস্টাব্দে
উত্তরঃ৪। (ক)-(ii), (খ)—(iii), (গ)—(iv), (ঘ)—(i)
Madhyamik History Suggestion 2023 ভারতের রেখামানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো (প্রতিটি প্রশ্নের মান-১)
- ইংরেজ শাসনের কেন্দ্ররূপে-কলকাতা, বোম্বাই, মাদ্রাজ
- বিজ্ঞান প্রযুক্তি শিক্ষার কেন্দ্ররূপে—শিবপুর, খড়গপুর, বুড়কি, বোম্বাই
- প্রাচীন শহররূপে দিল্লী, লক্ষ্ণৌ, কানপুর, ঢাকা, চট্টগ্রাম, পাটনা
ম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো (প্রতিটি প্রশ্নের মান-১) Madhyamik History Suggestion 2023
১। বিবৃতি : ইতিহাস রচনায় সরকারি নথি সাবধানে গ্রহণ করা উচিত।
ব্যাখ্যা ১: সরকারি নথিতে অনেক ভুল তথ্য থাকে।
ব্যাখ্যা ২: সরকারি নথিতে ঘটনার বিবৃতি থাকে।
ব্যাখ্যা ৩: সরকারি নথিতে উপনিবেশিক সংকীর্ণ দৃষ্টিভঙ্গি আসে।
উত্তরঃ ব্যাখ্যা ৩
২. বিবৃতি : ‘সত্তর বৎসর’ একটি অসম্পূর্ণ আত্মজীবনী।
ব্যাখ্যা ১: এই গ্রন্থ বিপিনচন্দ্রের মাত্র বাইশ বছরের স্মৃতিকথা।
ব্যাখ্যা ২: এই গ্রন্থ সম্পূর্ণ প্রকাশিত হয়নি।
ব্যাখ্যা ৩: এই গ্রন্থটি কেবলমাত্র আত্মজীবনী নয়
উত্তরঃ ব্যাখ্যা ১
৩। বিবৃতি : শিল্প ইতিহাসচর্চা বর্তমানে অতিগুরুত্বপূর্ণ।
ব্যাখ্যা ১: শিল্প ইতিহাসচর্চা সমকালীন সমাজভাবনার প্রতিফলন ঘটায়।
ব্যাখ্যা ২: শিল্প ইতিহাসচর্চা আধুনিক ও বিজ্ঞানসম্মত।
ব্যাখ্যা ৩: এই ইতিহাসচর্চার নানা রূপভেদ বা বৈচিত্র্য আছে।
উত্তরঃ ব্যাখ্যা ১
৪. বিবৃতি : আধুনিক ইতিহাসচর্চায় বৈচিত্র্য এসেছে।
ব্যাখ্যা ১: যুদ্ধবিদ্যা, আধুনিক অস্ত্রশস্ত্রের ব্যবহার ব্যাখ্যা করার জন্য।
ব্যাখ্যা ২: বিষয়বস্তুকে সমাজের নীচু তলা থেকে বিশ্লেষণ করার জন্য।
ব্যাখ্যা ৩: রাজনৈতিক ইতিহাসের ব্যাখ্যা ও বিশ্লেষণের জন্য
উত্তরঃ ব্যাখ্যা ২
৫. বিবৃতি : ইনটারনেট তথ্যসংগ্রহের কাজকে সহজ করে দিয়েছে।
ব্যাখ্যা ১; অল্প সময়ে, অল্প খরচে সহজেই তথ্য পাওয়া যায়।
ব্যাখ্যা ২ : গবেষণামূলক তথ্যগুলি সহজে পাওয়া যায়।
যাখ্যা ৩: উপরের দুটি মতই সত্য বলে।
উত্তরঃ ব্যাখ্যা ১
বিভাগ-গ – ইতিহাসের ধারনা প্রশ্ন উত্তর – মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২১ – Madhyamik History Suggestion 2023
সংক্ষিপ্ত প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান-২)
- স্থানীয় ইতিহাস বলতে কী বোঝো?
- দুটি পরিবেশগত আন্দোলনের নাম লেখো।
- প্রাচীন ভারতের দুজন চিকিৎসকের নাম লেখো।
- সামরিক ইতিহাসের দুটি বৈশিষ্ট্য লেখো।
- সামাজিক ইতিহাসের দুটি বৈশিষ্ট্য লেখো।
- নিম্নবর্গের ইতিহাসচর্চার ওপর আলোকপাত করেছেন এমন দুজন গবেষকের নাম লেখো ।
- সোমপ্রকাশ’ পত্রিকার নাম কেন ‘সোমপ্রকাশ’ রাখা হয় ?
