উচ্চ মাধ্যমিক বাংলা কবিতা সাজেশন 2024 – রূপতত্ত্ব

Published On:

উচ্চ মাধ্যমিক বাংলা কবিতা সাজেশন 2024 বাংলা কবিতা – রূপতত্ত্ব

Higher Secondary Bengali Suggestion 2024 | উচ্চ মাধ্যমিক সাজেশন ২০২4 যদি যদি কোন কিছু বাদ পড়ে যায় তাহলে কিন্তু তোমরা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে। আমরা এই যে সাজেশন তৈরি করে দিলাম এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সমস্ত পরীক্ষার্থীদের জন্য তো অবশ্যই কিন্তু full সাজেশনটা আপনারা কমপ্লিট করে নেবেন কারণ সমস্ত প্রশ্ন মাথায় রেখে এই সাজেশনটা তোমাদের জন্য তৈরি করা হয়েছে নিচে পিডিএফও দেওয়া রয়েছে অবশ্যই তোমরা পিডিএফ তাকে করে নেবে এবং তোমাদের বন্ধু-বান্ধবের সাথে অবশ্যই শেয়ার করে দেবে। Madhyamik Geography Suggestion 2024 রূপতত্ত্ব

যদি কারো কোন কিছু জানার থাকে বা বলার থাকে অবশ্যই নিজের কমেন্ট বক্সটিতে ক্লিক করে কমেন্ট করে দেবেন তাহলে আমাদেরও বুঝতে সুবিধা হবে কার কোথায় অসুবিধা রয়েছে বা সুবিধা হচ্ছে। Higher Secondary Bengali Suggestion 2024 রূপতত্ত্ব

আশা করব সম্পূর্ণ সাজেশনটা তোমাদের খুব কাজে আসবে তাই অনেক কষ্ট করে এই সাজেশনটা বানানো হয়েছে।

Higher Secondary Bengali Suggestion 2024 দেবে তাদের জন্য কিন্তু এই অংকে সাজেশনটা তৈরি করা হয়েছে। 2024 এর মাধ্যমিক পরীক্ষার্থীদের যদি আরও কোন সাজেশন লেগে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করুন বা আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন এবং সার্চ বক্সে আপনি আপনার প্রশ্নটি লিখুন দেখবেন তার উত্তর নিচে আপনারা পেয়ে যাবেন এবং সমস্ত সাবজেক্টের সাজেশন প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আমাদের ওয়েব পেজটাকে বুক মার্ক করে রাখুন তাতে তোমাদের সুবিধা হবে।

চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত হতে পারো টেলিকম চ্যানেলের লিংক নিচে দেওয়া রয়েছে ধন্যবাদ। Higher Secondary Bengali Suggestion 2024


উচ্চ মাধ্যমিক বাংলা কবিতা সাজেশন 2024 বাংলা কবিতা – রূপতত্ত্ব MCQ প্রশ্নোত্তর [মান ১]

সঠিক উত্তরটি নির্বাচন করো

  1. পদ গঠনের চরিত্র অনুযায়ী সমাস (ক) দুই প্রকার (খ) তিন প্রকার (গ) চার প্রকার (ঘ) পাঁচ প্রকার
    Ans. (খ) তিন প্রকার
  2. শব্দকে আমরা এককরূপে পাই একমাত্র (ক) বিশেষ্য পদে (খ) বিশেষণ পদে (গ) সর্বনাম পদে (ঘ) অভিধানে
    Ans. (ঘ) অভিধানে
  3. স্বাধীন রূপমূলের উদাহরণ হলো— (ক) ছাত্ররা (গ) ছাত্রকে (ঘ) ছাত্রদের
    Ans. (খ) ছাত্র
  4. ভাষার সবচেয়ে ছোটো অর্থপূর্ণ একক হলো— (ক) শব্দার্থ তত্ত্ব (খ) রূপতত্ত্ব (গ) ধ্বনিতত্ত্ব (ঘ) বাক্যতত্ত্ব
    Ans. (খ) রূপতত্ত্ব
  5. পরাধীন ব্যাকরণসম্মত রূপমূল কত প্রকার ? (ক) দুই প্রকার (খ) তিন প্রকার (গ) চার প্রকার (ঘ) পাচ প্রকার
    Ans. (ক) দুই প্রকার

অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর [মান ১]

  1. অবস্থান অনুযায়ী প্রত্যয় কত প্রকার ও কী কী?
    Ans. অবস্থান অনুযায়ী প্রত্যয় দুই প্রকার। যথাক্রমে— (ক) কৃৎ প্রত্যয় এবং (খ) তদ্ধিধ প্রত্যয়।
  2. দুটি পরাধীন রূপমূলের উদাহরণ দাও।
    Ans. পরাধীন রূপমূল স্বাধীন রূপমুলের সঙ্গে যুক্ত থাকে। এর একক ব্যবহার নেই। যেমন মানুষকে, ‘কে’ এখানে পরাধীন রূপমূল। মাছওয়ালা, ‘ওয়ালা’ এখানে পরাধীন রূপমূল।
  3. প্রত্যয় কাকে বলে?
    Ans. প্রত্যয় হলো ধ্বনি বা ধ্বনি সমষ্টি যা পদ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে নতুন পদ ৩ন করে। কখনো কখনো পদের পরিবর্তনও করে বলে তাকে প্রত্যয় বলে।
  4. জোড়কলম শব্দ কাকে বলে?
    Ans. কখনো একই ভাষার বা ভিন্ন ভিন্ন ভাষার দুটি পৃথক কাটা শব্দ জোড়া করে যে শব্দ তৈরি হয়, তাকে জোড়কলম শব্দ বলে। যেমন— ধোঁয়া + কুয়াশা = ধোঁয়াশা, tiger + lion = tigon.
  5. উপসর্গ কাকে বলে?
    Ans. উপসর্গ এক ধরনের অব্যয়, যা শব্দের আগে বসে তার অর্থ পরিবর্তন করে। উপসর্গকে অনেক সময় পদের আদিতে বসা তদ্ধিত প্রত্যয়ও বলা হয়।
  6. পদ গঠনের চরিত্রের ভিন্নতা অনুযায়ী সমাসকে কয় ভাগে ভাগ করা যায়?
    Ans. পদ গঠনের চরিত্রের ভিন্নতা অনুযায়ী সমাসকে তিন ভাগে ভাগ করা যায়। যথাক্রমে– (ক) দ্বন্দ্ব সমাস, (খ) ব্যাখ্যামূলক সমাস, (গ) বর্ণনামূলক সমাস।
  7. সহরূপ কী?
    Ans. রূপের অর্থ না বদলে যখন রূপের বৈচিত্র্য দেখা যায়, তখন সেই বৈচিত্র্যকে ‘সহরূপ’ বলে।

রচনাধর্মী প্রশ্নোত্তর [মান ৫]

  1. শব্দগঠনের প্রক্রিয়া বা কৌশলগুলি আলোচনা করো।
  2. প্রত্যয় কাকে বলে? ব্যবহারিক প্রয়োগের অবস্থান অনুযায়ী প্রত্যয়কে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? প্রত্যেকটি ভাগের একটি করে উদাহরণ দাও।
    অথবা, প্রত্যয় কাকে বলে? প্রত্যয় কয় প্রকার ও কী কী? প্রত্যেকটি ভাগের উদাহরণ সহ সংজ্ঞা লেখো
× close ad