পশ্চিমবঙ্গ পুলিশ জিকে PDF | WBP GK in Bengali PDF

Published On:

WBP Bengali gk পশ্চিমবঙ্গ পুলিশ ২০২৪ এর পরীক্ষা দেবেন তাদের জন্য কিন্তু আজকে আমরা নিয়ে এসেছি পশ্চিমবঙ্গ পুলিশ বাংলা প্রশ্ন উত্তর। পশ্চিমবঙ্গ পুলিশ ২০২৪ নিয়োগ হবে এবং তার চেয়ে প্রশ্ন সেই প্রশ্নের কিন্তু আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কেমন হবে। পশ্চিমবঙ্গ পুলিশ ২০২৪ নিয়োগের বিজ্ঞপ্তি অনেক আগেই বেরিয়েছে আর আমরা আপনাদের জন্য প্রতিনিয়ত নিয়ে আসি, যেমন পশ্চিমবঙ্গ পুলিশ ২০২৪ এর প্রশ্ন উত্তর হবে সেগুলো সম্পূর্ণই বাংলা জিকে।

পশ্চিমবঙ্গ পুলিশ ২০২৪ শুরু হতে চলেছে কিছুদিন পরেই যারা জানেন এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাইছেন তারা অবশ্যই আমাদের এই ওয়েবসাইটে আসুন। এখানে আমরা প্রত্যেকদিন নানা ধরনের ইম্পরট্যান্ট যেগুলো দিয়ে থাকি যেগুলো পশ্চিমবঙ্গ পুলিশ ২০২৪ এ আসার প্রবণতা খুবই বেশি রয়েছে তাই অবশ্যই আপনারা পড়ুন এবং পিডিএফ ডাউনলোড করে নেবেন নিচের দেওয়া লিঙ্ক থেকে।

WBP Bengali gk 2024

বাংলার কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠিত করছিলেন
(A) এ কে ফজলুল হক (B) মুজাফফর আহমেদ। (C) আবদুল হালিম (D) হুমায়ুন কবির
Asnwer:- এ কে ফজলুল হক

বাঘা যতীন’ নামে কে পরিচিত ছিলেন ?
(A) বাঘা যতীন দাস (B) যতীন্দ্রনাথ মুখার্জী (C) যতীন্দ্রমোহন সেনগুপ্ত (D) উপরের কোনোটিই নয়
Asnwer:- যতীন্দ্রনাথ মুখার্জী

বিখ্যাত পাকিস্তান প্রস্তাব কোথায় পাশ হয় ?
(A) লাহোর (B) দিল্লী (C) বোম্বে (D) লক্ষ্ণৌ
Asnwer:- লাহোর

ভারত যখন স্বাধীন হয় তখন কে কংগ্রেস সভাপতি ছিলেন ?
(A) মহাত্মা গান্ধি (B) জহরলাল নেহেরু (C) জে বি কৃপালনী (D) সর্দার প্যাটেল
Asnwer:- জে বি কৃপালনী

ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা ছিলেন
(A) এ. ও. হিউম (B) বাল গঙ্গাধর তিলক (C) মতিলাল নেহরু (D) সুরেন্দ্র নাথ ব্যানার্জী
Asnwer:- এ. ও. হিউম

ভারতীয়় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন 1885 সালে যে শহরে অনুষ্ঠিত হয়, সেটি হল
(A) কলকাতা (B) বোম্বাই (C) মাদ্রাজ (D) এলাহাবাদ
Asnwer:- বোম্বাই

ভারতীয় বিপ্লবীদের জননীরূপ খ্যাত ছিলেন
(A) ভাগিনী নিবেদিত (B) অ্যানি বেসান্ত (C) মাদাম কামা (D) মাতঙ্গিনী হাজরা
Asnwer:- মাদাম কামা

ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র ছিল ?
(A) বেঙ্গল গেজেট (B) কলকাতা ক্রনিকল (C) বম্বে হেরাল্ড (D) মাদ্রাজ কুরিয়ার
Asnwer:- বেঙ্গল গেজেট

ভারতে রেল ও তার ব্যবস্থার প্রবর্তন কে ঘটান ?
(A) লর্ড ডালহৌসী (B) লর্ড ক্যানিং (C) লর্ড হার্ডিঞ্জ (D) লর্ড রিপন
Asnwer:- লর্ড ডালহৌসী

ভারতে রেলওয়ে ও টেলিগ্রাফ কে চালু করেছিলেন?
(A) লর্ড ডালহৌসি (B) লর্ড ক্যানিং। (C) লর্ড হার্ডিং (D) লর্ড রিপন
Asnwer:- লর্ড ডালহৌসি

ভারতের ‘সিভিল সার্ভিস’ কে শুরু করেন ?
(A) লর্ড হার্ডিঞ্জ (B) উইলিয়াম বেন্টিঙ্ক (C) ওয়ারেন হেস্টিংস (D) লর্ড ডালহৌসী
Asnwer:- ওয়ারেন হেস্টিংস

ভারতের দ্বিতীয় রাজধানী নামে কোন শহর বিখ্যাত?
[A] কলকাতা
[B] ব্যাঙ্গালুর [C] দিল্লী [D] দেরাদুন
Asnwer:- কলকাতা

ওশিয়ানিয়া মহাদেশের একটি প্রবাল দ্বীপের নাম লেখ ?
[A] গিলবার্ট [খ] লাক্ষাদ্বীপ [C] মাস্কট [D] লুসাকা
Asnwer:- গিলবার্ট

কত সালে মানুষ প্রথম আন্টার্কটিকায় প্রদার্পণ করেন ?
[A] ১৯১২ সালে [B] ১৯১১ সালে [C] ১৯১০ সালে [D] ১৯০৯ সালে
Asnwer:- ১৯১২ সালে

পম্পাস অঞ্চলের আদিম উপজাতিদের কী বলে?
[A] সাঁওতাল [B] ভীল [C] রেড ইন্ডিয়ান [D] পিগমি
Asnwer:- রেড ইন্ডিয়ান

পম্পাস অঞ্চলের আদিম অধিবাসীরা কী নামে পরিচিত?
[A] গৌচ [B] গাল্লোং [C] কোটা [D] বৈগা
Asnwer:- গৌচ

অর্কিডের শহর’ কাকে বলা হয় ?
[A] কালিম্পং [B] ঋষি [C] কার্শিয়াং [D] পেডং
Asnwer:- কার্শিয়াং

স্রোতের প্রতিকূলে একটা নৌকা 45 মিনিটে 12 কিমি যায়। স্থির জলে নৌকার বেগ 30 কিমি/ঘন্টা হলে, নদীর স্রোতের বেগ কত কিমি/ঘন্টা?
(A) 14 (C) 16 (B) 18 (D) 12
Asnwer:- 14

একটি সংখ্যাকে 899 দ্বারা ভাগ করলে 63 ভাগশেষ (Remainder) থাকে। সংখ্যাটিকে 29 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে?
(A) 3 (C) 1 (B) 7 (D) 5
Asnwer:-5

নিম্নলিখিত সিরিজের পরবর্তী লেটারটি খুঁজুন।
CPI, ARL, YTO
(a) WVR (b) VRW (c) WWQ (d) VWR
Asnwer:- WVR

একটি নির্দিষ্ট ভাষায় ‘BCD’ কে ’24’ হিসাবে কোড করা হয় এবং ‘AEF’ কে ’30’ হিসাবে কোড করা হয় তাহলে একই ভাষায় ‘BCH’ কোড করা হয় কীভাবে?
(a) 24 (b) 56 (c) 48 (d) 64
Asnwer:- 48

প্রদত্ত প্রশ্নের সাথে মানানসই সঠিক সেটটি নির্বাচন করুন।
3 * 4 * 6 * 10 * 12
(a) ÷ = – × (b) × ÷ + = (c) × + = ÷ (d) + ÷ = –.
Asnwer:- × ÷ + =

15, 26, 48, 81, 125, ?
(a) 160 (b) 150 (c) 170 (d) 180
Asnwer:- 180

একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে, “LIAR” কে “5782” এবং “RANGE” কে “28641” লেখা হয়। সেই কোড ল্যাঙ্গুয়েজে “ARRANGE” কিভাবে লেখা হয়?
(a) 8288641 (b) 8222641 (c) 8228641 (d) 8228614
Asnwer:- 8228641

যৌথ রাষ্টকৃত্যক কমিশনের সভাপতি ও সদস্যদের কে নিযুক্ত করেন?
(A) উপরাষ্ট্রপতি
(B) প্রধানমন্ত্রী (C) প্রধান বিচারপতি (D) রাষ্ট্রপতি
Asnwer:- রাষ্ট্রপতি

কে সংসদের কোনাে কক্ষের সদস্য না হয়েই ভারতের প্রধানমন্ত্রী হন?
(A) ইন্দিরা গান্ধী
(B) রাজীব গান্ধী (C) মােরারজী দেশাই (D) পি. ভি. নরসীমা রাও
Asnwer:- পি. ভি. নরসীমা রাও

রাজ্যে রাষ্ট্রপতি শাসনজারী হলে (365 নং ধারা) তা কতমাসের মধ্যে পার্লামেন্টে অনুমােদিত হতে হবে ?
(A) এক মাস (B) দু-মাস (C) তিন মাস (D) ছ-মাস
Asnwer:- দু-মাস

জাতীয় জরুরী অবস্থা (352 ধারা) ঘােষিত হলে তা কতমাসের মধ্যে পার্লামেন্টে অনুমােদিত হতে হবে?
(A) এক মাস (B) দু-মাস (C) তিন মাস (D) ছ-মাস
Asnwer:- এক মাস

রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি ?
(A) মহেঞ্জোদারো (B) সুকতাজেনদোর (C) কালিবাঙ্গান (D) লোথাল
Asnwer:- কালিবাঙ্গান

মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু ছিল
(A) ব্রোঞ্জ (B) অ্যালুমিনিয়াম (C) তামা (D) লোহা
Asnwer:- তামা

নাসিক প্রশস্তি কে প্রচার করেছিলেন ?
(A) সমুদ্র গুপ্ত (B) ধর্মপাল (C) হর্ষবর্ধন (D) গৌতমীপুত্র সাতকর্ণী
Asnwer:- গৌতমীপুত্র সাতকর্ণী

দ্বাদশ অঙ্গে কার ধর্মীয় শিক্ষার কথা বর্ণিত আছে ?
(A) রিশবনাথ (B) শংকরচার্য (C) বুদ্ধ (D) মহাবীর
Asnwer:- মহাবীর

তহকিক ই হিন্দ কে রচনা করেন?
(A) আল বিরুনী (B) সুলেমান (C) অল মাসুদি (D) অল-বিলাদরি
Asnwer:- আল বিরুনী

কোন রাজা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন ?
(A) ধর্মপাল (B) ধ্রুব (C) দেব পাল (D) বল্লাল সেন
Asnwer:- ধর্মপাল

গঞ্জাম লিপিতে কোন রাজার কীর্তি ও কাহিনী বর্ণিত আছে?
(A) খারবেল (B) সমুদ্রগুপ্ত (C) শশাঙ্ক (D) রুদ্রদমন
Asnwer:- শশাঙ্ক

কোন দেশের সঙ্গে সিন্ধু সভ্যতার মানুষদের ব্যবসা-বাণিজ্যের উল্লেখ পাওয়া যায় ?
(A) রাশিয়া (B) সুমের (C) চীন (D) ইরান
Asnwer:- সুমের

কোনটি সিন্ধু সভ্যতার একটি প্রধান বন্দর ছিল?
(A) চাঁদদুরো (B) মেহরানগড় (C) লোথালা (D) কালিবঙ্গান
Asnwer:- লোথালা

খালিমপুর তাম্রলিপি’ কোন রাজার কৃতিত্ব বর্ণনা করে ?
(A) দেবপাল (B) রামপাল (C) ধর্মপাল (D) প্রথম মহীপাল
Asnwer:- ধর্মপাল

কোথায় বৃহৎ স্নানাগারের সন্ধান পাওয়া গেছিল
(A) মোহেনজো-দারো (B) কালিবঙ্গান (C) লোথাল (D) হার্পা
Asnwer:- মোহেনজো-দারো

ঋকবেদে মোট কটি স্ত্রোত্র আছে ?
(A) 731 (B) 1028 (C) 1019 (D) 1280
Asnwer:- 1028

ইবন বতুতা কার রাজত্বকালে ভারতে আসেন ?
(A) আকবর মহম্মদ (B) বিন তুঘলক (C) ইলতুৎমিস (D) আলাউদ্দিন খলজী
Asnwer:- বিন তুঘলক

আর্যভট্ট এবং বরাহমিহির কোন যুগের মনীষী ছিলেন?
(A) মৌর্য যুগ (B) গুপ্ত যুগ (C) পাল যুগ (D) সুলতানি যুগ
Asnwer:- গুপ্ত যুগ

আইহোল প্রশস্তি কে রচনা করেন ?
(A) কৌটিল্য (B) রবি কীর্তি (C) হরিসেন (D) নয়নিকা
Asnwer:- রবি কীর্তি

ইরানি ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত?
(a) ক্রিকেট (b) হকি (c) বাস্কেটবল (d) ফুটবল
Asnwer:- ক্রিকেট

সালারজঙ মিউজিয়াম কোথায় অবস্থিত?
(a) হায়দ্রাবাদ (b) ভোপাল (c) রাঁচি (d) পাটনা
Asnwer:- হায়দ্রাবাদ

ভারতে ‘কুষ্ঠ বিরোধী দিবস’ কোন তারিখে পালিত হয়?
(a) 28 জানুয়ারি (b) 30 জানুয়ারি (c) 29 জানুয়ারি (d) 31 জানুয়ারি
Asnwer:- 30 জানুয়ারি

OCR-এর পুরো কথা হল-
(a) Optical Character Recognition (b) Optical CPU Recognition (c) Optical Character Rendering (d) Other Character Restoration
Asnwer:- Optical Character Recognition

ইলেকট্রন ভোল্ট কিসের একক?
(a) বিভব প্রভেদ (b) আধান (c) শক্তি (d) ক্ষমতা
Asnwer:- শক্তি

পৃথিবীর বৃহত্তম বাস্তুতন্ত্র হল-
(a) তৃণভূমি (b) সমুদ্র (c) অরণ্য (d) কৃষিজমি
Asnwer:- সমুদ্র

অর্থনীতিতে অর্থের যোগান ও অর্থের মূল্যের সম্পর্ক-
(a) সমানুপাতিক (b) ব্যস্তানুপাতিক (c) নিরপেক্ষ (d) কোনোটিই নয়
Asnwer:- ব্যস্তানুপাতিক

নিচের কোন রাজ্যে অভ্রের উৎপাদন সর্বাধিক?
(a) অন্ধ্রপ্রদেশ (b) রাজস্থান (c) ঝাড়খন্ড (d) ওড়িশা
Asnwer:- অন্ধ্রপ্রদেশ

কোঙ্কনী’ ভাষাটি কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানে যুক্ত করা হয়?
(a) 86তম (b) 92তম (c) 71তম (d) 21তম
Asnwer:- 71তম

1906 সালে মুসলীম লীগ কে প্রতিষ্ঠা করেন?
(a) আগা খান (b) নবাব সলিমুল্লাহ (c) আলী জিন্নাহ (d) আবুল কালাম আজাদ
Asnwer:- নবাব সলিমুল্লাহ

নিখিল ভারত হোমরুল লীগ -এর প্রতিষ্ঠাতা ছিলেন
(A) অ্যানি বেসান্ত
(B) মহিলাল নেহরু (C) বি.আর.আম্বেদকর (D) সরোজিনী নাইডু
Asnwer:- অ্যানি বেসান্ত

নীল দর্পন লিখেছেন
(A) দিনাবন্ধু মিত্র
(B) হরিশ চন্দ্র মুখার্জী (C) বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় (D) রমেশ চন্দ্র দত্ত
Asnwer:- দিনাবন্ধু মিত্র

দীনবন্ধু মিত্রের ‘নীলদর্পণ’ গ্রন্থটি কে ইংরাজীতে অনুবাদ করেছিলেন?
(A) দিনা বন্দু বন্ধু
(B) মধুসূদন দত্ত। (C) রিভারেন্ড লং (D) সুরেন্দ্রনাথ ব্যানার্জী
Asnwer:- মধুসূদন দত্ত

নব্যবঙ্গ আন্দোলনের প্রধান উদ্যোক্তা কে ছিলেন ?
(A) রামমোহন রায়
(B) ডিরোজিও (C) দেবেন্দ্রনাথ ঠাকুর (D) ডেভিড হেয়ার
Asnwer:- ডিরোজিও

নব্যবঙ্গ আন্দোলনের মূল অনুপ্রেরনা কে ছিলেন ?
(A) রামমোহন
(B) ডিরোজিও (C) দেবেন্দ্রনাথ (D) ডেভিড হেয়ার
Asnwer:- ডিরোজিও

প্রথম মারাঠা যুদ্ধ কার সময়ে ঘটেছিল?
(A) ওয়ারেন হাস্টিং
(B) উইলিয়াম বেন্টিঙ্ক (C) মার্কুইস কর্নওয়ালিস (D) চার্লস ক্যানিং
Asnwer:- ওয়ারেন হাস্টিং

বঙ্গ-ভঙ্গ রদ হয়েছিল
(A) 1905
(B) 1906 (C) 1911 (D) 1909
Asnwer:- 1911

বিখ্যাত ‘ভারতমাতা’ ছবির চিত্রশিল্পী কে ছিলেন?
(A) গগমেন্দ্র নাথ ঠাকুর
(B) আবাহনী নাথ ঠাকুর। (C) নন্দলাল বসু (D) জামিনি রায়
Asnwer:- আবাহনী নাথ ঠাকুর

ভারত ও পাকিস্তান রাষ্ট্রের সীমান্ত চিহ্নিত করার দায়িত্ব নেন
(A) লর্ড মাউন্টব্যাটেন
(B) স্যার সিরিল রেডক্লিফ (C) স্যার স্ট্যাফোর্ড ক্রিপস (D) স্যার পেথিক লরেন্স
Asnwer:- স্যার সিরিল রেডক্লিফ

ভারতের তিলক কমিউনিস্ট পার্টি (Tilak Communist party of India) আনুষ্ঠানিকভাবে গঠন হয় ?
(A) 1921
(B) 1924 (C) 1925 (D) 1926
Asnwer:- 1925

পশ্চিমবঙ্গে অবস্থিত চিত্তরঞ্জন শহরে গড়ে উঠেছে —
(A) সার কারখানা
(B) লৌহ ও ইস্পাত শিল্প (C) লোকোমোটিভ কারখানা (D) সিমেন্ট কারখানা ।
Asnwer:- লোকোমোটিভ কারখানা

পশ্চিমবঙ্গে চা চাষের সর্বাপেক্ষা আদর্শ অঞ্চল হল—
(A) মালদা
(B) জলপাইগুড়ি (C) দার্জিলিং (D) কোচবিহার ।
Asnwer:- দার্জিলিং

পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্তে অবস্থিত—
(A) আসাম ও বাংলাদেশ
(B) বিহার ও ঝাড়খন্ড (C) সিকিম ও ভূটান (D) ওড়িষ্যা ও ঝাড়খন্ড ।
Asnwer:- আসাম ও বাংলাদেশ

লাদাক অঞ্চলে কোন হিমালীয় শহরে মেঘ ফেটে আকস্মিক বন্যা ও বৃষ্টি হয় ?
(A) শ্রীনগর
(B) টিসকি (C) মানালি (D) লে।
Asnwer:- লে

জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় ছিলেন-
(a) কার্জন (b) ক্যানিং (c) লরেন্স (d) ডাফরিন
Asnwer:- ডাফরিন

কার কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করেছিল?
(a) সুজা-উদ-দৌলা (b) ঔরঙ্গজেব (c) প্রথম বাহাদুর শাহ (d) দ্বিতীয় শাহ আলম
Asnwer:- দ্বিতীয় শাহ আলম

রামচরিত’ কার রচনা?
(a) বাণভট্ট (b) কালিদাস (c) সন্ধ্যাকর নন্দী (d) তুলসী দাস
Asnwer:- সন্ধ্যাকর নন্দী

ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন?
(a) সুচেতা কৃপালিনী (b) অ্যানি বেসান্ত (c) বিজয়লক্ষ্মী পন্ডিত (d) ইন্দিরা গান্ধী
Asnwer:- অ্যানি বেসান্ত

কোন সাংবাদিক সর্বতোভাবে নীল বিদ্রোহকে সমর্থ সহায়তা করেছিলেন?
(a) শিশিরকুমার ঘোষ (b) হরিশ মুখার্জী (c) বারিন্দ্র ঘোষ (d) বিপিনচন্দ্র পাল
Asnwer:- হরিশ মুখার্জী

যে উপাদান রক্ত জমাট বাঁধতে সাহায্য করে তা হল-
(a) ভিটামিন A (b) ফোলিক অ্যাসিড (c) ভিটামিন D (d) ভিটামিন K
Asnwer:- ভিটামিন K

ভারতের দ্বিতীয় বৃহত্তম জনবহুল রাজ্য কোনটি?
A) উত্তর প্রদেশ B) বিহার C) পশ্চিমবঙ্গ D) মহারাষ্ট্র
Asnwer:- মহারাষ্ট্র

আড়ও পড়ুন বাংলা জীকে

শিবসমুদ্রম জলপ্রপাত নিম্নের কোন নদীর উপর অবস্থিত আছে?
A) নর্মদা B) মহানদী C) কাবেরী D) বরাহী
Asnwer:- কাবেরী

ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে ‘পূর্ণ স্বরাজ’ প্রস্তাবটি গৃহীত হয়েছিল?
(a) আমেদাবাদ (b) হরিপুরা (c) লাহোর (d) লক্ষ্নৌ
Asnwer:- লাহোর

ভারতীয় সংবিধানের কত নং ধারা অনুযায়ী কিছু নির্দিষ্ট ক্ষেত্রে সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতিকে পরামর্শ দিতে পারে?
(a) 143(1) ও 143(2) নং ধারা (b) 145 নং ধারা (c) 142 নং ধারা (d) 148 নং ধারা
Asnwer:- 143(1) ও 143(2) নং ধারা

রাজস্ব সংক্রান্ত নীতি নির্দেশ করে-
(a) কৃষি রাসায়নিক সার সংক্রান্ত নীতি (b) গ্রামীণ ঋণ নীতি (c) সুদ সংক্রান্ত নীতি (d) সরকারি আয় ও ব্যয় সংক্রান্ত নীতি
Asnwer:- সরকারি আয় ও ব্যয় সংক্রান্ত নীতি

CTBT শব্দটি যুক্ত-
(a) পরমাণু অস্ত্রের সঙ্গে (b) কেন্দ্রীয় কর ব্যবস্থার সঙ্গে (c) আন্তর্জাতিক সন্ত্রাসবাদের সঙ্গে (d) উপরোক্ত কোনোটিই নয়
Asnwer:- পরমাণু অস্ত্রের সঙ্গে

আলোকরশ্মির প্রাথমিক রংগুলি-
(a) লাল, সবুজ, নীল, হলুদ (b) লাল, নীল, সবুজ (c) হলুদ, নীল, লাল, ছাই রং (d) উপরের কোনোটিই নয়
Asnwer:- লাল, নীল, সবুজ

প্রোটিন সনাক্তকরণের পরীক্ষা হল-
(a) মলিশেষের পরীক্ষা (b) বিউরেট পরীক্ষা (c) ডি.এন.পি পরীক্ষা (d) বেনেডিক্টের পরীক্ষা
Asnwer:- বিউরেট পরীক্ষা

বছরে একটি কারখানায় উৎপাদন 6600 টন থেকে বেড়ে 7986টন হয়েছে। বার্ষিক চক্রবৃদ্ধি হলে বৃদ্ধির হার খুঁজুন।
A. 14% B. 10% C. 8% D. 12%
Asnwer:- 10%

1391 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করতে হবে যাকে 7, 9, 11 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ও ভাগশেষ হিসেবে পাওয়া যাবে?
A. 4 B. 1 C. 3 D. 2
Asnwer:-

The study of different skin diseases*
A. Neurology
B. Dermatology C. Psychology D. Radiology
Asnwer:- Dermatology

বর্ডার রোড অর্গানাইজেশন কোন অঞ্চলে নিম্মু-পদম-দারচা সড়ককে সংযুক্ত করেছে?
[A] Ladakh
[B] Srinagar [C] Kashmir [D] Amritsar
Asnwer:- Amritsar

POEM 3 মিশন কোন মহাকাশ সংস্থা চালু করেছে?
[A] ISRO
[B] NASA [C] JAXA [D] CNSA
Asnwer:- NASA

ল্যানসেট সমীক্ষা অনুসারে, 2050 সালে ভারতের জন্য প্রজেক্টেড প্রজনন হার কত?
[A] 2.1
[B] 1.29 [C] 1.91 [D] 2.5
Asnwer:- 1.29

জলবিদ্যুৎ উৎপাদন জাপান পৃথিবীর কোন স্থান অধিকার করে রেখেছে ?
(A)- তৃতীয়
(B)- দ্বিতীয় (C)- প্রথম (D)- পঞ্চম
Asnwer:- দ্বিতীয়

বিশেষ কিছু দূরত্বের পর টিভি সিগন্যাল কে গ্রহণ করতে পারে না কেন?
(A)- বায়ুর মাধ্যম
(B)- পৃথিবীর বক্রতা (C)- দুর্বল ক্ষমতা (D)- সিগন্যাল এর সমস্যা
Asnwer:- বায়ুর মাধ্যম

সংবিধান অনুযায়ী মন্ত্রিপরিষদের সদস্যরা কার ইচ্ছা অনুযায়ী পদে বসেন ?
(A)- রাষ্ট্রপতি
(B)- রাজ্যপাল (C)- প্রধানমন্ত্রী (D)- লোকসভার অধ্যক্ষ
Asnwer:- প্রধানমন্ত্রী

× close ad