- বিশ্বায়ন মানুষের পোশাক-পরিচ্ছদকে কীভাবে প্রভাবিত করেছে?
- খেলার ইতিহাসের দুটি গুরুত্ব লেখো।
- কোন কোন বিষয় স্থানলাভের ফলে আধুনিক ইতিহাসচর্চায় বৈচিত্র্য এসেছে?
- পরিবেশের ইতিহাস কাকে বলে ?
- শিল্পচর্চার ইতিহাসের দুটি গুরুত্ব লেখো।
- খাদ্যাভ্যাসের ইতিহাসচর্চার দুটি গুরুত্ব লেখো।
- শিল্পচর্চার ইতিহাস কাকে বলে?
- পোশাক-পরিচ্ছদ থেকে আমরা কীভাবে ইতিহাসের কথা জানতে পারি?
- ভারতে কবে, কোথায় প্রথম রেলপথ চালু হয়?
- ইতিহাসচর্চায় ফোটোগ্রাফের গুরুত্ব লেখো।
- দুটি স্থানীয় ইতিহাস গ্রন্থের নাম লেখো।
- কবে, কোথায় প্রথম পরিবেশের ইতিহাস-এর চর্চা শুরু হয়?
- ইতিহাসের উপাদান হিসেবে সরকারি নথিপত্রের দুটি গুরুত্ব লেখো।
- কে, কবে ‘বঙ্গদর্শন’ পত্রিকা প্রথম প্রকাশ করেন?
- বঙ্গদর্শন’ পত্রিকায় প্রকাশিত বঙ্কিমচন্দ্রের দুটি উপন্যাসের নাম লেখো।
- সত্তর বৎসর’আত্মজীবনীটি কার? এটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?
- জীবনস্মৃতি’ কার আত্মজীবনী? এটি কবে প্রথম প্রকাশিত হয়?
- বর্ণ’ সম্পর্কে জওহরলাল নেহরর ধারণাটি কী ছিল?
- নারী ইতিহাসচর্চার উদ্দেশ্য লেখো।
- ইতিহাসের উপাদান সংগ্রহে ইনটারনেটের ভূমিকা বিশ্লেষণ করো।
- সামাজিক ইতিহাস কী?
- ইতিহাসের উপাদানরুপে সংবাদপত্রের গুরুত্ব লেখো।
- “সোমপ্রকাশ’ পত্রিকার প্রথম প্রকাশক কে ছিলেন? কোন বড়োলাট পত্রিকাটি বন্ধ করে দিতে চেয়েছিলেন?
বিভাগ-ঘ – ইতিহাসের ধারনা প্রশ্ন উত্তর – মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২১ – Madhyamik History Suggestion 2023
বিশ্লেষণধর্মী প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান-৪)
- আধুনিক ইতিহাসচর্চার উপাদান হিসেবে সরকারি নথিপত্রের গুরুত্ব কী?
- নতুন সামাজিক ইতিহাসচর্চা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কেন?
- আধুনিক ইতিহাসচর্চায় খেলার ইতিহাসের গুরুত্ব কী?
- জাতীয়তাবাদের উন্মেষে ‘সোমপ্রকাশ’ পত্রিকার ভূমিকা উল্লেখ করো।
- আত্মজীবনী হিসেবে ‘জীবনস্মৃতি’ সম্পর্কে তোমার ধারণা উল্লেখ করো।
- পোশাক-পরিচ্ছদের ইতিহাসের একটি সংক্ষিপ্ত ধারণা দাও।
- “বঙ্গদর্শন’ পত্রিকার মাধ্যমে তৎকালীন বঙ্গসমাজে জাতীয়তাবাদের প্রসার কেন হয়েছিল ?
- দৃশ্যশিল্পের ইতিহাস সম্পর্কে সংক্ষেপে লেখো।
- স্থাপত্য ও ভাস্কর্যের ইতিহাসের বৈশিষ্ট্যগুলি লেখো।
- টীকা লেখো‘বঙ্গদর্শন’ পত্রিকা।
- “জীবনস্মৃতি থেকে আমরা উনিশ শতকের ভারতের ইতিহাসের কী কী উপাদান পাই?
- ইতিহাসের উপাদান হিসেবে ‘জীবনের ঝরাপাতা’-র গুরুত্ব লেখো।
- টীকা লেখো নারীর ইতিহাস।
- ‘সোমপ্রকাশ’ পত্রিকা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো।
- ইন্দিরা গান্ধিকে লেখা জওহরলাল নেহরুর চিঠি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো।